Saturday, June 7, 2014

ছেলে সাংসদ তবু, জ্যোতি খুশ জুতোতেই

ছেলে সাংসদ তবু, জ্যোতি খুশ জুতোতেই

ratan
এই সময় ডিজিটাল ডেস্ক: এক বারের কাউন্সিলার নির্বাচিত হয়ে গাড়ি-বাড়ি হাঁকিয়ে আঙুল ফুলে কলাগাছ হতে তো আকচারই দেখা যায়। আর আজকের দিনে এ দৃশ্য দেখে কেউ খুব বেশি অবাক হন না। কারণ, এটা যে হবেই তা নির্বাচনে দাঁড়াবার আগে থেকেই ধরে নেওয়া হয়। কিন্তু এর সঙ্গে একটা বিপরীত দৃশ্যও দেখা গেল। ছেলে দু' বারের সাংসদ, কিন্তু বাবা আজও জুতো তৈরি করে সংসার চালান। অবিশ্বাস্য মনে হলেও একদম সত্যি ঘটনা।

আম্বালা থেকে নির্বাচিত দু' বারের বিজেপি সাংসদ রতনলাল কাটারিয়ার বাবা জ্যাতিরাম কাটারিয়া আজও জুতো তৈরি করে নিজের সংসার চালান। তাঁদের বাড়ি হরিয়ানার লাডবায়। জুতো বিক্রি করেই চার সন্তানের পড়াশোনা করিয়েছেন জ্যোতিরাম। তাঁর কথায়, 'আমি রতনলালের বাবা হিসাবে গর্ব বোধ করি। ছোটবেলা থেকে শিক্ষা আর রাজনীতিকেই জীবনের আদর্শ মেনে আসেছে। আমি জুতো বিক্রি করেই আমার চার সন্তানকে লেখাপড়া শিখিয়েছি। আমার ছেলে আজ সাংসদ হয়েছে, তাতে আমি খুবই খুশি। তবে নিজের শিকরকে আমি ভুলতে পারব না।'

তিনি আরও বলেন, 'রতন ঘরের সব অনুষ্ঠানে, সুখ-দুঃখে সামিল হয়। ও মাঝে মাঝেই আমায় বলে, ওর সঙ্গে গিয়ে থাকতে। কিন্তু লাডবা ছেড়ে আমার কোথাও গিয়ে মন টেকে না। আর এই সততাই আমার সম্বল। আশা করি আমার ছেলেও সততার সঙ্গে দেশের সেবা করবে। আমি আম্বালা নিবাসী সকলকে ধন্যবাদ জানাই, কারণ এক জন দলিত পরিবার থেকে উঠে আশা গরীবের সন্তানকে বিপুল ভোটে সাংসদ নির্বাচিত করেছেন।'

No comments:

Post a Comment