Tuesday, June 10, 2014

স্থায়ী ঠিকানার প্রমাণে মিলবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

স্থায়ী ঠিকানার প্রমাণে মিলবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

rbi
মুম্বই: বর্তমান বা স্থায়ী, যে কোনও একটি ঠিকানার প্রমাণ সংক্রান্ত্র নথি দিয়েই এবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা যাবে বলে সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক৷ যাঁরা বদলির চাকরি করেন ও যে শ্রমিকরা বিভিন্ন শহরে গিয়ে কাজ করেন, এই সিদ্ধান্তের ফলে তাঁদের সুবিধা হবে৷ এর ফলে নতুন জায়গায় চাকরি করতে গিয়ে স্থানীয় ঠিকানার প্রমাণপত্র সংগ্রহ করার ঝঞ্ঝাট থেকে তাঁরা মুক্ত হবেন৷

বিজ্ঞপ্তিতে রিজার্ভ ব্যাঙ্ক বলেছে, 'এখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার জন্য বা তথ্য আপডেট করার সময় ঠিকানার (বর্তমান বা স্থায়ী) একটিমাত্র প্রমাণপত্রই দাখিল করে হবে গ্রাহকদের৷' বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'প্রমাণপত্রে যে ঠিকানার কথা উল্লেখ করা হয়েছে, তা বদল হলে ছ'মাসের মধ্যে ব্যাঙ্কের সংশ্লিষ্ট শাখায় নতুন করে ঠিকানার প্রমাণপত্র জমা করতে হবে৷'

যে সব ক্ষেত্রে গ্রাহক বর্তমান ঠিকানার প্রমাণ সংক্রান্ত নথি দিতে পারবেন না, সে ক্ষেত্রে চিঠিপত্র পাওয়ার জন্য গ্রাহক নতুন ঠিকানা সংক্রান্ত একটি ঘোষণাপত্র দিলে তাই গ্রাহ্য করবে ব্যাঙ্ক৷ নিয়ামক ব্যাঙ্ক বলেছে, 'বর্তমান ঠিকানা সংক্রান্ত প্রমাণপত্র দাখিল করার প্রয়োজন নেই৷ তবে চিঠি পাঠিয়ে তার প্রাপ্তিস্বীকার করিয়ে, চেকবই, এটিএম কার্ড পাঠিয়ে বা টেলিফোন করে সেই ঠিকানা যাচাই করতে পারে ব্যাঙ্ক৷' যদি ঠিকানা বদল হয়, তা হলে যোগাযোগের জন্য দু'সপ্তাহের মধ্যে ব্যাঙ্ককে সে কথা জানাতে হবে৷ ব্যাঙ্কগুলিকে কেওয়সি সংক্রান্ত এই তথ্য মেনে চলার নির্দেশও দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক৷
ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার সময় ঠিকানার প্রমাণপত্র জোগাড় করতে গিয়ে বদলির চাকরিরত লোকজন, এক শহর থেকে অন্য শহরে ঘুরে কাজ করা শ্রমিকরা যে দীর্ঘদিন ধরেই সমস্যায় পড়েন, সে কথা রিজার্ভ ব্যাঙ্ক জানতে পেরে এই সিদ্ধান্ত নিয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে৷

No comments:

Post a Comment