Thursday, June 12, 2014

আচ্ছে দিন আ গয়ে: পর্দা 'গায়েব' রেলের!

আচ্ছে দিন আ গয়ে: পর্দা 'গায়েব' রেলের!

3-tier
এই সময় ডিজিটাল ডেস্ক: পর্দা সরিয়ে দেওয়া হচ্ছে এসি ৩ টিয়ার কোচ থেকে। এমনই সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। তবে ওই কোচগুলির জানালায় যে পর্দা থাকত, তাতে অবশ্য কোনও পরিবর্তন আনা হয়নি।

কোচের ভেতরে পাখার সঙ্গে বার বার পর্দা জড়িয়ে যাওয়ার অভিযোগ পেতেন রেল কর্তারা। তাই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। কোচের যান্ত্রিক গঠনের কারণে পাখাগুলি সরানো যাবে না। দক্ষিণ রেলে এই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ইনটিগ্রাল কোচ ফ্যাক্টারি (আইসিএফ) পর্দা সরানোর কাজও শুরু করে দিয়েছে।

রেলের দক্ষিণ শাখার কমিশনারের তরফে একটি নির্দেশিকা জারি করে বলা হয়েছে, এসি কোচের মধ্যে আর পর্দা লাগানো যাবে না, কারণ এগুলিতে খুব সহজেই আগুন লাগতে পারে। নান্দেদ-বেঙ্গালুরু এক্সপ্রেস দুর্ঘটনাগ্রস্ত হওয়ার পর একটি রিপোর্টে এ ব্যাপারে উল্লেখ করেছিলেন তিনি। ২০১৩-র ডিসেম্বর মাসে ওই দুর্ঘটনায় ২৪ জন প্রাণ হারিয়েছিলেন।

তবে এই নির্দেশিকা তাঁদের প্রাইভেসি নষ্ট করবে বলে মনে করছেন যাত্রীরা।

No comments:

Post a Comment