মোরাদবাদে মহিলার ঝুলন্ত দেহ, অপরাধের চিত্র অন্যত্রও
মোরাদাবাদ: ফের মিলল নাবালিকার ঝুলন্ত দেহ৷ এ বার স্থান উত্তরপ্রদেশেরই মোরাদাবাদ৷ বদায়ুন, সীতাপুর, বাহরাইচের ঘটনার পরও রাজ্যে নারী নিরাপত্তাহীনতার চিত্র যে একই রকম, আবার মিলল তার প্রমাণ৷ বৃহস্পতিবার সকালে মোরাদাবাদের রাজপুরা গ্রামের এক গাছে ঝুলন্ত অবস্থায় মেলে বছর ষোলোর এক কিশোরীর দেহ৷ তার পরিবার জানায়, বুধবার রাতে ওই পরিবারের সকলে বিয়েবাড়ি গিয়েছিলেন৷ একাদশ শ্রেণির ওই ছাত্রী বাড়িতে একাই ছিল৷ পরিবারের সকলে যখন বাড়ি ফেরেন, ঘরের দরজা অল্প খোলা ছিল, কিন্ত্ত ওই নাবালিকা বাড়িতে ছিল না৷ মেয়েটির পরিবারের অভিযোগ, তখনই থানায় গিয়েছিলেন তাঁরা, কিন্ত্ত অভিযোগ না নিয়ে তাঁদের পরের দিন সকালে আসতে বলা হয়৷
খুনের আগে ওই নাবালিকাকে যৌন হেনস্থা করা হয়েছিল কি না, তা জানতে দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে৷ নিহতের পরিবার অবশ্য অভিযোগে কারওর নাম উল্লেখ করেননি৷ বুধবারই বাহরাইচে এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার হয়৷ বছর পঁয়তাল্লিশের ওই মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ করেছিল তাঁর পরিবার৷ এ দিন জেলাশাসক এন কে সিং বলেন, 'মহিলার ময়নাতদন্তের রিপোর্টে ধর্ষণের নিশ্চিত প্রমাণ মেলেনি৷ ঝুলন্ত অবস্থাতেই মৃত্যু হয়েছে তাঁর৷ দেহে আঘাতের কোনও চিহ্ন মেলেনি৷'
তবে, শুধু উত্তরপ্রদেশ নয়, নারী নিরাপত্তাহীনতার নজির দিল্লি, হরিয়ানা ও গুজরাটেও৷ বুধবার রাতে দক্ষিণ দিল্লিতে বছর পঁচিশের এক তরুণীকে চলন্ত গাড়িতে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তিন ব্যক্তিকে৷ আমেদাবাদে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণ ও খুনের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ১৭ বছরের এক নাবালককে৷ গতকাল সকাল থেকেই নিখোঁজ ছিল শিশুটি৷ এ দিন তার বাবা পুলিশে অভিযোগ জানালে পুলিশ খোঁজ শুরু করে৷ জানা যায়, অভিযুক্ত নাবালকের সঙ্গেই শেষ দেখা গিয়েছিল শিশুটিকে৷ ছেলেটিকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ৷ জেরার মুখে সে স্বীকার করে শিশুটিকে মেরে একটি প্রাইভেট বাসের লাগেজ কম্পার্টমেন্টে রেখে দিয়েছে৷ যদিও ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছে নাবালক৷
ক'দিন আগেই সীতাপুরে এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল৷ এ দিন সেখানেই ২১ বছরের এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বছর তেইশের এক যুবকের বিরুদ্ধে৷ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, নির্যাতিতার সঙ্গে অভিযুক্তের পূর্ব পরিচয় ছিল৷ সেই সূত্রেই তাঁকে মিশরিতে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়৷ উত্তরপ্রদেশেরই সুমেরপুর থানার এসআই-সহ চার পুলিশকর্মীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন ২৪ বছরের এক গৃহবধূ৷ এ দিন পুলিশসূত্রে জানা গিয়েছে, মহিলার অভিযোগ মিথ্যে৷ তাঁর মেডিক্যাল টেস্টেও ধর্ষণের প্রমাণ মেলেনি৷
সপ্তাহদু'য়েক আগেই বদায়ুনে দুই নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল৷ ময়নাতদন্তে জানা যায়, ধর্ষণ করে খুন করা হয়েছে তাদের৷ এই ঘটনায় জাতভিত্তিক ষড়যন্ত্রের পাশাপাশি রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন উঠেছিল৷ সমালোচনার মুখে পড়ে এই মামলার তদন্তভার নিতে বাধ্য হল সিবিআই৷ এ দিন সিবিআই অধিকর্তা রঞ্জিত সিন্হা জানান, সরকারের তরফে নির্দেশ পেয়েই মামলাটির দায়িত্বভার গ্রহণ করেছেন তাঁরা৷ ফরেন্সিক বিশেষজ্ঞ-সহ ২০ জন সদস্যের একটি বিশেষ দল শুক্রবার বদায়ুন যাচ্ছেন৷
একের পর এক নৃশংস ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে, তারই মধ্যে বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক সারলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব৷ বৈঠক শেষে তাঁর বক্তব্য, 'রাজ্যের আইন-শৃঙ্খলার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ৷ আরা তা রক্ষা করার দায়িত্ব সরকারেরই৷ উত্তরপ্রদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অন্যান্য রাজ্যের থেকে অনেক উন্নত৷ সেই কারণেই এত বিনিয়োগকারী এই রাজ্যে বিনিয়োগের আগ্রহ দেখাচ্ছে৷'
এ দিনই কোয়াম্বোটেরের পোল্লাচ্চিতে দুই নাবালিকাকে হস্টেল থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে৷ চার্চ পরিচালিত হস্টেলের ছাত্ররা জানিয়েছেন, গতকাল রাতেই দুই ব্যক্তি হস্টেলে এসে জল চায়৷ দুই নাবালিকা তাদের জল দিতে গেলে তাদের হাত ধরে টেনে পাশের নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়৷ হরিয়ানার জিন্দেও ১৭ বছরের এক তরুণীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে৷
খুনের আগে ওই নাবালিকাকে যৌন হেনস্থা করা হয়েছিল কি না, তা জানতে দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে৷ নিহতের পরিবার অবশ্য অভিযোগে কারওর নাম উল্লেখ করেননি৷ বুধবারই বাহরাইচে এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার হয়৷ বছর পঁয়তাল্লিশের ওই মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ করেছিল তাঁর পরিবার৷ এ দিন জেলাশাসক এন কে সিং বলেন, 'মহিলার ময়নাতদন্তের রিপোর্টে ধর্ষণের নিশ্চিত প্রমাণ মেলেনি৷ ঝুলন্ত অবস্থাতেই মৃত্যু হয়েছে তাঁর৷ দেহে আঘাতের কোনও চিহ্ন মেলেনি৷'
তবে, শুধু উত্তরপ্রদেশ নয়, নারী নিরাপত্তাহীনতার নজির দিল্লি, হরিয়ানা ও গুজরাটেও৷ বুধবার রাতে দক্ষিণ দিল্লিতে বছর পঁচিশের এক তরুণীকে চলন্ত গাড়িতে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তিন ব্যক্তিকে৷ আমেদাবাদে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণ ও খুনের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ১৭ বছরের এক নাবালককে৷ গতকাল সকাল থেকেই নিখোঁজ ছিল শিশুটি৷ এ দিন তার বাবা পুলিশে অভিযোগ জানালে পুলিশ খোঁজ শুরু করে৷ জানা যায়, অভিযুক্ত নাবালকের সঙ্গেই শেষ দেখা গিয়েছিল শিশুটিকে৷ ছেলেটিকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ৷ জেরার মুখে সে স্বীকার করে শিশুটিকে মেরে একটি প্রাইভেট বাসের লাগেজ কম্পার্টমেন্টে রেখে দিয়েছে৷ যদিও ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছে নাবালক৷
ক'দিন আগেই সীতাপুরে এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল৷ এ দিন সেখানেই ২১ বছরের এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বছর তেইশের এক যুবকের বিরুদ্ধে৷ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, নির্যাতিতার সঙ্গে অভিযুক্তের পূর্ব পরিচয় ছিল৷ সেই সূত্রেই তাঁকে মিশরিতে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়৷ উত্তরপ্রদেশেরই সুমেরপুর থানার এসআই-সহ চার পুলিশকর্মীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন ২৪ বছরের এক গৃহবধূ৷ এ দিন পুলিশসূত্রে জানা গিয়েছে, মহিলার অভিযোগ মিথ্যে৷ তাঁর মেডিক্যাল টেস্টেও ধর্ষণের প্রমাণ মেলেনি৷
সপ্তাহদু'য়েক আগেই বদায়ুনে দুই নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল৷ ময়নাতদন্তে জানা যায়, ধর্ষণ করে খুন করা হয়েছে তাদের৷ এই ঘটনায় জাতভিত্তিক ষড়যন্ত্রের পাশাপাশি রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন উঠেছিল৷ সমালোচনার মুখে পড়ে এই মামলার তদন্তভার নিতে বাধ্য হল সিবিআই৷ এ দিন সিবিআই অধিকর্তা রঞ্জিত সিন্হা জানান, সরকারের তরফে নির্দেশ পেয়েই মামলাটির দায়িত্বভার গ্রহণ করেছেন তাঁরা৷ ফরেন্সিক বিশেষজ্ঞ-সহ ২০ জন সদস্যের একটি বিশেষ দল শুক্রবার বদায়ুন যাচ্ছেন৷
একের পর এক নৃশংস ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে, তারই মধ্যে বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক সারলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব৷ বৈঠক শেষে তাঁর বক্তব্য, 'রাজ্যের আইন-শৃঙ্খলার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ৷ আরা তা রক্ষা করার দায়িত্ব সরকারেরই৷ উত্তরপ্রদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অন্যান্য রাজ্যের থেকে অনেক উন্নত৷ সেই কারণেই এত বিনিয়োগকারী এই রাজ্যে বিনিয়োগের আগ্রহ দেখাচ্ছে৷'
এ দিনই কোয়াম্বোটেরের পোল্লাচ্চিতে দুই নাবালিকাকে হস্টেল থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে৷ চার্চ পরিচালিত হস্টেলের ছাত্ররা জানিয়েছেন, গতকাল রাতেই দুই ব্যক্তি হস্টেলে এসে জল চায়৷ দুই নাবালিকা তাদের জল দিতে গেলে তাদের হাত ধরে টেনে পাশের নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়৷ হরিয়ানার জিন্দেও ১৭ বছরের এক তরুণীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে৷
No comments:
Post a Comment