বরিশাল বিশ্ববিদ্যালয়ে শতাধিক শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
মামলা প্রত্যাহারের দাবিতে ক্যাম্পাসে শিক্ষার্থীদের মানববন্ধন
বরিশাল অফিস
বরিশাল বিশ্ববিদ্যালয়ের অফিস কক্ষে ঢুকে সহকারী রেজিস্টারসহ কর্মকর্তাদের মারধরের ঘটনায় অর্ধশতাধিক শিক্ষার্থীকে আসামি করে শনিবার রাতে কোতয়ালী মডেল থানায় মামলা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সহকারী এস্টেট অফিসার সাইফুজ্জামান বাদী হয়ে এ মামলা করেন। বিশ্ব বিদ্যালয়ের মার্কেটিং বিভাগ ৩য় বর্ষের ছাত্র আকিব জাবেদ খান, স্টাডিজ বিভাগের ৩য় বর্ষের ছাত্র রেজা শরিফ, একই বিভাগে একই বর্ষের ছাত্র এনামুল হক মনি, মার্কেটিং বিভাগের ৩য় বর্ষের ছাত্র আল মামুনসহ প্রায় অর্ধশত শিক্ষার্থীকে এ মামলায় আসামি করা হয়। বরিশাল বিশ্ববিদ্যালয়ে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে গত শুক্রবার অফিস কক্ষে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা হামলা চালিয়ে সহকারী রেজিস্টার বাহাউদ্দিন গোলাপ, সেকশন অফিসার নুসরাত জাহান, খান সানজিয়া সুলতানা, তামান্না সারমিন এবং কম্পিউটার অপারেটর নুসরাত জাহান ও সাইফুল আলমকে মারধর করে। মামলার এজাহারে অফিস কক্ষে হামলা ভাঙচুরে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে উল্লেখ করা হয়। ঘটনার পর ঐ দিনই কোতয়ালী মডেল থানায় সাধারন ডায়েরি করা হয়। শনিবার রাতে এ মামলা দায়ের করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মো. হারুনর রশীদ খান জানান, ঐ হামলার ঘটনায় মামলা দায়েরের আগেই একটি তদন্ত কমিটি গঠিত হয়েছিল। ঐ কমিটির প্রতিবেদন পেয়ে ছয় ছাত্রকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। উত্তর পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে মামলার খবর পেয়ে আজ রবিবার বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসে মানবন্ধন করেছে। তারা অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে। অন্যথায় বৃহত্তর আন্দোলন কর্মসূচী ঘোষণার কথা জানিয়ে দেয়।
এদিকে মামলার খবর পেয়ে আজ রবিবার বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসে মানবন্ধন করেছে। তারা অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে। অন্যথায় বৃহত্তর আন্দোলন কর্মসূচী ঘোষণার কথা জানিয়ে দেয়।

No comments:
Post a Comment