Sunday, June 8, 2014

হাইকোর্টের রুল নিজাম হাজারীর এমপি পদ কেন শূন্য নয়

হাইকোর্টের রুল

নিজাম হাজারীর এমপি পদ কেন শূন্য নয়

ইত্তেফাক রিপোর্ট
ফেনী সদরের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর সংসদ সদস্য পদ কেনো ঘোষণা করা হবে না- তা জানতে চেয়েছে আদালত। আজ রবিবার এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এ রুল জারি করেন ।

স্পিকার, প্রধান নির্বাচন কমিশনার, আইনসচিব, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব, স্বরাষ্ট্রসচিব ও নিজাম উদ্দিন হাজারীসহ বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলেছে আদালত।

হলফনামায় তথ্য গোপনের অভিযোগে আওয়ামী লীগের এই সংসদ সদস্যের বিরুদ্ধে রিট আবেদনে করেন ফেনী জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শওকত হোসেন ভুঁইয়া।

No comments:

Post a Comment