Saturday, June 14, 2014

শুরুতেই চমক দেখাতে চান মেসি

শুরুতেই চমক দেখাতে চান মেসি
জাহিদুল আলম জয় ॥ ফুটবলের সেরা দেশ, তার ওপর খেলাটা হবে নিজেদের চেনা পরিবেশে। যে কারণে এবার স্বাগতিক ব্রাজিলকে নিয়েই হইহুল্লোড় বেশি। সম্ভাবনা ও সাফল্যের খতিয়ানেও এগিয়ে পেলের দেশ। কিন্তু তাতে কি! ফুটবল বলুন আর বিশ্বকাপই বলুন, আপনাকে আর্জেন্টিনার নামটিও শীর্ষ তালিকায় রাখতে হবে সব সময়। এটা শুধু জনপ্রিয়তার কারণে নয়, আসল কারণ দিয়াগো ম্যারাডোনা নামের ম্যাজিক। ফুটবলের এই জাদুকরের কারণেই তেমন ছন্দময় ফুটবল না খেলেও ফুটবল বিশ্বের অন্যতম জনপ্রিয় দল আর্জেন্টিনা। প্রতিবেশী দেশ ব্রাজিলে এবার দেশটি অবস্থান করছে দীর্ঘ প্রায় তিন দশকের হাহাকার ঘোচানোর মিশনে।
এ লক্ষ্যে বাংলাদেশ সময় আজ রবিবার দিবাগত রাত ৪টায় মিশন শুরু করছে আর্জেন্টিনা। ‘এফ’ গ্রুপের এই ম্যাচে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ বসনিয়া-হার্জেগোভিনা। ব্রাজিল বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ থেকেই চমক দেখানোর প্রত্যয় ব্যক্ত করেছেন আর্জেন্টিনার প্রাণভোমরা ও অধিনায়ক লিওনেল মেসি।
পেলের দেশের বিশ্বকাপে তুলনামূলক সহজ গ্রুপই পেয়েছে আর্জেন্টিনা। কিন্তু লা আলবিসিলেস্তে কোচ আলেসান্দ্রো সাবেলা সব প্রতিপক্ষকেই সমীহ করছেন। আর দলটির কাণ্ডারি মেসি তো বরাবরের মতোই ট্রফি জয় করার ইচ্ছার কথা জানিয়েছেন। নিজের তৃতীয় বিশ্বকাপ অভিযান শুরু করার আগে দলনায়কের কণ্ঠে উচ্চারিত হয়েছে একতার বাণী। বসনিয়ার বিরুদ্ধে ম্যাচের আগে মেসি বলেন, ‘আমি মনে করি না আর্জেন্টিনা দল আমার ওপর নির্ভরশীল। আমরা একঝাঁক ভাল খেলোয়াড় পেয়েছি। আমাদের দলে অসাধারণ ফুটবলারের সমন্বয় আছে। যারা তাদের সেরাটা দিতে সক্ষম, যেন ট্রফি জয় করা যায়। এটি এখন আমাদের আসল লক্ষ্য।’ ক্ষুদে এই জাদুকর আরও বলেন, ‘শুরুটা ভাল করা জরুরী। অনেকেই বলছেন আমাদের গ্রুপটা সহজ। কিন্তু আমি বলব, বিশ্বকাপের মতো বড় আসরে কোন দলকেই সহজ ভাবার উপায় নেই। তবে আমরা শুরু থেকেই চমক দেখাতে চাই।’
এবারের বিশ্বকাপের শুরু থেকেই তারকা ফুটবলাররা মাঠ মাতাচ্ছেন। উদ্বোধনী ম্যাচে জোড়া গোল করে বিশ্বকাপে অভিষেকটাই জ্বলজ্বলে করেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে মাটিতে নামানোর ম্যাচে দুটি করে গোল করেছেন ডাচ অধিনায়ক রবিন ভ্যান পার্সি ও তারকা ফরোয়ার্ড আরিয়েন রোবেন। চিলির উদ্ভাসিত সূচনায় গোল পেয়েছেন অ্যালেক্সিস সানচেজ। এবার কি তাহলে মেসির পালা? আগের বিশ্বকাপে ব্যর্থ হওয়া আর্জেন্টাইন তারকা শুরুতেই চমক দেয়ার জন্য মুখিয়ে আছেন। চার বছর আগে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ ছিল মেসির জন্য বিভীষিকাময়। তার দল কোয়ার্টার ফাইনালে উঠলেও জার্মানির কাছে নাকানিচুবানি খেয়ে বিদায় নিতে হয়েছিল আর্জেন্টিনাকে। সবচেয়ে বিস্ময়ের ছিল, ২০১০ বিশ্বকাপে পাঁচ ম্যাচে কোন গোলই পাননি মেসি। এখন পর্যন্ত বিশ্ব ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতায় আর্জেন্টাইন অধিনায়কের গোলসংখ্যা মাত্র একটি। তাও আবার ২০০৬ জার্মান বিশ্বকাপে। গ্রুপ পর্বে সার্বিয়া ও মন্টেনেগ্রোর বিরুদ্ধে সবেধন নীলমণি গোলটি পেয়েছিলেন তিনি।
সেই থেকে অপেক্ষা। এবার ব্রাজিল বিশ্বকাপে দীর্ঘ গোলখরা কাটানোর স্বপ্ন বুনছেন মেসি। শুধু তাই নয়, জিততে চান অধরা বিশ্বকাপ।
http://www.allbanglanewspapers.com/janakantha.html

No comments:

Post a Comment