Friday, June 13, 2014

শুনেন, মারাদোনারে বিশ্বকাপ থেইক্যা খ্যাদাইয়া দিসে

শুনেন, মারাদোনারে বিশ্বকাপ থেইক্যা খ্যাদাইয়া দিসে

WC3
অনিমেষ বৈশ্য

ফোনটা করলেন এক বাংলাদেশি সাংবাদিক৷ ঢাকা থেকে৷ খুবই উত্তেজিত৷ বললেন, 'একখান জব্বর খবর আছে৷ আফনে হুটেল সুনারগাঁওয়ে আমারে একটা ফোন দ্যান৷' তখন মোবাইল নেই৷ ল্যান্ডফোনই ভরসা৷ মিনিট পনেরা বাদে বিস্তর কসরতের পর তাঁকে ধরা গেল৷ ফোনটা ধরেই বললেন, 'খবর তো পাইয়াই গেছেন৷ মারাদোনারে বিশ্বকাপ থেইক্যা খ্যাদাইয়া দিসে৷ গাঁজা খাইছিল৷' বললাম, 'গাঁজা তো খাননি৷ কোকেন নিয়েছিলেন৷ আর এটা তো পুরোনো খবর৷ সবাই জানে৷ আপনি যে বললেন দারুণ খবর দেবেন!' ভদ্রলোকের গলায় বিরক্তি৷ বললেন, 'ওই একই হইল৷ গাঁজাও যা, কো কো কো...কী জানি কইলেন?' কোকেন৷ (আসলে ডোপ করেছিলেন৷) 'হ্যাঁ হ্যাঁ কোকেনও তা৷ সবই নিষিদ্ধ৷ কিন্ত্ত আসল খবর তো অহনও দেই নাই৷ এই যে মারাদেনাকে খ্যাদাইল, এই লইয়া বাংলাদেশে উথালপাতাল প্রতিক্রিয়া৷ কতা বুঝছেন?'

আইএসডি বিল উঠছে চড়চড় করে৷ অথচ ভদ্রলোকের কোনও হুঁশই নেই৷ অফিসের ফোন যদিও, তবু...৷ বললাম, খবরটা বলুন৷ কী হয়েছে বাংলাদেশে? উনি গলা খাঁকারি দিয়ে বললেন, 'আহা তাড়া দ্যান ক্যান? কইতাসি৷ মারাদোনারে যে খ্যাদাইল তাতে ময়মনসিংহের দায়রা আদালত স্ট্রং অ্যাকশন নিসে৷ হ্যাভেলাঞ্জের (জোয়াও হ্যাভেলাঞ্জ, ফিফার প্রাক্তন সভাপতি) কাছে সমন পাডাইয়া দায়রা বিচারক কৈফিয়ত চাইছে, কুন আক্কেলে আফনে মারাদোনারে খ্যাদাইলেন তার স্যাটিসফ্যাক্টরি জবাব চায় বাংলাদেশের জনগণ৷ আগামী ২১ অগস্ট হ্যাভেলাঞ্জরে সশরীরে ময়মনসিংহে আইতে হইব৷ তহন বুঝবে নে কত ধানে কত চাউল৷ কতা বুঝছেন?'

হ্যাভেলাঞ্জকে ময়মনসিংহে সমন! হাসি পাচ্ছিল৷ ভদ্রলোক বোধহয় সেটা টের পেয়েছিলেন৷ কিঞ্চিত্‍ বিরক্ত হয়ে বললেন, 'খুবই সিরিয়াস ব্যাপার৷ হাইসেন না৷ ভাল কইরা ল্যাহেন৷ আরও একটা সিরিয়াস ঘটনা ঘটসে৷ হেইডা হইল গিয়া...শুনতাসেন তো! ঢাকার এক দম্পতির বাক্যালাপ বন্ধ হইয়া গ্যাছে৷' ধুত্তোর বলে ফোনটা রেখে দিচ্ছিলাম৷ উনি থামলেন না৷ বললেন, 'সিরিয়াস ব্যাপার৷ এর পিছনেও আছেন মারাদোনা৷ মিয়াঁ মারাদেনার বিদায়ে খুবই খুশি৷ কিন্ত্ত বিবি হইলেন গিয়া মারাদোনার ফ্যান৷ হেই লইয়াই ঝগড়া৷ আরও কত যে এমন ঘটতাসে আল্লা জানেন৷ মোটের উপর, ইন এ নাটশেল, বাংলাদেশ অশান্ত৷ ন্যান, ভাল খবর দিলাম৷ জমাইয়া ল্যাহেন এই বেলায়৷ কতা বুঝছেন!'

কতক বুঝলাম৷ বেশিরভাগটাই বুঝলাম না৷ বুঝলাম, মারাদোনার বিদায়ে বাঙালি হেদিয়ে মরছে৷ বুঝলাম না, ফিফা র্যাঙ্কিংয়ে দেড়শোর উপরে, তবু দুই বাংলায় ফুটবল নিয়ে এত হাঁকপাঁক কেন? পেলে-মারাদোনার ঘর সাত-সমুদ্দুর তেরো নদী পার৷ কিন্ত্ত বাঙালির কাছে দু'জনেই যেন মিলন সমিতি অথবা অগ্রণী সঙ্ঘের স্ট্রাইকার৷
মারাদোনা আসার আগে পর্যন্ত বাঙালির সব কিছুতেই পেলে৷ কেউ ভাল ডাংগুলি খেলে, সে পেলে৷ কেউ ভাল সুদ-কষার অঙ্ক করে, সে পেলে৷ আমাদের পাড়ার একটি ছেলে ভাল গুলতি ছুড়ত৷ এক টিপে নামিয়ে আনত গাছের পাখি৷ ওর নাম ছিল লেনিন৷ তখন সব পাড়াতেই রুশ নামের কেউ না কেউ থাকত৷ গ্যাগারিন, গোর্কি, ক্রুশ্চেভ ইত্যাদি৷ মিলটন, লিটন, শিলটন ইত্যাকার ফিরিঙ্গি নামও কম ছিল না৷ সাম্রাজ্যবাদ ও সাম্যবাদের বিচিত্র ককটেল ছিল এ পাড়ায় সে পাড়ায়৷ তো লেনিন ভাল গুলতি ছুড়ত বলে অনেকেই ওকে পেলে বলে ডাকত৷ তখনই বুঝেছিলাম, পেলের ক্ষমতা লেনিনের চেয়ে কম কিছু নয়৷ লেনিনের নামকরণ করেছিল ওর মামা৷ জুটমিলের ট্রেড ইউনিয়ন করে তিনি কালাতিপাত করতেন৷ ভাগ্নের নামকরণ করেই তিনি বিপ্লবের বৈজয়ন্ত উড়িয়ে ছিলেন৷

পঞ্চু ছিল লেনিনের বন্ধু৷ সে আরও সরেস৷ কলোনিতে থাকত৷ ফুটবলটা মন্দ খেলত না৷ অনেকেই ওকে পেলে বলে ডাকত৷ 'তোমার জীবনের লক্ষ্য' রচনায় সে লিখেছিল, 'আমি বড় হইয়া পেলে হইব৷ তাহার জন্য আমি প্রত্যহ ভোরে ছেঁড়া ন্যাকড়া পাকাইয়া ফুটবল অনুশীলন করি৷ বিদ্যাসাগরের মতো আরশোলা আমি দিন দুই খাইয়াছি৷ কিন্ত্ত আমার বিশেষ ভাবান্তর হয় নাই৷ আমি অতঃপর ঠিক করিয়াছি, পেলেই হইব৷ ছেঁড়া ন্যাকড়ার বল পায়ে পড়িলেই আমার শিহরণ জাগে৷ পেলে হইলেই আমি রেলের গার্ডের চাকরি পাইব৷'

পঞ্চু গার্ড হতে পারেনি৷ হকার হয়েছিল৷ ক্ষান্তবর্ষণ দুপুরে সে লজেন্সের বয়াম নিয়ে ট্রেনে ঘুরে বেড়াত৷ তার পা দুটো ক্রমে শীর্ণ হয়ে আসছিল৷ চলতে-ফিরতে কষ্ট৷ একদিন তার সঙ্গে দেখা শিয়ালদহ স্টেশনে৷ বাঁ হাতে বয়াম৷ ডান হাতে চামচ৷ মুখে খোঁচা দাড়ি৷ বলল, 'হকারিটাও ভাল করে করতে পারি না৷ আমাকে আর পেলে বলে ডাকিস না৷ পা দু'টোয় জোর কমে আসছে রে...৷' কথাটা শেষ হল না৷ পঞ্চু খোঁড়াতে খোঁড়াতে উঠে পড়ল ট্রেনে৷

ট্রেন ক্রমশ মিলিয়ে যাচ্ছে৷ আমার চোখ ঝাপসা৷ পঞ্চু পেলে হতে চেয়েছিল৷ কিন্ত্ত হয়নি৷ হবে কী করে! পেলে বলে হয়তো কেউ আছে, হয়তো কেউ নেই৷ তিনি এক ছেঁড়া নক্ষত্র৷ তাঁর ন্যাকড়ার ফুটবলে কত যে ছেঁড়া স্বপ্নের আঁকিবুকি৷ কলোনির পঞ্চুরা বারবার সেটা ছুঁতে যায়৷ পারে না৷

ফিফা র্যাঙ্কিং অতএব চুলোয় যাক, ব্রাজিলের ন্যাকড়ার উপরেই নকশিকাঁথা বুনবে বাঙালি৷
http://eisamay.indiatimes.com/sports/football/Pele-used-to-be-the-Soccer-King-beforw-Maradona-to-the-general-Bengali/articleshow/36432801.cms

No comments:

Post a Comment