Saturday, June 14, 2014

অভিষেকেই উজ্জ্বল নেইমার

অভিষেকেই উজ্জ্বল নেইমার
জি এম মোস্তফা ॥ ফ্যালকাও-রিবেরি নেই। সংশয়ের ভেলায় ভাসছেন রোনাল্ডো-সুয়ারেজ। একের পর এক বিক্ষোভ আর আন্দোলনে টালমাটাল ব্রাজিল। অনাকাক্সিক্ষত এইসব ঘটনার কারণে শুরুর আগেই যেন কিছুটা রং হারাতে শুরু করেছিল ২০১৪ বিশ্বকাপ! কিন্তু সব সংশয়কে দূরে ঠেলে বিশ্বকে বর্ণিল এক উদ্বোধনী অনুষ্ঠান উপহার দিল ব্রাজিল।
আর বিশ্বকাপের অভিষেক ম্যাচটাকে নিজের করে নিলেন নেইমার। যাকে নিয়ে ব্রাজিলের আকাশচুম্বি স্বপ্ন, যার পারফরমেন্সের আলোয় হাসে গোটা ব্রাজিল, যার দুই পায়ের জাদুতে বিমোহিত-মুগ্ধ হতে বিভোর থাকে বিশ্বের কোটি কোটি ভক্ত সেই নেইমার প্রমাণ করলেন আসলেই তিনি নেইমার। বৃহস্পতিবার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে তিনি একাই করলেন দুই গোল! তাঁর করা গোলেই ক্রোয়েশিয়ার বিপক্ষে সমতায় ফেরে ব্রাজিল। এগিয়ে যায় সেলেসাওরা। সেই সঙ্গে জয়েরও স্বপ্ন দেখে লুইস ফিলিপ সোলারির দল।
সাও পাওলো স্টেডিয়ামে ক্রোয়েশিয়ার বিপক্ষে শুরুতেই মার্সেলোর আতœঘাতী গোলে পিছিয়ে পড়ে ব্রাজিল। কিছুক্ষণ আগেই পিটবুল-লোপেজের সৌজন্যে যে স্টেডিয়াম উল্লাস-উচ্ছ্বাস আর সুরের মূর্ছনায় মেতেছিল। মার্সেলোর ভুলে সেই স্টেডিয়ামই তখন শ্মশান নীরবতা। কিন্তু সেই নীরবতা ভেঙ্গে ব্রাজিলকে উজ্জ্বল আলোয় রাঙাতে ধ্রুবতারা হয়ে এলেন নেইমার। ২৯ মিনিটে একক নৈপুণ্যেই সমতাসূচক গোলটি করেন বার্সিলোনার এই ব্রাজিলিয়ান। গোটা ব্রাজিলকে হাসানোর দায়িত্ব যাঁর। তাঁর কী আর শুধু সমতায় ফেরালে চলে দ্বিতীয়ার্ধের ৭১ মিনিটে পেনাল্টিতে করলেন দ্বিতীয় গোল। আর তাতেই এগিয়ে যায় দল। সেই সঙ্গে জয়ের স্বপ্নও দেখতে শুরু করে পাঁচবারের চ্যাম্পিয়নরা। আর অতিরিক্ত সময়ে ক্রোয়েশিয়ার জালে শেষ পেরেকটি ঠুকে দেন চেলসির অস্কার। ততক্ষণে ৩-১ গোলের জয়ও নিশ্চিত হয়ে যায় ব্রাজিলের।
কিংবদন্তি পেলে-রোনাল্ডো আর রোনালদিনহো-কাকারা এখন অতীত ইতিহাস। যে কারণে নেইমার-অস্কারের কাঁধেই ব্রাজিলের ভার। সেই ভার যে তাঁরা সইতে পারেন উদ্বোধনী দিনেই প্রমাণ মিলল তার। দীর্ঘ ৬৪ বছর পর আবারও বিশ্বকাপ ফিরেছে ব্রাজিলে। আর সেই টুর্নামেন্টের শুরটাও হলো ৩-১ গোলের দারুণ জয়ে। এমন জয়ের পর দারুণ তৃপ্ত ব্রাজিল শিবির। বিশেষ করে নেইমার-অস্কার তো উচ্ছ্বাস আর প্রশংসার জোয়ারে ভাসছেন। বর্তমান খেলোয়াড় থেকে শুরু করে সাবেকরাও বিশ্বকাপের অভিষেকে এই দুই তারকার পারফরমেন্সে তৃপ্ত। দেশটির বিশ্বকাপজয়ী কোচ লুইস ফিলিপ সোলারিও প্রশংসা করেছেন তাঁদের। তবে সবচেয়ে বেশি সন্তুষ্ট সেলেসাওদের রক্ষণসৈনিক মার্সেলো। কেননা এদিন হারলেই যে কলঙ্কের কালি পুরোটাই মাখতো তার গায়। এবারের বিশ্বকাপে ‘এ’ গ্রুপে ব্রাজিল-মেক্সিকোর সঙ্গে অন্য দলগুলো হলো মেক্সিকো, ক্যামেরুন। শুক্রবার ক্যামেরুনকে হারিয়ে বিশ্বকাপে জয় দিয়ে শুরু করেছে মেক্সিকোও। আর এই জয়ী দুই দল মুখোমুখি হবে আগামী ১৭ জুন। ফর্তালিজাতে সেই ম্যাচে নেইমার-অস্কার জিতলে গ্রুপ পর্বের বাধাটাও পেরিয়ে যাবে পাঁচবারের চ্যাম্পিয়নরা।
http://www.allbanglanewspapers.com/janakantha.html

No comments:

Post a Comment