শিক্ষক-পদপ্রার্থীদের উপর লাঠি পুলিশের
এই সময়: শিক্ষকতার চাকরির দাবিতে সরব স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) কম্বাইনড মেরিট লিস্টের প্রার্থীদের মিছিল আটকাতে বেধড়ক লাঠিপেটা করল পুলিশ৷ তাতে কয়েক জন মহিলাও আহত হয়েছেন৷ তাঁরা হাসপাতালে চিকিত্সাধীন৷
কয়েকশো চাকরি-প্রার্থী বৃহস্পতিবার বিধানসভা অভিযানের ডাক দিয়েছিলেন৷ তাঁদের মিছিল কলেজ স্কোয়্যার থেকে রানি রাসমণি রোডে পেঁৗছতেই পুলিশ রাস্তা আটকায়৷ এর পরেই দু'পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়৷ এলাকা ফাঁকা করতে পুলিশ নির্বিচারে শিক্ষক-পদপ্রার্থীদের উপর লাঠি চালায় বলে অভিযোগ৷ আন্দোলনরত 'ছাত্র সংগ্রাম ঐক্য মঞ্চে'র সভাপতি প্রদ্যুত্ হালদারের বক্তব্য, 'আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের নির্দয় লাঠিচার্জে ১০-১২ জন আহত হয়েছেন৷ তাঁদের মধ্যে চার জন মহিলা গুরুতর জখম অবস্থায় এসএসকেএমে চিকিত্সাধীন৷ আমাদের দাবি ছিল, বিধানসভায় গিয়ে নয়া শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করে অবিলম্বে স্কুলে নিয়োগের দাবিতে স্মারকলিপি জমা দেওয়া৷ পুলিশের কাছেই সহযোগিতার আর্জি জানিয়ে বিধানসভায় পেঁৗছে দিতে বলি৷ কিন্ত্ত ওরা আন্দোলন প্রত্যাহার করে ফিরে যাওয়ার কথা বলে৷ আমরা মানতে না-চাওয়ায় বেধড়ক লাঠিচার্জ করে পুলিশ৷'
কলকাতা পুলিশের এক কর্তার অবশ্য দাবি, 'ওঁরা ১৪৪ ধারা ভেঙে বিধানসভা ভবনের দিকে এগোতে চাইছিলেন৷ কোনও অনুরোধই শুনতে চাননি৷ তাই লাঠি উঁচিয়ে তেড়ে গিয়ে বিক্ষোভকারীদের হটিয়ে দেওয়া হয়েছে৷' প্রসঙ্গত, কয়েক মাস ধরেই চাকরির দাবিতে কয়েকশো শিক্ষক-পদপ্রার্থী লাগাতার আন্দোলন করছেন৷ সল্টলেকে এসএসসি-র কেন্দ্রীয় ভবনের সামনেও টানা তিন সপ্তাহ অনশন করেছিলেন৷ লোকসভা ভোটের আগে মহানগরের রাজপথে বিরোধী রাজনৈতিক দলের সহযোগিতায় একাধিক বার বিক্ষোভ-মিছিলও করেছেন৷ এ বার চাকরির আশ্বাসের বদলে জুটল পুলিশের লাঠি৷
কয়েকশো চাকরি-প্রার্থী বৃহস্পতিবার বিধানসভা অভিযানের ডাক দিয়েছিলেন৷ তাঁদের মিছিল কলেজ স্কোয়্যার থেকে রানি রাসমণি রোডে পেঁৗছতেই পুলিশ রাস্তা আটকায়৷ এর পরেই দু'পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়৷ এলাকা ফাঁকা করতে পুলিশ নির্বিচারে শিক্ষক-পদপ্রার্থীদের উপর লাঠি চালায় বলে অভিযোগ৷ আন্দোলনরত 'ছাত্র সংগ্রাম ঐক্য মঞ্চে'র সভাপতি প্রদ্যুত্ হালদারের বক্তব্য, 'আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের নির্দয় লাঠিচার্জে ১০-১২ জন আহত হয়েছেন৷ তাঁদের মধ্যে চার জন মহিলা গুরুতর জখম অবস্থায় এসএসকেএমে চিকিত্সাধীন৷ আমাদের দাবি ছিল, বিধানসভায় গিয়ে নয়া শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করে অবিলম্বে স্কুলে নিয়োগের দাবিতে স্মারকলিপি জমা দেওয়া৷ পুলিশের কাছেই সহযোগিতার আর্জি জানিয়ে বিধানসভায় পেঁৗছে দিতে বলি৷ কিন্ত্ত ওরা আন্দোলন প্রত্যাহার করে ফিরে যাওয়ার কথা বলে৷ আমরা মানতে না-চাওয়ায় বেধড়ক লাঠিচার্জ করে পুলিশ৷'
কলকাতা পুলিশের এক কর্তার অবশ্য দাবি, 'ওঁরা ১৪৪ ধারা ভেঙে বিধানসভা ভবনের দিকে এগোতে চাইছিলেন৷ কোনও অনুরোধই শুনতে চাননি৷ তাই লাঠি উঁচিয়ে তেড়ে গিয়ে বিক্ষোভকারীদের হটিয়ে দেওয়া হয়েছে৷' প্রসঙ্গত, কয়েক মাস ধরেই চাকরির দাবিতে কয়েকশো শিক্ষক-পদপ্রার্থী লাগাতার আন্দোলন করছেন৷ সল্টলেকে এসএসসি-র কেন্দ্রীয় ভবনের সামনেও টানা তিন সপ্তাহ অনশন করেছিলেন৷ লোকসভা ভোটের আগে মহানগরের রাজপথে বিরোধী রাজনৈতিক দলের সহযোগিতায় একাধিক বার বিক্ষোভ-মিছিলও করেছেন৷ এ বার চাকরির আশ্বাসের বদলে জুটল পুলিশের লাঠি৷
No comments:
Post a Comment