Tuesday, June 10, 2014

মেসি-রোনাল্দোদের মুখ চেয়ে টিভি ব্যবসায়ীরা

মেসি-রোনাল্দোদের মুখ চেয়ে টিভি ব্যবসায়ীরা

LG
এই সময়: আর দু'দিন৷ 'ওয়ার্ল্ডস গ্রেটেস্ট শো অন আর্থ' শুরু হতে চলেছে আমাজনের দেশে৷ ব্রাজিল বিশ্বকাপে বুঁদ বাঙালিকে এই সুযোগে নতুন টিভির নেশা ধরাতে মাঠে নেমে পড়েছে সংস্থাগুলি৷ নতুন মডেল, অফার, গিফট এসবের ছড়াছড়ি তো রয়েইছে৷ ময়দান-প্রেমী দর্শককে 'বড় পর্দার' আকর্ষণ থেকেও দূরে রাখতে চাইছে টিভি প্রস্ত্ততকারীরা৷ বিশ্বকাপের উপর ভর করেই বিক্রি ৩৫ শতাংশ মতো বাড়ানোর আশা রাখছে সোনি, ভিডিওকন, প্যানাসনিক এবং স্যামসাংয়ের মতো সংস্থা৷

পশ্চিমবঙ্গ ও উত্তর-পূর্বের ফুটবল প্রেমকে মাথায় রেখে বিশ্বকাপের সময় এই অঞ্চলে টিভি বিক্রি তিনগুণ বাড়বে বলে দাবি সোনি ইন্ডিয়ার৷ সংস্থার তরফে সেলস হেড সুনীল নাইয়ার বলেন, '২০১০ বিশ্বকাপে মে-জুন-জুলাই এই তিন বিশ্বকাপ-মাসে ২৯০০০ টিভি বিক্রি করেছিল সোনি৷ এ বারের বিশ্বকাপে ৮৭০০০ টিভি বিক্রি লক্ষ্যমাত্রা রাখছি৷ আমাদের আশা পূর্বাঞ্চল এবং উত্তর-পূর্বে ২০০ শতাংশের উপর বৃদ্ধি হবে আমাদের৷'

নাইয়ারের মতে, দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় বিশ্বকাপের জন্য পূর্বাঞ্চল বেশি গুরুত্ব পায়৷ গোটা দেশে এই বিশ্বকাপের সময় যদি টিভি বিক্রি ২০-২৫ শতাংশ বাড়ে, তা হলে পশ্চিবঙ্গ অঞ্চলে তা ২০০ শতাংশ হবে৷ শুধু বিশ্বকাপের কথা মাথায় রেখেই এপ্রিলে প্রথমবারের জন্য ২২ ইঞ্চির টিভি এনেছে সোনি৷ দাম ১৩৪৯০ টাকা৷ ২৪ ইঞ্চির শ্রেণির টিভিতে দু'টি নতুন মডেল আনা হয়েছে, ২৮ ইঞ্চিতে এসেছে একটি নতুন মডেল এবং ৩২ ইঞ্চিতে চারটি নতুন মডেল আনা হয়েছে৷ ৬ জুন থেকে সংশ্লিষ্ট টিভি মডেলগুলির সঙ্গে বিনামূল্যে আটজিবি পেন-ড্রাইভ, হেডফোন এবং বিশ্বকাপের বল ব্রাজুকা বিনামূল্যে দেওয়া হচ্ছে৷ নতুন টিভির প্রচারের জন্য পূর্বাঞ্চলে পাঁচ কোটি টাকা খরচ করছে সোনি ইন্ডিয়া৷

ভিডিওকনের গ্রুপ চিফ মার্কেটিং অফিসার সুনীল ট্যান্ডন বলেন, 'বছরের এক-চতুর্থাংশ বা ২৫ শতাংশ বিক্রির আশা রাখছি এপ্রিল-জুন ত্রৈমাসিকে৷ কারণ এ সময়টা আইপিএল এবং বিশ্বকাপ ফুটবলের জন্য মানুষ টিভি কিনতে আগ্রহী হন৷ সাধারণ ক্রেতারা ছাড়াও বিভিন্ন স্পোটর্স বারে বড় প্যানেল টেলিভিশনের চাহিদা থাকে৷ একমাত্র ভিডিওকনেরই ৮০ ইঞ্চি স্ক্রিনের এলইডি টিভি রয়েছে৷ তাই পশ্চিমবঙ্গ থেকে ভালো আয়ের আশা রাখছিল৷ ২০১০ বিশ্বকাপেও আমাদের টিভি বিক্রি প্রায় দ্বিগুণ হয়েছিল৷ এ বছর সেই বিক্রিকে আরও ঊর্ধ্বমুখী করতে ৩২ ইঞ্চি এবং তার উপরের টিভিতে বিনামূল্যে থ্রি-জি ট্যাবলেট এবং তিন বছরের সার্ভিস গ্যারান্টি দেওয়া হচ্ছে৷' ট্যান্ডন জানালেন, শুধু পশ্চিমবঙ্গের জন্য ওয়েলকাম সিরিজের আওতায় কয়েকটি নতুন টিভি মডেল এনেছে ভিডিওকন৷
স্যামসাং ইন্ডিয়ার ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আর জুত্‍সি বলেছেন, 'বিশ্বকাপের জন্য গোটা টিভি বাজার ৩০ শতাংশ হারে বাড়বে৷ সেখানে স্যামসাংও ভালো বৃদ্ধির আশা রাখছে৷ বিশেষ করে পশ্চিমবঙ্গ, কেরালা, গোয়া থেকে বিক্রি বাড়ার সম্ভাবনা রয়েছে৷ মানুষের সুবিধার জন্য টিভি ফিনান্স করতে বিভিন্ন অফারও রেখেছে স্যামসাং৷ বর্তমানে এ দেশে স্যামসাংয়ের ৪৫টি মডেল রয়েছে৷ কিন্ত্ত বিশ্বকাপ মরসুমে বড় স্ক্রিনের (৫৫ থেকে ৬৫ ইঞ্চির) চাহিদা বেশি করে চোখে পড়ছে৷'

ভোগ্যপণ্য সংগঠন কনজিউমার ইলেকট্রনিক্স অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (সিইএএমএ) মতে, 'নেতিবাচক মানসিকতার জেরে ভোগ্যপণ্য বাজারে যে শ্লথগতি দেখা গিয়েছিল জুনের পর তা পাল্টে যাবে৷ সংগঠনের তরফে প্রেসিডেন্ট অনিরুদ্ধ ধূত বলেন, জুন থেকে শুরু করে জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে ভোগ্যপণ্য বাজার চাঙ্গা থাকবে বলে আশাবাদী আমরা৷ এর পিছনে তিনটি কারণ রয়েছে৷ অন্যতম কারণটি অবশ্যই বিশ্বকাপ৷ পশ্চিমবঙ্গ, উত্তর-পূর্ব, গোয়া, কেরালার মতো ফুটবল প্রেমী অঞ্চলে জুন-জুলাইতে টিভি বিক্রি আশাতীত হারে বাড়বে৷ এর পর রয়েছে বাজেট৷ অন্তর্বর্তী বাজেটে ভোগ্যপণ্য ও তার যন্ত্রাংশ উত্‍পাদনের শুল্ক ১২ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করেছিল সরকার৷ পূর্ণাঙ্গ বাজেটে এই শুল্ক ছাড় বজায় রাখার দাবি জানাচ্ছি অর্থমন্ত্রীর কাছে৷ শিল্পোত্‍পাদন সূচকের দিকে তাকিয়ে উত্‍পাদন ক্ষেত্রকে গতি দিতে সরকার নিশ্চয় সংবেদনশীল হবে৷ তৃতীয়ত আগামী এক বছরের মধ্যে কেবল টিভি ডিজিটাইজেশন তৃতীয় এবং চূড়ান্ত দফায় পৌঁছে যাবে৷ যেখানে সাড়ে সাত কোটি বাড়িকে সেট টপ বক্সের আওতায় আনা হবে৷ ১৪ শতাংশ অতিরিক্ত ভ্যালু-অ্যাডেড ট্যাক্সের বোঝা কমে গেলে দেশে সেট টপ বক্স উত্‍পাদন আরও উত্‍সাহ পাবে এবং আমাদের আমদানির উপর ততটা ভরসা করতে হবে না৷' 

No comments:

Post a Comment