Monday, June 2, 2014

পরশু ফল জয়েন্টের

পরশু ফল জয়েন্টের

joint
এই সময়: ৫ জুন বৃহস্পতিবার প্রকাশিত হতে চলেছে রাজ্য জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার ফলাফল৷ সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ওই দিনের মধ্যেই ফলাফল ঘোষণা করতে হত জয়েন্ট এন্ট্রাস বোর্ডকে৷

সোমবার জয়েন্ট এন্ট্রাস বোর্ডের চেয়ারম্যান ভাস্কর গুপ্ত ফলাফল ঘোষণার দিনক্ষণ জানান৷ এ বছর ইঞ্জিনিয়ারিং এবং মেডিক্যালে সেরা কুড়ি জনের মেধাতালিকা প্রকাশ করা হবে বলে ভাস্করবাবু জানিয়েছেন৷ যদিও কবে থেকে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে, সে বিষয়ে কিছু স্পষ্ট করে জানানো হয়নি৷ সর্বভারতীয় স্তরের জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার ফলাফল ঘোষণার পরেই কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে বলে মনে করছেন চেয়ারম্যান৷ তাঁর আশা, জুনের তৃতীয় সপ্তাহের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হয়ে যাবে৷

দুপুরের পর থেকে রেজাল্ট জানতে পারবেন পরীক্ষার্থীরা৷ এ বছর মোট ১ লক্ষ ৫৯ হাজার জন জয়েন্টে বসেছিলেন৷ রেজাল্ট জানতে হলে লগ ইন করতে হবে- www.wbjeeb.in৷

No comments:

Post a Comment