রোনাল্ডো ছাড়া অচল পর্তুগাল
প্রকাশ : ০২ জুন, ২০১৪
জোয়াচিম লো যথার্থই বলেছিলেন, ‘রোনাল্ডোকে ছাড়া অচল পর্তুগাল।’ জার্মানি কোচের ধারণাকে ভুল প্রমাণ করার দারুণ একটি সুযোগ পেয়েছিল পর্তুগাল। কিন্তু রোনাল্ডোকে ছাড়া নিজেদের সচল প্রমাণে ব্যর্থ হল পাওলো বেন্টোর দল। শনিবার ঘরের মাঠে প্রাক-বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে গ্রিসের সঙ্গে গোলশূন্য ড্র করেছে তারা। লন্ডনের ক্রাভেন কটেজে পর্তুগালের পথেই হেঁটেছে ইতালি। ইনজুরি তাড়িত অভিশপ্ত ম্যাচে আয়ারল্যান্ডের সঙ্গে গোলশূন্য ড্র করেছে আজ্জুরিরা। অঘটনের রাতে সাত মাস পর জয়ের দেখা পেয়েছে নেদারল্যান্ডস। রটেনডামে রবিন ভ্যান পার্সির দেয়া একমাত্র গোলে ঘানাকে হারিয়েছে ডাচরা।
২০০৮ ইউরো ফাইনালে গ্রিসের কছে ১-০ গোলে হেরেছিল পর্তুগাল। এক দশক পর সেই লিসবনেই ফের দেখা হল দু’দলের। কিন্তু প্রতিশোধ নিতে পারল না স্বাগতিকরা। অধিনায়ক রোনাল্ডো ছাড়াও এ ম্যাচে খেলেননি পেপে, কোয়েন্ত্রাও ও রাউল মেরেলেসের মতো তারকারা। পুরো ম্যাচেই আধিপত্য ছিল পর্তুগালের। কিন্তু রোনাল্ডোর শূন্যতা পূরণ করতে পারেননি নানি, ব্র“নো আলভেজরা। ফিনিশিংয়ের দুর্বলতার জন্যই ড্রয়ের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের। তারপরও কোচ পাওলো বেন্টোর দাবি, রোনাল্ডোকে ছাড়া ভালোই খেলেছে তার দল! ফুলহ্যামের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে ড্রর পাশাপাশি ইতালি শিবিরে যোগ হয়েছে আরেকটি হতাশা। বাঁ-পা ভেঙে যাওয়ায় বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন মিডফিল্ডার রিকার্ডো মন্তোলিভো। আট মিনিটেই স্ট্রেচারে মাঠ ছাড়তে হয় এসি মিলান তারকাকে। ইনজুরি ট্রাজেডির পাশাপাশি ইতালির পারফরম্যান্সও হতাশ করেছে সমর্থকদের। পুরো ম্যাচেই নিষ্প্রভ ছিল আজ্জুরিরা। হারতেও পারত তারা। শেষদিকে আয়ারল্যান্ডের স্টিভেন কুইনের শট ক্রসবারে লাগায় বেঁচে যায় ইতালি। তবে ইতালি ভক্তদের জন্য একটি স্বস্তির খবরও আছে। চোট কাটিয়ে এ ম্যাচে ৭০ মিনিট খেলেছেন রসি। পরশু রাতের সবচেয়ে বড় ম্যাচটি ছিল রটারডামে। গত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালিস্ট ঘানাকে ১-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাসের জ্বালানি পেয়ে গেছে নেদারল্যান্ডস। গত অক্টোবরে তুরস্কের বিপক্ষে সর্বশেষ জয়ের পর জাপান, কলম্বিয়া ও ইকুয়েডরের সঙ্গে ড্র করেছে তারা। হেরেছে ফ্রান্সের কাছে। অবশেষে সাত মাস পর জয়ের স্বাদ পেল ডাচরা। পাঁচ মিনিটে স্নেইডার ও রবেনের চমৎকার একটি আক্রমণ থেকে ম্যাচের ভাগ্য নির্ধারণী একমাত্র গোলটি করেন অধিনায়ক ভ্যান পার্সি। স্কোরলাইন নিয়ে সামান্য আক্ষেপ থাকলেও দলের পারফরম্যান্সে সন্তুষ্ট কোচ লুই ভ্যান গল।
একইদিনে পেরিসিচের জোড়া গোলে মালিকে ২-১ ব্যবধানে হারিয়েছে ক্রোয়েশিয়া। ইকুয়েডরের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে মেক্সিকো। সেনেগালের বিপক্ষে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েও ২-২ গোলে ড্র করেছে কলম্বিয়া। আর্মেনিয়ার বিপক্ষে ৩-১ গোলে জিতেছে আলজেরিয়া। এছাড়া নরওয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে রাশিয়া। এএফপি/ওয়েবসাইট।
একনজরে ফল
ইতালি ০ : ০ আয়ারল্যান্ড
পর্তুগাল ০ : ০ গ্রিস
নেদারল্যান্ডস ১ : ০ ঘানা
ক্রোয়েশিয়া ২ : ১ মালি
মেক্সিকো ৩ : ১ ইকুয়েডর
কলম্বিয়া ২ : ২ সেনেগাল
আলজেরিয়া ৩ : ১ আর্মেনিয়া
রাশিয়া ১ : ১ নরওয়ে
No comments:
Post a Comment