নূর হোসেনকে দ্রুত ফিরিয়ে আনার দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ
নারায়ণগঞ্জ বোমা হামলার ১৩ বছর পূর্তি আজ
রুমন রেজা, নারায়ণগঞ্জ, খলিলুর রহমান, সিদ্ধিরগঞ্জ ॥ নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুনের ঘটনার ৪৯ দিন পর কলকাতা থেকে কয়েকজন সহযোগীসহ গ্রেফতার হয়েছে নারায়ণগঞ্জের ৭ খুনের মামলার প্রধান আসামি গডফাদার নূর হোসেন। শনিবার রাতে কলকাতা থেকে সহযোগী সেলিম ও আরও কয়েকসহ নূর হোসেনকে গ্রেফতার করে সে দেশের এন্টি টেররিজম স্কোয়াড। নূর হোসেনকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে নারায়ণগঞ্জ পুলিশ। পুলিশ সুপার ড. খন্দকার মহিদ উদ্দিন বলেন, রবিবার সকালে তিনি টেলিফোনে কলকাতার এন্টি টেররিজম স্কোয়াডের এসিপি অনিমেষ সরকারের সঙ্গে কথা বলে নূর হোসেনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত হয়েছেন। এর পরই তিনি নূর হোসেনকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেন। তবে প্রক্রিয়াটি কি হবে সে সম্পর্কে তিনি তাৎক্ষণিকভাবে কিছু বলেননি। তবে তিনি মনে করেন, ভারতের সঙ্গে বন্দীবিনিময় চুক্তি থাকার কারণে নূর হোসেনকে ফিরিয়ে আনা সম্ভব হবে। অপর দিকে ৭ হত্যা মামলার প্রধান আসামি নূর হোসেন কলকাতায় গ্রেফতার হওয়ায় খবরে স্বস্তি প্রকাশ করেছে সিদ্ধিরগঞ্জবাসী। এ ছাড়া নিহত নজরুল ইসলামসহ ৫ জনের পরিবারের সদস্য, নূর হোসেন বাহিনীর দ্বারা নির্যাতিত পরিবারের সদস্যরা এবং এলাকাবাসী নূর হোসেনকে দ্রুত ফিরিয়ে আনার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। মিছিলটি রবিবার বেলা ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকা থেকে শুরু হওয়া মিছিলটি শিমরাইল ট্রাক স্ট্যান্ড (যে ট্রাক স্ট্যান্ড ছিল নূর হোসেনের নিয়ন্ত্রণে ছিল) হয়ে গিয়ে শেষ করা হয়। নূর হোসেন কলকাতায় গ্রেফতারের খবর পেয়ে আত্মগোপনে থাকা তার বড় ভাই নুরুল ইসলাম রবিবার সকালে সিদ্ধিরগঞ্জের টেকপাড়া এলাকায় তাদের বাড়িতে ফিরে এসেছেন।
বিক্ষোভ মিছিলে অংশ নেন নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি, শ্বশুর শহিদুল ইসলাম, নজরুল ইসলামের ভাই আবদুস সালাম ও নিহত মনিরুজ্জামান স্বপনের ভাই রিপন, নিহত লিটনের ভাই মিন্টু, তাজুল ইসলামের ভাই রাজুসহ নিহত ৫ পরিবারের সদস্যসহ কয়েক শ’ লোক। বিক্ষোভ চলাকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কিছুক্ষণ গাড়ি চলাচল বন্ধ হয়ে পড়ে।
বিক্ষোভের পূর্বে নূর হোসেনের অন্যতম উপদেষ্টা সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহসভাপতি সাদেকুর রহমানকে শিমরাইল মোড়ে কয়েক হকার গণধোলাই দিয়েছে।
নূর হোসেন কলকাতায় গ্রেফতার হয়েছে খবর পেয়ে সিদ্ধিরগঞ্জের টেকপাড়া এলাকার বাড়িতে রবিবার সকালে ফিরে এসেছেন আত্মগোপনে থাকা তার বড় ভাই নুরুল ইসলাম।
না’গঞ্জে সাংবাদিকদের মানববন্ধন ॥ নিউ এইজের নারায়ণগঞ্জ প্রতিনিধি ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের কার্যকরী সদস্য রফিকুল ইসলাম জীবনকে হত্যার হুমকির প্রতিবাদে রবিবার সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বোমা হামলার ১৩ বছর পূর্তি ॥ নারায়ণগঞ্জের আওয়ামী লীগ অফিসে বোমা হামলা ট্র্যাজেডির ১৩ বছর পূর্তি আজ। ২০০১ সালের এই দিনে নগরের চাষাঢ়ায় আওয়ামী লীগ অফিসে নৃশংস বোমা হামলার ঘটনায় অজ্ঞাত পরিচয় এক মহিলাসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ২০ জন নিহত হয়। অঙ্গহানি ঘটে প্রায় অর্ধশত নেতাকর্মীর। আহত হয় নারায়ণগঞ্জ-৪ আসনের বর্তমান ও তৎকালীন এমপি শামীম ওসমানসহ অনেকে।
বিক্ষোভ মিছিলে অংশ নেন নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি, শ্বশুর শহিদুল ইসলাম, নজরুল ইসলামের ভাই আবদুস সালাম ও নিহত মনিরুজ্জামান স্বপনের ভাই রিপন, নিহত লিটনের ভাই মিন্টু, তাজুল ইসলামের ভাই রাজুসহ নিহত ৫ পরিবারের সদস্যসহ কয়েক শ’ লোক। বিক্ষোভ চলাকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কিছুক্ষণ গাড়ি চলাচল বন্ধ হয়ে পড়ে।
বিক্ষোভের পূর্বে নূর হোসেনের অন্যতম উপদেষ্টা সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহসভাপতি সাদেকুর রহমানকে শিমরাইল মোড়ে কয়েক হকার গণধোলাই দিয়েছে।
নূর হোসেন কলকাতায় গ্রেফতার হয়েছে খবর পেয়ে সিদ্ধিরগঞ্জের টেকপাড়া এলাকার বাড়িতে রবিবার সকালে ফিরে এসেছেন আত্মগোপনে থাকা তার বড় ভাই নুরুল ইসলাম।
না’গঞ্জে সাংবাদিকদের মানববন্ধন ॥ নিউ এইজের নারায়ণগঞ্জ প্রতিনিধি ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের কার্যকরী সদস্য রফিকুল ইসলাম জীবনকে হত্যার হুমকির প্রতিবাদে রবিবার সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বোমা হামলার ১৩ বছর পূর্তি ॥ নারায়ণগঞ্জের আওয়ামী লীগ অফিসে বোমা হামলা ট্র্যাজেডির ১৩ বছর পূর্তি আজ। ২০০১ সালের এই দিনে নগরের চাষাঢ়ায় আওয়ামী লীগ অফিসে নৃশংস বোমা হামলার ঘটনায় অজ্ঞাত পরিচয় এক মহিলাসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ২০ জন নিহত হয়। অঙ্গহানি ঘটে প্রায় অর্ধশত নেতাকর্মীর। আহত হয় নারায়ণগঞ্জ-৪ আসনের বর্তমান ও তৎকালীন এমপি শামীম ওসমানসহ অনেকে।
http://allbanglanewspapers.com/janakantha/
No comments:
Post a Comment