সাম্বার মঞ্চে যে বাস্তব চোখের বালি
এই সময়ম ডিজিটাল ডেস্ক: 'দেবতা ঘুমালে তাহাদের দিন, দেবতা জাগিলে তাহাদের রাতি। ধরার নরক সিংহ দুয়ারে, জ্বালায় তাহারা সন্ধ্যাবাতি।' প্রাচীন এই কথন আজও সমান প্রাসঙ্গিক। আজও স্বশরীরে বর্তমান। আর দেশটার নাম যদি হয় ব্রাজিল, তাহলে ফুটবলের সঙ্গে যৌনতাও অবলীলায় জুড়ে যায়।
সম্প্রতি হাফিংটন পোস্ট একটি খবরে প্রকাশ করে, ব্রাজিলে প্রায় ১০ লক্ষ যৌনকর্মী ইংরেজি শেখায় মন দিয়েছেন। কারণ, বিশ্বকাপের আসরে দেশ-বিদেশের লক্ষ লক্ষ পর্যটক সমর্থকদের সঙ্গে আলাপচারিতা চালাতে হবে যে! এমনিতে সে দেশে সরকারি ভাষা পর্তুগিজ। ফলে বিদেশি পর্যটকদের সঙ্গে অল্পবিস্তর কথাবার্তা বলতে গেলে ইংরেজিটা শেখা জরুরি। তাই তাদের এই তাগিদ! বিশ্বকাপের আসরে পকেটে অতিরিক্ত কিছু রোজগার হলে মন্দ কী।
ব্রাজিলে অবাধ যৌনতায় কোনও বিধিনিষেধ নেই। রিও-র সব থেকে পুরনো ও 'প্রসিদ্ধ' যৌনপল্লি ভিলা মিমোসা-র এক কর্মী জানিয়েছেন, 'বিশ্বকাপের সময়ে এখানে টাকা উড়বে। এমনিতে নাইটক্লাবে চাহিদা ভালই থাকে। তবে এ সময়ে বিদেশি পর্যটকদের আনুকূল্যে বাড়তি দু'পয়সা রোজগার হবেই।'
রোজগার বাড়বে কি না তা তো সময় বলবে, তবে ব্রাজিল বিশ্বকাপের সঙ্গে যৌনতাও যে অবশ্যম্ভাবীভাবে আলোচিত হবে, তা নিঃসন্দেহে বলা যায়।
সম্প্রতি হাফিংটন পোস্ট একটি খবরে প্রকাশ করে, ব্রাজিলে প্রায় ১০ লক্ষ যৌনকর্মী ইংরেজি শেখায় মন দিয়েছেন। কারণ, বিশ্বকাপের আসরে দেশ-বিদেশের লক্ষ লক্ষ পর্যটক সমর্থকদের সঙ্গে আলাপচারিতা চালাতে হবে যে! এমনিতে সে দেশে সরকারি ভাষা পর্তুগিজ। ফলে বিদেশি পর্যটকদের সঙ্গে অল্পবিস্তর কথাবার্তা বলতে গেলে ইংরেজিটা শেখা জরুরি। তাই তাদের এই তাগিদ! বিশ্বকাপের আসরে পকেটে অতিরিক্ত কিছু রোজগার হলে মন্দ কী।
ব্রাজিলে অবাধ যৌনতায় কোনও বিধিনিষেধ নেই। রিও-র সব থেকে পুরনো ও 'প্রসিদ্ধ' যৌনপল্লি ভিলা মিমোসা-র এক কর্মী জানিয়েছেন, 'বিশ্বকাপের সময়ে এখানে টাকা উড়বে। এমনিতে নাইটক্লাবে চাহিদা ভালই থাকে। তবে এ সময়ে বিদেশি পর্যটকদের আনুকূল্যে বাড়তি দু'পয়সা রোজগার হবেই।'
রোজগার বাড়বে কি না তা তো সময় বলবে, তবে ব্রাজিল বিশ্বকাপের সঙ্গে যৌনতাও যে অবশ্যম্ভাবীভাবে আলোচিত হবে, তা নিঃসন্দেহে বলা যায়।
No comments:
Post a Comment