ডাক্তারির হারানো আসন ফেরাতে উদ্যোগী সরকার
আলোচনা আর আর্জিকে হাতিয়ার করেই অনুমোদন হারানো ডাক্তারি আসন ঘরে ফেরাতে চাইছে রাজ্য৷ আগামী সপ্তাহের এগজিকিউটিভ কমিটির বৈঠকের আগেই ছাত্রস্বার্থে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকে চিঠি দিয়ে অনুমোদন ফেরানোর আবেদন জানানোর তোড়জোড় শুরু করলেন স্বাস্থ্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অমিত বন্দ্যোপাধ্যায়৷ এক সময় কেন্দ্রের হেলথ সার্ভিসে কাজ করে আসা অমিতবাবু ছাত্রস্বার্থে চিঠি পাঠাতে উদ্যোগী হয়েছেন স্বাস্থ্য মন্ত্রকে৷ রবিবার তিনি বলেন, 'ডাক্তারি আসন ফিরিয়ে আনতে পরিকাঠামো উন্নয়নে আশ্বাস দেওয়ার কোনও এক্তিয়ার নেই আমার৷ কিন্ত্ত, ছাত্রস্বার্থে হাত গুটিয়ে বসে থাকতে পারি না৷ এবারের মতো আসনগুলির অনুমোদন দিতে স্বাস্থ্য মন্ত্রকে আবেদন জানাবো৷' তবে শুধু এ রাজ্যের পড়ুয়াদের জন্যই নয়, দেশের স্বার্থে ৫৫টা মেডিক্যাল কলেজের অনুমোদন হারানো ৪৩৫০টিই আসনেরই ছাড়পত্র দেওয়ার আবেদন করতে চলেছেন তিনি৷ 'দেশে নতুন সরকার এসেছে৷ মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়ার নতুন কমিটিও গঠিত হয়েছে৷ এই পরিস্থিতিতে সব মেডিক্যাল কলেজগুলিকে যাতে ওয়ান টাইম অ্যামনেস্টি দেয় সরকার, সেই আবেদন করব,' বলেন অমিতবাবু৷ এগজিকিউটিভ কাউন্সিলের বৈঠকের আগেই তিনি চিঠি পাঠাবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য৷ রাজ্যজুড়ে বিভিন্ন মেডিক্যাল কলেজে ৯০০টি আসন খোয়ানোর ধাক্কা সামলানোর আগেই রাজ্যের ডাক্তারি আসনের উপর আর এক কোপ পড়েছে সম্প্রতি৷ মে মাসের শেষ সপ্তাহে স্বাস্থ্যসচিব ও স্বাস্থ্যশিক্ষা অধিকর্তার জমা দেওয়া মুচলেকাকে বিশেষ গুরুত্ব না দিয়ে ৩ জুন, রাজ্যের আরও ২৯৫টি ডাক্তারি আসনের অনুমোদন রদ করার সিদ্ধান্ত নেয় মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়ার এগজিকিউটিভ কমিটি৷ তার পর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে৷ পূর্ববর্তী মুচলেকায় আমল দিয়ে রাজ্যের বেশ কয়েকটি মেডিক্যাল কলেজের পরিকাঠামোর বর্তমান হাল খতিয়ে দেখতে পরিদর্শন করেছে এমসিআই৷ আগামী ১৩ ও ১৪ জুন ফের বৈঠকে বসতে চলেছে মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়ার এগজিকিউটিভ কমিটি৷ নামপ্রকাশে অনিচ্ছুক এক স্বাস্থ্যকর্তার কথায়, 'প্রথম ধাপে অনুমোদন রদ হওয়া বেশ কিছু মেডিক্যাল কলেজের পরিকাঠামো উল্লেখযোগ্য ভাবে উন্নতি ঘটানো হয়েছে৷ এগজিকিউটিভ কমিটির বৈঠকে ভালো কিছু হবে বলেই আশা করছি আমরা৷' বাড়তি কোনও প্রস্ত্ততি বা কোনও অনুরোধ কি করা হচ্ছে? স্বাস্থ্য-শিক্ষা দপ্তরের এক কর্তা জানান, 'বাড়তি আর কোনও অনুরোধ করা হচ্ছে না৷ যা বলার বলা হয়েছে৷ এখন দেখা যাক৷' তবে, মুখ্যমন্ত্রীর নির্দেশে ১৩ ও ১৪ তারিখ দিল্লিতেই উপস্থিত থাকবেন মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়ায় রাজ্য সরকার মনোনীত সদস্য চিকিত্সক সুদীপ্ত রায়৷ তিনি জানিয়েছেন, 'একটা বৈঠকের জন্য ১২ তারিখ দিল্লি যাচ্ছি৷ এগজিকিউটিভ বৈঠকের আগে একপ্রস্থ আলোচনা করার চেষ্টা করব৷ বৈঠকের দিনও দিল্লিতে থাকার চেষ্টা করব৷ দেখা যাক, কী হয়৷'
http://eisamay.indiatimes.com/city/kolkata/states-initiative-to-increase-medical-seats/articleshow/36288674.cms?
আলোচনা আর আর্জিকে হাতিয়ার করেই অনুমোদন হারানো ডাক্তারি আসন ঘরে ফেরাতে চাইছে রাজ্য৷ আগামী সপ্তাহের এগজিকিউটিভ কমিটির বৈঠকের আগেই ছাত্রস্বার্থে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকে চিঠি দিয়ে অনুমোদন ফেরানোর আবেদন জানানোর তোড়জোড় শুরু করলেন স্বাস্থ্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অমিত বন্দ্যোপাধ্যায়৷ এক সময় কেন্দ্রের হেলথ সার্ভিসে কাজ করে আসা অমিতবাবু ছাত্রস্বার্থে চিঠি পাঠাতে উদ্যোগী হয়েছেন স্বাস্থ্য মন্ত্রকে৷ রবিবার তিনি বলেন, 'ডাক্তারি আসন ফিরিয়ে আনতে পরিকাঠামো উন্নয়নে আশ্বাস দেওয়ার কোনও এক্তিয়ার নেই আমার৷ কিন্ত্ত, ছাত্রস্বার্থে হাত গুটিয়ে বসে থাকতে পারি না৷ এবারের মতো আসনগুলির অনুমোদন দিতে স্বাস্থ্য মন্ত্রকে আবেদন জানাবো৷' তবে শুধু এ রাজ্যের পড়ুয়াদের জন্যই নয়, দেশের স্বার্থে ৫৫টা মেডিক্যাল কলেজের অনুমোদন হারানো ৪৩৫০টিই আসনেরই ছাড়পত্র দেওয়ার আবেদন করতে চলেছেন তিনি৷ 'দেশে নতুন সরকার এসেছে৷ মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়ার নতুন কমিটিও গঠিত হয়েছে৷ এই পরিস্থিতিতে সব মেডিক্যাল কলেজগুলিকে যাতে ওয়ান টাইম অ্যামনেস্টি দেয় সরকার, সেই আবেদন করব,' বলেন অমিতবাবু৷ এগজিকিউটিভ কাউন্সিলের বৈঠকের আগেই তিনি চিঠি পাঠাবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য৷ রাজ্যজুড়ে বিভিন্ন মেডিক্যাল কলেজে ৯০০টি আসন খোয়ানোর ধাক্কা সামলানোর আগেই রাজ্যের ডাক্তারি আসনের উপর আর এক কোপ পড়েছে সম্প্রতি৷ মে মাসের শেষ সপ্তাহে স্বাস্থ্যসচিব ও স্বাস্থ্যশিক্ষা অধিকর্তার জমা দেওয়া মুচলেকাকে বিশেষ গুরুত্ব না দিয়ে ৩ জুন, রাজ্যের আরও ২৯৫টি ডাক্তারি আসনের অনুমোদন রদ করার সিদ্ধান্ত নেয় মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়ার এগজিকিউটিভ কমিটি৷ তার পর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে৷ পূর্ববর্তী মুচলেকায় আমল দিয়ে রাজ্যের বেশ কয়েকটি মেডিক্যাল কলেজের পরিকাঠামোর বর্তমান হাল খতিয়ে দেখতে পরিদর্শন করেছে এমসিআই৷ আগামী ১৩ ও ১৪ জুন ফের বৈঠকে বসতে চলেছে মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়ার এগজিকিউটিভ কমিটি৷ নামপ্রকাশে অনিচ্ছুক এক স্বাস্থ্যকর্তার কথায়, 'প্রথম ধাপে অনুমোদন রদ হওয়া বেশ কিছু মেডিক্যাল কলেজের পরিকাঠামো উল্লেখযোগ্য ভাবে উন্নতি ঘটানো হয়েছে৷ এগজিকিউটিভ কমিটির বৈঠকে ভালো কিছু হবে বলেই আশা করছি আমরা৷' বাড়তি কোনও প্রস্ত্ততি বা কোনও অনুরোধ কি করা হচ্ছে? স্বাস্থ্য-শিক্ষা দপ্তরের এক কর্তা জানান, 'বাড়তি আর কোনও অনুরোধ করা হচ্ছে না৷ যা বলার বলা হয়েছে৷ এখন দেখা যাক৷' তবে, মুখ্যমন্ত্রীর নির্দেশে ১৩ ও ১৪ তারিখ দিল্লিতেই উপস্থিত থাকবেন মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়ায় রাজ্য সরকার মনোনীত সদস্য চিকিত্সক সুদীপ্ত রায়৷ তিনি জানিয়েছেন, 'একটা বৈঠকের জন্য ১২ তারিখ দিল্লি যাচ্ছি৷ এগজিকিউটিভ বৈঠকের আগে একপ্রস্থ আলোচনা করার চেষ্টা করব৷ বৈঠকের দিনও দিল্লিতে থাকার চেষ্টা করব৷ দেখা যাক, কী হয়৷'
http://eisamay.indiatimes.com/city/kolkata/states-initiative-to-increase-medical-seats/articleshow/36288674.cms?
No comments:
Post a Comment