লখনৌ: বদায়ুন, সীতাপুরের ঘটনার পুনরাবৃত্তি দেখল বাহরাইচ৷ বুধবার সেখানে গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল এক মহিলার দেহ৷ পরিবারের অভিযোগ, গণধর্ষণ করে খুন করা হয়েছে তাঁকে৷ বাহরাইচের এসপি হ্যাপি গুটেইন জানান, বছর পঁয়তাল্লিশের ওই মহিলার বাড়ি লোনিয়াপুরওয়ায়৷ তাঁর পরিবার পাঁচ জনের বিরুদ্ধে ধর্ষণ ও খুনের অভিযোগ এনেছে৷ নিহতের ছেলে জানিয়েছেন, সম্প্রতি এক লিকার মাফিয়ার বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানিয়েছিলেন ওই মহিলা৷ তার সঙ্গে এই খুনের ঘটনার যোগ থাকতে পারে বলে সন্দেহ নিহতের পরিবারের৷ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷ পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই ব্যবস্থা নেবে তারা৷
সপ্তাহ দু'য়েক আগে উত্তরপ্রদেশেরই বদায়ুনে দুই নাবালিকার গণধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে বিতর্কের ঝড় উঠেছে৷ জাতভিত্তিক ষড়যন্ত্রের পাশাপাশি প্রশ্ন উঠেছে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে৷ সেই বদায়ুন মামলারই তদন্তের উপর নজর রাখার সিদ্ধান্ত নিয়েছে এলাহাবাদ হাইকোর্ট৷ তদন্তে অগ্রগতির বিস্তারিত রিপোর্ট রাজ্য পুলিশের কাছে চেয়ে পাঠিয়েছেন তাঁরা৷ নিহতদের পরিবারের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার নির্দেশও দেওয়া হয়েছে৷
অন্য দিকে, এ দিনই মিরাটে ৩০ বছরের এক মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠেছে তাঁর তিন প্রতিবেশীর বিরুদ্ধে৷ অভিযোগ, সোমবার রাতে ওই মহিলার একা থাকার সুযোগে তাঁর বাড়িতে ঢুকে ধর্ষণ করে তিন জন৷ মিরাটেই এক তরুণীকে ধর্ষণ ও তার এমএমএস ক্লিপিং বানিয়ে ব্ল্যাকমেলের অভিযোগ উঠেছে উত্তরপ্রদেশ পুলিশের এক কনস্টেবলের বিরুদ্ধে৷ তরুণীর গয়না ও প্রায় দেড় লক্ষ নগদ টাকা কেড়ে নেওয়ার অভিযোগও উঠেছে৷
সপ্তাহ দু'য়েক আগে উত্তরপ্রদেশেরই বদায়ুনে দুই নাবালিকার গণধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে বিতর্কের ঝড় উঠেছে৷ জাতভিত্তিক ষড়যন্ত্রের পাশাপাশি প্রশ্ন উঠেছে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে৷ সেই বদায়ুন মামলারই তদন্তের উপর নজর রাখার সিদ্ধান্ত নিয়েছে এলাহাবাদ হাইকোর্ট৷ তদন্তে অগ্রগতির বিস্তারিত রিপোর্ট রাজ্য পুলিশের কাছে চেয়ে পাঠিয়েছেন তাঁরা৷ নিহতদের পরিবারের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার নির্দেশও দেওয়া হয়েছে৷
অন্য দিকে, এ দিনই মিরাটে ৩০ বছরের এক মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠেছে তাঁর তিন প্রতিবেশীর বিরুদ্ধে৷ অভিযোগ, সোমবার রাতে ওই মহিলার একা থাকার সুযোগে তাঁর বাড়িতে ঢুকে ধর্ষণ করে তিন জন৷ মিরাটেই এক তরুণীকে ধর্ষণ ও তার এমএমএস ক্লিপিং বানিয়ে ব্ল্যাকমেলের অভিযোগ উঠেছে উত্তরপ্রদেশ পুলিশের এক কনস্টেবলের বিরুদ্ধে৷ তরুণীর গয়না ও প্রায় দেড় লক্ষ নগদ টাকা কেড়ে নেওয়ার অভিযোগও উঠেছে৷
No comments:
Post a Comment