Monday, June 16, 2014

চেনা প্রতিপক্ষ মেক্সিকোর বিরুদ্ধেও সতর্ক ব্রাজিল

চেনা প্রতিপক্ষ মেক্সিকোর বিরুদ্ধেও সতর্ক ব্রাজিল
জাহিদুল আলম জয় ॥ নেইমারের জাদুকরী পারফর্মেন্স ও অস্কারের নৈপুণ্যে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে স্বস্তির জয় পায় ব্রাজিল। চলমান বিশ্বকাপে ‘এ’ গ্রুপে স্বাগতিকদের জন্য আরও একটি কঠিন প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে। মঙ্গলবার নিজেদের দ্বিতীয় ম্যাচে চেনা প্রতিপক্ষ মেক্সিকোর মুখোমুখি হবে রেকর্ড সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ফোর্টালেজায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।
উদ্বোধনী ম্যাচে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ৩-১ গোলের জয় পেলেও ব্রাজিলের খেলায় মন ভরেনি কারও। বরং ম্যাচের শুরুতেই আত্মঘাতী গোল হজম করে বিশ্বের অগণিত ভক্ত-সমর্থকদের দুশ্চিন্তায় ফেলেছিলেন থিয়াগো, লুইজ, মার্সেলোরা। যে কারণে মেক্সিকোর বিরুদ্ধে ম্যাচ নিয়ে সতর্ক ব্রাজিল কোচ লুই ফিলিপ সোলারি। বিগ ফিল খ্যাত এই কোচ বলেন, ক্রোয়েশিয়া আমাদের সঙ্গে ভাল প্রতিদ্বন্দ্বিতা করেছে। আমাদের বেশ কিছু সমস্যা ছিল যা কাটিয়ে উঠতে হবে। কেননা মেক্সিকো ব্রাজিলের জন্য সবসময়ই কঠিন প্রতিপক্ষ। তাদের হাল্কা করে দেখার সুযোগ নেই।
মেক্সিকোর বিরুদ্ধে মুখোমুখি লড়াইয়ে অনেক এগিয়ে ব্রাজিল। তবে হারের পরিমাণও কম নয়। এ পর্যন্ত দু’দল মুখোমুখি হয়েছে ৩৮ বার। এর মধ্যে ব্রাজিলের জয় ২২ আরও মেক্সিকোর জয় ১০ ম্যাচে। বাকি ৬টি ম্যাচ ড্র হয়। অবশ্য বিশ্বকাপে তিনবারের মুখোমুখিতে প্রতিবারই জয় পেয়েছে পেলের দেশ। ফিফা কনফেডারেশন্স কাপে চারবার মুখোমুখিতে দু’দলেরই জয় দুটি করে। ২০১৩ সালের ১৯ জুন ফিফা কনফেডারেশন্স কাপে বিশ্বকাপের ভেন্যু ফোর্টালেজাতেই গ্রুপ পর্বে মেক্সিকোকে ২-০ গোলে হারিয়েছিল ব্রাজিল। এক বছর আগের সেই সুখস্মৃতি নিয়েই টানা দ্বিতীয় জয়ের লক্ষ্যে মাঠে নামার অপেক্ষায় সেলেসাওরা।
দলীয় পারফর্মেন্স ও পরিসংখ্যানের বিচারে মেক্সিকোর বিরুদ্ধে স্পষ্ট ফেবারিট ব্রাজিল। কেননা মেক্সিকানদের সম্প্রতি পারফর্মেন্সও খুব একটা ভাল নয়। এবারের বাছাইপর্বে মেক্সিকো কঠিন লড়াইয়ের পরে কোনমতে চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করে। কনকাফ অঞ্চলে চতুর্থ হওয়ার পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্লে অফে জিতে তারা চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করে। এর পরও ব্রাজিলের বিরুদ্ধে কয়েকটি স্মরণীয় জয় তাদের আশাবাদী করে তুলেছে। ২০১২ সালের জুনে প্রীতি ম্যাচে ব্রাাজিলকে ২-০ গোলে মেক্সিকো। ওই বছরের লন্ডন অলিম্পিকেও অঘটন ঘটিয়ে ২-১ গোলে ব্রাজিলকে হারিয়ে স্বর্ণপদক জিতেছিল মেক্সিকানরা। তবে বর্তমান ফর্ম বিচারে ব্রাজিলের বিরুদ্ধে সাফল্য পেতে মেক্সিকানদের বেশ কষ্টই করতে হবে। বসনিয়া ও পর্তুগালের কাছে অনুশীলন ম্যাচে ১-০ গোলের ব্যবধানে হারের পর দলটি চাপে আছে। অবশ্য ক্যামেরুনকে ১-০ গোলে হারিয়ে ২০তম বিশ্বকাপে শুভসূচনা করেছে মেক্সিকো।
প্রথম পর্বের গণ্ডি পেরোনোর পর দ্বিতীয় পর্বেই ব্রাজিলকে কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে হবে বলে ধারণা করা হচ্ছে। কোন অঘটন না ঘটলে গত বিশ্বকাপের চ্যাম্পিয়ন স্পেন বা রানার্সআপ হল্যান্ডের বিরুদ্ধে খেলতে হবে নেইমার, অস্কার, ফ্রেডরদের। নিজেদের গ্রুপের সেরা হতে পারলে আর ‘বি’ গ্রুপে স্পেন এক নম্বর হলে দ্বিতীয় পর্বে বিশ্বচ্যাম্পিয়নদের এড়াতে পারবে সেলেসাওরা। কিন্তু নিজেদের প্রথম ম্যাচে হল্যান্ডের কাছে স্পেন নাস্তানাবুদ হওয়ার পর সেই সম্ভাবনাই উঁকি দিচ্ছে। অবশ্য এমনও হতে পারে প্রথম পর্বেই মিশন শেষ বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের! সেক্ষেত্রে হয়ত আরও সহজ প্রতিপক্ষ পাবে স্বাগতিকরা।
http://allbanglanewspapers.com/janakantha/

No comments:

Post a Comment