আর্জেন্টিনা পেরেছে পারেননি মেসি
স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ০৬ জুন, ২০১৪
আগেরদিন ব্রাজিলের নেইমারময় জয় দেখেছে ফুটবলবিশ্ব। বুধবার আর্জেন্টিনাও আয়েশি জয় দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি পর্ব শুরু করল। কিন্তু বার্সা সতীর্থ নেইমারের মতো সেভাবে ঝলসে উঠতে পারলেন না আর্জেন্টিনার স্বপ্নসারথি লিওনেল মেসি। ব্রাজিলের বিমান ধরার আগে বুয়েনস আয়ার্সের মনুমেন্টাল স্টেডিয়ামে প্রথম প্রস্তুতি ম্যাচে ত্রিনিদাদ ও টোবাগোকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। দলের জয়ে বড় অবদান রাখলেও মেসি নিজে গোলের দেখা পাননি। ত্রিনিদাদ ও টোবাগোর জাল কাঁপিয়েছেন রড্রিগো পালাসিও, জাভিয়ের মাসচেরানো ও ম্যাক্সি রড্রিগেজ। কিকঅফের আগে মেসির সঙ্গে হাত মেলাতে ব্যস্ত হয়ে পড়েছিলেন ত্রিনিদাদের খেলোয়াড়রা। আতাউল্লাহ গুয়েরা নামের একজন তো রীতিমতো মাথা নত করে শ্রদ্ধা জানান আর্জেন্টিনা অধিনায়ককে! কিন্তু ম্যাচ শুরু হতেই শ্রদ্ধা-ভক্তি সব উধাও! মেসিকে গোলবঞ্চিত রাখতে সর্বাÍক চেষ্টা করেছে অতিথিরা। বারার ফাউলের শিকার হয়েছেন আর্জেন্টাইন জাদুকর। ৫০ মিনিটে এমন একটি ফাউল থেকে গোল প্রায় পেয়েই যাচ্ছিলেন মেসি। কিন্তু তার রংধনু ফ্রিকিক পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি বল থেকে আর্জেন্টিনার দ্বিতীয় গোলটি করেন আরেক বার্সা তারকা মাসচেরানো। দেশের হয়ে ৯৭ ম্যাচে এটি তার মাত্র তৃতীয় গোল। এর আগে প্রথমার্ধের ইনজুরি টাইমে ডি মারিয়ার কর্নার থেকে হেডে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন ইন্টার মিলান ফরোয়ার্ড পালাসিও। ৬৪ মিনিটে তার পাস থেকেই ব্যবধান ৩-০ করেন সাবেক লিভারপুল তারকা রড্রিগেজ।
চোট সমস্যা থাকায় গনজালো হিগুয়াইন, সার্গিও আগুয়েরো ও পাবলো জাবালেতাকে এদিন বিশ্রাম দিয়েছিলেন কোচ আলেসান্দ্রো সাবেলা। পরশুর ম্যাচে আবার চোট পেয়েছেন মার্টিন ডেমিচেলিস। সহজ জয় পেলেও আগামীকাল স্লোভেনিয়ার বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচের আগে কিছু বিষয় নিয়ে নতুন করে রণপরিকল্পনা সাজাতে হবে সাবেলাকে। কারণ ত্রিনিদাদের পোস্টে মেসিদের নেয়া ১৭ শটের ১২টিই লক্ষ্যচ্যুত হয়েছে। মেসির গোলখরা উদ্বেগের আরেকটি কারণ। আগের দুই বিশ্বকাপে মাত্র একটি গোল করেছেন দলের প্রাণভোমরা। মেসি অবশ্য এ নিয়ে ভাবছেন না। দলের প্রস্তুতি ভালো হওয়াতেই খুশি তিনি। বলেছেন, ‘আমরা ভালোভাবে ম্যাচটা শেষ করেছি। এটাই বেশি গুরুত্বপূর্ণ। আমরা শান্ত আছি এবং এই দল নিয়ে সন্তুষ্ট। বিশ্বকাপে ভালো ফুটবল খেলার চেষ্টা করব আমরা।’
No comments:
Post a Comment