Saturday, June 7, 2014

ভারত-ইজরায়েলের সু-সম্পর্ক

ভারত-ইজরায়েলের সু-সম্পর্ক

modi-israel
এই সময় ডিজিটাল ডেস্ক: আগামী দিনে যে ভারত এবং ইজরায়েলের সম্পর্ক মধুর থেকে মধুরতম হবে তার পূর্বাভাস এখন থেকেই পাওয়া যাচ্ছে। গুজরাতের মুখ্যমন্ত্রী থাকার সময় থেকেই ইজরায়েলের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছিলেন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লির মসনদে বসার আগে এবং পরে বার বার নরেন্দ্র মোদী জানিয়েছেন যে আগামীদিনে ভারতকে এক সুনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে সব চেষ্টা করবেন তিনি । বর্তমানে ইউরোপের সঙ্গে ইজরায়েলের সম্পর্ক একেবারেই মধুর নয়। সেক্ষেত্রে পুরনো সম্পর্কের জোরে আগামীদিনেও যে ভারত এবং ইজরায়েল একে অপরের পাশেই থাকবে তা আশা করা যেতেই পারে। ইজরায়েল-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আঁনাত বি রেক জানিয়েছেন, 'আমরা প্রত্যয়ী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই দুই দেশের মধ্যে বন্ধন আরও দৃঢ় হবে।' --- সৌজন্য: শঁ সাভেজ, JNS.org 

No comments:

Post a Comment