Friday, June 6, 2014

ফের খালিস্তান! সংঘর্ষে রক্তাক্ত স্বর্ণমন্দির

ফের খালিস্তান! সংঘর্ষে রক্তাক্ত স্বর্ণমন্দির

shikh
এই সময় ডিজিটাল ডেস্ক: শিখ উগ্রবাদীদের সঙ্গে টাস্ক ফোর্স স্বেচ্ছাসেবীদের সংঘাতে ফের রক্তাক্ত স্বর্ণমন্দির। শুক্রবার সকালের ঘটনায় জখম হয়েছেন মোট ১২ জন। এলাকায় মোতায়েন করা হয়েছে শীর্ষ পুলিশ আধিকারিকদের।

অপারেশন ব্লু স্টারের ৩০ বছর পূর্তির দিনই নতুন করে হিংসা ছড়াল অমৃতসরের স্বর্ণমন্দিরে। এদিন সকালে হরমন্দর সাহিব চত্বরে অকাল তখতের মূল মন্দিরের বাইরে লাঠি ওবং তরোয়াল হাতে মুখোমুখি সংঘাতে নামে শিখ মৌলবাদী গোষ্ঠীর সদস্য এবং স্বর্ণমন্দিরের নিরাপত্তার দায়িত্বে থাকা শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটির স্বেচ্ছাসেবীরা।

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, সকালে স্বর্ণমন্দির অভিযান স্মরণে একটি স্মরণানুষ্ঠান শেষ হওয়ার পর শিরোমণি অকালি দলের বেশ কিছু সমর্থক খোলা তরোয়াল ও কৃপাণ হাতে খালিস্তানবাদী স্লোগান দিতে দিতে মন্দির চত্বরে ঢুকে পড়ে। তাদের বাধা দিতে যান এসজিপিসির স্বেচ্ছাসেবীরা। বাধা পেয়ে অস্ত্র উঁচিয়ে স্বেচ্ছাসেবীদের দিকে তেড়ে যায় উগ্রবাদীরা। দুই দলের মধ্যে বেধে যায় জোরাল সংঘর্ষ। ঘটনার সময় উপস্থিত ছিলেন এসজিপিসি সভাপতি অবতার সিং মক্কার এবং অকাল তখত জাঠেদার গুরবচন সিং।

ঘটনায় জখম হয়েছেন অন্তত ১২ জন। এমনকি উপস্থিত সাংবাদিকদের লক্ষ্য করেও আক্রমণ করা হয়। গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাদা পোষাকের শীর্ষ পুলিশ আধিকারিকদের স্বর্ণমন্দির চত্বরে মোতায়েন করা হয়েছে।

No comments:

Post a Comment