Saturday, June 7, 2014

আমেরিকায় আক্রান্ত 'মোদী-বিরোধী' গায়িকা

আমেরিকায় আক্রান্ত 'মোদী-বিরোধী' গায়িকা
shubha
এই সময় ডিজিটাল ডেস্ক: বিজেপি-র ক্ষমতায় আসার পর ধর্মীয় অসহিষ্ণুতার প্রকাশ এবার মার্কিন মুলুকেও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরোধিতা করায় এবার মার্কিন যুক্তরাষ্ট্রে হুমকির শিকার বিখ্যাত গায়িকা শুভা মুদ্গল।

মার্কিন মুলুকে একটি শো-য়ে গিয়েছিলেন শুভা। নমো-র বিরোধিতা করায় সেখানেই আমেরিকার সনীওয়ালে হিন্দু মন্দিরের এক বোর্ডের রোষানলে পড়েন তিনি। মন্দিরের বোর্ডের তরফে তাঁকে শুধু কটাক্ষই করা হয়নি, বরং তাঁর মোদী-বিরোধ সহ্য না-করার হুমকিও দেওয়া হয়েছে।

জানা গিয়েছে স্টেজের পিছনে শো-য়ের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন শুভা মুদ্গল। তখনই মন্দিরের বোর্ডের এক সদস্য তাঁর সঙ্গে দেখা করার জেদ চেপে বসেন। পরে তাঁকে শুভা মুদ্গলের কাছে নিয়ে যাওয়া হলে, তাঁর সমালোচনায় মুখর হয়ে পড়েন তিনি। শুভা মুদ্গলের বিরুদ্ধে মোদী বিরোধী, হিন্দু বিরোধী এবং রাষ্ট্র বিরোধী হওয়ার অভিযোগ আনেন। পাশাপাশি এ-ও হুমকি দেন যে, ভবিষ্যতে এমন কোনও বিরোধিতা সহ্য করা হবে না।

ধর্মীয় অসহিষ্ণুতার এহেন নিদর্শন দেখে চুপ করে ছিলেন প্রথম বিশ্বের ওই দেশের লোকেরাও। টু শব্দটুকু করেননি অনুষ্ঠানের আয়োজকরা। পরে তাঁর স্বামী এবং তবলাবাদক অনীশ প্রধান সেখানে এসে ওই বোর্ড সদস্যের বিরোধিতা করেন। অন্যান্য শিল্পীরাও বিরোধিতা করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

লোকসভা নির্বাচনের সময়ে বলিউডের বহু কলাকুশলীরা ভোটদাতাদের প্রতি এমন নেতা নির্বাচনের আপিল করেছিলেন যাঁরা দেশের সাম্প্রদায়িক সৌহার্দ্য বজায় রাখতে পারবেন। এই আপিলকেই মোদী বিরোধী মনে করা হয়েছিল। আবেদনকারীদের মধ্যে শুভা মুদ্গলও সামিল ছিলেন।

No comments:

Post a Comment