পতাকা উড়াতে গিয়ে আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু
অনলাইন ডেস্ক
নিহতের নাম মোহাম্মদ সজল (২৪)। তিনি হামিদ এন্টারপ্রাইজ ওয়ার্কশপে চাকরি করতেন।
জানা গেছে, টিন শেড ঘরের ওপরে পতাকা উড়াতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হন মোহাম্মদ সজল। সঙ্গে সঙ্গে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। মোহাম্মদ সজল সূত্রাপুর থানার করাতি তলার স্বামীবাগে বসবাস করতেন।
কয়েকদিন আগে কল্যাণপুরে ছাদে আর্জেন্টিনার পতাকা উড়াতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে আরেকজন ফুটবল প্রেমী মারা যান।

No comments:
Post a Comment