Monday, June 16, 2014

আজ জার্মানি-পর্তুগাল ‘হাই ভোল্টেজ’ ম্যাচ সালভাদরে

আজ জার্মানি-পর্তুগাল ‘হাই ভোল্টেজ’ ম্যাচ সালভাদরে
বিশ্বকাপের মাঠ থেকে
মজিবর রহমান, ব্রাজিল থেকে ॥ ফুটবল বিশ্বযুদ্ধে এবার কি অন্য মহাদেশে কাপ জিতবে ইউরোপের কোন শক্তি-দেশ? শুরু থেকেই ব্রাজিল বিশ্বকাপ ফুটবলের পরতে পরতে চমক। সবচেয়ে বেশি নজর কাড়ছে ইউরোপের শিরোপা প্রত্যাশী দলগুলো। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ব্রাজিল বড় ব্যবধানে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিলেও আরও ভাল কিছু প্রত্যাশা করেছিলেন দেশটির অগণিত ফুটবলপ্রেমী। ঠিক যেমনটি দেখিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন স্পেনের বিরুদ্ধে হল্যান্ড। দুই আমেরিকান প্রতিপক্ষের লড়াইয়ে দুইবারের বিশ্বকাপ জয়ী উরুগুয়েকে খাদের কিনারায় ঠেলে দিয়েছে কোস্টারিকা। অপ্রত্যাশিত এই রেজাল্টও সাড়া জাগিয়েছে।
বাজির দরে এগিয়ে থাকা ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে, ইতালি ও ইংল্যান্ডের পর শিরোপা জয়ের নামছে ‘সি আর সেভেন’ এর পর্তুগাল ও ইউরোপের পাওয়ার হাউস জার্মানি। দুই ইউরোপীয় পরাশক্তির লড়াই নিজেদের মধ্যে। সালভাদরের আকাশটা আজ কোন রঙ ধরবে আগেই বলা কঠিন। বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হওয়া ’হাইভোল্টেজ’ এই ম্যাচ নিয়েই আগের দিন সবচেয়ে বেশি মাতামাতি হয়েছে ফুটবলপ্রেমী মানুষের মধ্যে। নানা জল্পনা-কল্পনা; তবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কিন্তু ধরেই নিয়েছেন নিজ দেশেই খেলছেন জার্মানির বিপক্ষে। ব্রাজিল ছিল এক সময় পর্তুগীজদের দখলে। দীর্ঘদিনের রাজত্বের ফসল হিসেবে ব্রাজিলিয়ানদের ভাষাও হয়ে গেছে পর্তুগীজ। দুই মহাদেশের মানুষ হলেও একই ভাষার কারণে ব্রাজিলিয়ানদের ‘ভাই’ হিসেবে মনে করেন ব্যালন ফিফা ব্যালন ডি’অর জয়ী। এ মুহূর্তে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফুটবলার সি আর সেভেন; জার্মানির বিরুদ্ধে আজকের ম্যাচে তাই ব্রাজিলিয়ানদের সম্মানটা থাকবে তাঁর দলের দিকে- প্রত্যাশা রোনাল্ডোর।
তিনবারের চ্যাম্পিয়ন জার্মানির বিরুদ্ধে পর্তুগাল যেখানে এগিয়ে- রোনাল্ডো নামক গোল মেশিন, গতি, ড্রিবলিং, গোল করার আসাধারণ ক্ষমতা। পাশাপাশি চোখ ধাঁধানো ফ্রি কিক। প্যাবিও কোয়েস্ত্রা এই মুহূর্তে বিশ্বসেরা লেফটব্যাকদের একজন। দুর্দান্ত ওভারল্যাপ ছাড়াও বাড়তি গুণ গোলের সুযোগ তৈরি করে দেয়ার মাস্টার। দলের সেরা অস্ত্র কর্নার থেকে গোল করার সফল প্রবণতা। কোচ পাওলো বেন্তোর কোচিংয়ে পর্তুগালের ২৫ গোল এসেছে কর্নার থেকে। বিশ্বকাপ বাছাই পর্বের অনেক ম্যাচে হারতে হারতে বেঁচে যাওয়া প্রমাণ করে ফেরার দারুণ ক্ষমতা দলটির। পাল্টা আক্রমণে খুবই ভয়ঙ্কর পর্তুগীজরা বিপক্ষ দলের দুর্বলতার সুযোগটা কাজে লাগাতে পারঙ্গম। তবে সমস্যা হলো দলে ভাল মানের সেন্টার ফরোয়ার্ড না থাকায়। হেল্ডার পস্তেগা, হুগো আলমেইদার ধারাবাহিকতার অভাব গোল করার ক্ষেত্রে। ইনজুরির কারণে অভিজ্ঞ ন্যানির ফর্ম কিছুটা খারাপ। রক্ষণভাগ বিশ্বমানের নয়। এক রোনাল্ডোই দলের অন্যতম চালিকাশক্তি। আর এ কারণে পর্তুগাল চিহ্নিত ‘ওয়ান ম্যান শো’ টিম হিসেবে। তবে দলকে চালিয়ে নেয়ার মতো ক্ষমতা রয়েছে তরুণ ফরোয়ার্ড এডার, মোনাকো ফরোয়ার্ড জোয়া ও মুটিনহোর।
বিশ্বকাপে পর্তুগাল পাঁচবার খেলে একবার তৃতীয় ও একবার চতুর্থ। গ্রুপের অপর দুই প্রতিপক্ষ হচ্ছে যুক্তরাষ্ট্র ও ঘানা।
জার্মানদের প্রথম ম্যাচের প্রবল প্রতিপক্ষ যেন পর্তুগাল নয়- রোনাল্ডো। আর কৌশল হিসেবে কোন ভনিতা না করে জার্মান কোচ সরাসরি বলে দিলেন, পর্তুগাল তো ওয়ান শো টিম। রোনাল্ডো একা কী করবে? এক রোনাল্ডোর কাছেই যদি হেরে যাই তাহলে শিরোপার স্বপ্ন নিয়ে কেন ব্রাজিল খেলতে এসেছি-পাল্টা প্রশ্ন কোচ জোয়াকিম লো’র। এতে প্রমাণ হয় রোনাল্ডোর পর্তুগালের বিরুদ্ধে মাঠে নামার আগের দিন ’মাইন্ড গেম’ শুরু করে দিলেন জোয়াকিম লো। ভদ্রতার খাতিরে আবার কিছুটা প্রশংসাও করলেন লো। অভিজ্ঞ আর তরুণদের নিয়ে দলকে ভালই টানতে পারবেন রোনাল্ডো। আর এ কারণে আজকের ম্যাচে তাঁর ছকটা থাকবে সি আর সেভেনের ওপর কড়া নজর রেখেই।
তবে জোয়াকিম লো’র জার্মানি যে এবার তারকা ফুটবলারে ঠাসা এতে কোন সন্দেহ নেই। গত দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে জাতীয় দলে অভিষেক হওয়া মেসুত ওজিলরা এখন অনেক পরিণত। জার্মানির প্রস্তুতি এবার সবচেয়ে ভাল বলাই যায়। তবে এটা শতভাগ ভাল বলতে গেলে দলে রাখতে হবে বাস্তিয়ান শোয়ানস্টেইগারকে। জার্মানির মাঝমাঠের ‘ইঞ্জিন খ্যাত’ এই অভিজ্ঞ ফরোয়ার্ড ইনজুরি কাটিয়ে নিজেকে কতটুকু মেলে ধরতে পারেন, তা ভাবতে হবে জার্মানিকে। তবে চার বছর আগের তরুণরা এবার পায়ে-বলে অসাধারণভাবে জ্বলে ওঠার ক্ষমতা অর্জন করেছেন। গোলপোস্টে ম্যানুয়েল নিউয়ের বিশ্বমানের। রক্ষণভাগে জেরেমি বোয়েটেং, মার্টেসেকার, মার্শেল স্মেলজারাকে নিয়ে ভরসা দেখাচ্ছেন অধিনায়ক ফিলিপ লাম। জার্মানির সবচেয়ে আস্থার জায়গা আক্রমণভাগে রয়েছেন লার্স বেন্ডার, থমাস মুলার, শোয়ানস্টেইগার, সামি খেদিরা, মেসুত ওজিলের মতো সাড়া জাগানো প্রতিভা।
স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসার সামনে রেকর্ডের হাতছানি। সর্বোচ্চ গোলদাতা হওয়ার সুযোগ বিশ্বকাপে। ১৫ গোল করে যার মালিক বর্তমানে ব্রাজিলের ২০০২ বিশ্বকাপ জয়ী সাবেক তারকা রোনাল্ডো। এই সুযোগ ক্লোসাকে গোলের জন্য আরও উজ্জীবিত করে তুলতে সক্ষম ব্রাজিল বিশ্বকাপে। বর্তমানে জার্মান তারকার বিশ্বকাপে গোলসংখ্যা ১৪টি।
http://allbanglanewspapers.com/janakantha/

No comments:

Post a Comment