Monday, June 2, 2014

ট্রেনে সিংহীর তাণ্ডব, হিমশিম যাত্রীরা

ট্রেনে সিংহীর তাণ্ডব, হিমশিম যাত্রীরা

cub
খাঁচায় ভরার পর ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে সিংহীকে।



এই সময় ডিজিটাল ডেস্ক: ট্রেনের কামরায় দাপিয়ে বেড়াচ্ছে সিংহ শাবক। আর তার ভয়ে ইষ্টনাম জপে ব্যস্ত যাত্রী ও রেলকর্মীরা। তাকে শান্ত করতে গিয়ে থাবার মোক্ষম আঘাতে ঘায়েল এক মহিলা যাত্রী। সিনেমা নয়, বাস্তবে ঠিক এমনটাই ঘটেছে রাশিয়ার সাইবেরিয়াগামী ট্রেনে।

উত্তর সাইবেরিয়ার সার্গাট শহরে যাওয়ার পথে মস্কো থেকে ট্রেনে ওঠেন ল্যুডমিলা কসোভস্কায়া। সঙ্গী ৯ মাসের এক সিংহ শাবক, যাকে 'পোষা বেড়াল' বলে পরিচয় দেন ল্যুডমিলা। ট্রেনে ওঠার সময় তাকে নিয়ম অনুযায়ী রাখা হয় লোহার খাঁচায়। কিন্তু চলার পথে প্রিয় পোষ্যকে আদর করার জন্য হঠাত্‍ তীব্র ইচ্ছে জাগে মালকিনের। সেই মতো খাঁচার ছিটকিনি খুলে তাকে বাইরে বের করেন ওই মহিলা। কিন্তু এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় তাঁর হেফাজত থেকে পালিয়ে যায় নয় মাসের সিংহীটি।

খাঁচাছাড়া সিংহশাবককে নিয়ে ট্রেনময় শুরু হয় চরম আতঙ্ক ও বিশৃঙ্খলা। তার ভয়ে ক্যুপের দরজা এঁটে দেন সন্ত্রস্ত যাত্রীরা এক মহিলা আবার শাবকটিকে শান্ত করতে কাছে ডাকলে থাবার ঘায়ে জখম হন। এদিকে বেসামাল পোষ্যকে নিয়ে বিড়ম্বনায় পড়েন ল্যুডমিলাও। ইতিমধ্যে এদিক-সেদিক ঘোরাঘুরির শেষে মালকিনের ক্যুপেই ফিরে আসে সিংহী। সুযোগ বুঝে ক্যুপ থেকে বেরিয়ে ল্যুডমিলাও বাইরে থেকে ছিটকিনি টেনে দিয়ে তাকে বন্দি করেন। শেষ পর্যন্ত সিংহছানাকে ফের খাঁচাবন্দি করতে কামরার ভারপ্রাপ্ত রেল কর্মচারির সাহায্য চান তিনি।

ল্যুডমিলাকে আশ্বস্ত করে বন্ধ ক্যুপের দিকে এগিয়ে যান ট্রেন সুপারভাইজার। কিন্তু দরজার পিছন থেকে বন্দি সিংহীর গর্জন শোনার পর রণে ভঙ্গ দেন তিনিও। ভয়ার্ত রেল কর্মচারীরা এরপর পুলিশের সাহায্য চান। পরবর্তী স্টেশন ইয়েকাতেরিনবার্গে সার্কাসের লোকজনকে সঙ্গে নিয়ে হাজির হয় বিশাল পুলিশবাহিনী। অস্ত্র উঁচিয়ে ক্যুপের দরজা খুলে ফেলেন তাঁরাই। তবে প্রতক্ষদর্শীরা জানিয়েছেন, লোয়ার বার্থে বসে থাকা সিংহী তাঁদের আদৌ আক্রমণ করেনি। উল্টে অচেনা মানুষের ভিড় দেখে সে নিজেই রীতিমতো সন্ত্রস্ত হয়ে পড়ে। নিরাপদেই তাকে খাঁচায় ভরে ফেলা হয়।

পুলিশ জানিয়েছে, মিথ্যা পরিচয় দিয়ে সিংহীকে ট্রেনে তোলার দায়ে মালকিন ল্যুডমিলাকে জরিমানা করা হয়েছে। জানা গিয়েছে, নিয়ম ভেঙে তার মুখ জাল দিয়ে আটকানো হয়নি বলে বিপদের আশঙ্কা বেড়ে যায়।

বলা বাহুল্য এই ঘটনার পর মাঝপথেই ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয় সিংহশাবক ও তার মালকিনকে।

No comments:

Post a Comment