Monday, June 2, 2014

জিয়া বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত ছিলেন

জিয়া বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত ছিলেন
যুগান্তর রিপোর্ট
প্রকাশ : ০৩ জুন, ২০১৪
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার সঙ্গে জড়িত ছিলেন। সে কারণেই খোন্দকার মোস্তাক তাকে সেনাপ্রধান বানিয়েছিলেন। জিয়া মরে গিয়ে বেঁচে গেছেন মন্তব্য করে শেখ হাসিনা বলেন, তা না হলে জিয়াকেও বঙ্গবন্ধু হত্যা মামলার আসামি করতাম।
আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দলের এক যৌথসভার উদ্বোধনী বক্তব্যে সোমবার এসব কথা বলেন তিনি। জিয়াউর রহমানকে বেঈমান ও বিশ্বাসঘাতক উল্লেখ করে শেখ হাসিনা বলেন, জিয়া মোস্তাকের সঙ্গেও বেইমানি করেছে, তাকে তিন মাসও প্রেসিডেন্ট থাকতে দেয়নি।
তার এ সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী সুশীল সমাজের কঠোর সমালোচনা করে বলেন, তাদের কিছুই ভালো লাগে না। তারা কোনো ভালোকেই ভালো বলেন না। সরকারের প্রবৃদ্ধি ছয় শতাংশ তাও স্বীকার করেন না। অবস্থা এমন যে, ছেলে ভালো হলেও পাস করবে না, পাস করলেও চাকরি পাবে না, চাকরি পেলেও বেতন পাবে না, বেতন পেলেও সরকার চলবে না। অনেক চিন্তাবিদ চিন্তার খোরাক পাচ্ছেন না মন্তব্য করে তিনি বলেন, এজন্য তারা উল্টোপথে চলেন। শুধু অসাংবিধানিক সরকার তাদের ভালো লাগে মন্তব্য করে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, এমন সময় এলে তারা স্যুটেড-বুটেড হয়ে অপেক্ষা করেন।
গণফোরাম সভাপতি ড. কামালের এই সরকার অনির্বাচিত বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যিনি ১৯৭০ ও ১৯৭৩ দুই বার অনির্বাচিত ছিলেন, এখন তার কাছ থেকে নির্বাচিত-অনির্বাচিতের সবক শুনতে হচ্ছে। এখন তিনিই এ নিয়ে সব থেকে বেশি সোচ্চার। সুশীল সমাজের এ সরকারের আমলে কথা বলার স্বাধীনতা নেই বক্তব্যকে প্রত্যাখ্যান করে সরকার প্রধান বলেন, তা হলে ওনারা কথা বলছেন কি করে। টকশোতে তো একেকজন মনের মাধুরি মিশিয়ে যা খুশি তাই বলছেন।
আসন্ন বাজেটে সংসদ সদস্যদের কিভাবে ভূমিকা পালন করতে হবে সে নির্দেশনা দিয়ে দলীয় সভানেত্রী সংসদ সদস্যদের বার্ষিক বরাদ্দকৃত অর্থ যাতে সঠিকভাবে ব্যবহার হয় সেদিকে দৃষ্টি রাখতে বলেন। তাদের জনগণের আস্থা অর্জনের নির্দেশ দিয়ে বঙ্গবন্ধু কন্যা সরকারের অর্জনগুলো জনসম্মুখে তুলে ধরার জন্য দলীয় সংসদ সদস্যদের নির্দেশ দেন। এ প্রসঙ্গে গণমাধ্যমের ভূমিকার সমালোচনা করে সরকার প্রধান বলেন, আমরাই টেরিস্টিরিয়াল টেলিভিশনের লাইসেন্স প্রথম দিয়েছি। অথচ আমাদের অর্জন তারা সেভাবে প্রচার করে না। কারণ, বাঙালি পরশ্রীকাতর। নেতিবাচক খবর বেশি প্রচার করে।
প্রায় ৫৫ মিনিটের এ সূচনা বক্তব্যে আওয়ামী লীগ সভানেত্রী আসন্ন বাজেট সেশনে সংসদ সদস্যদের ভূমিকা কি হবে সে বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। বৈঠকে দলের কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ ও সংসদীয় দলের সদস্যরা উপস্থিত ছিলেন। তার সূচনা বক্তব্যের পর রুদ্ধদ্বার বৈঠক শুরু হয়। রাত সোয়া ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বৈঠক চলছিল।
- See more at: http://www.jugantor.com/first-page/2014/06/03/107002#sthash.BQlOGDuY.dpuf

No comments:

Post a Comment