Sunday, June 8, 2014

অনুপ চেটিয়া ভারতে ফিরতে আবেদন করেছেন: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

অনুপ চেটিয়া ভারতে ফিরতে আবেদন করেছেন: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

ইত্তেফাক রিপোর্ট
বাংলাদেশের কারাগারে আটক ভারতীয় নাগরিক অনুপ চেটিয়া ওরফে গোলাপ বড়ুয়া সম্প্রতি স্বেচ্ছায় নিজ দেশে ফেরার আবেদন করেছেন বলে জানালেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। 

রবিবার জাতীয় সংসদে পিরোজপুর-৩ আসনের স্বতন্ত্র এমপি রুস্তম আলী ফরাজীর টেবিলে উত্থাপিত এক প্রশ্নের জবাবে এ তথ্য দিয়ে তিনি জানান, অনুপ চেটিয়ার আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে। বিভিন্ন অভিযোগের সাজা ভোগ করার পর বন্দী হিসেবে তিনি এখন বাংলাদেশের কারাগারে আটক রয়েছেন। 

ঢাকা-৫ আসনের হাবিবুর রহমান মোল্লার এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র্যাব) পৃথক স্বতন্ত্র বাহিনী হিসেবে গঠনের বিষয়ে এখনও কোনো পরিকল্পনা নেয়া হয়নি। র্যাব পুলিশের সাংগঠনিক কাঠামোভুক্ত একটি ইউনিট। পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন সংস্থা বিধায় র্যাবকে পৃথক স্বতন্ত্র বাহিনী হিসেবে গঠনের বিষয়ে এখনও পরিকল্পনা নেয়া হয়নি।

নেত্রকোণা-১ আসনের সদস্য ছবি বিশ্বাসের এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান বলেন, র্যাবের কর্মকর্তা-কর্মচারীদের কারও বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে বিভাগীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হয়। বাংলাদেশ পুলিশের সকল ইউনিটের সংস্কার একটি চলমান প্রক্রিয়া। র্যাব বাংলাদেশ পুলিশের সাংগঠনিক কাঠামোভুক্ত একটি ইউনিট বিধায় উক্ত প্রক্রিয়ার অংশ হিসেবে র্যাবেরও সংস্কার কার্যক্রম অব্যাহত রয়েছে এবং থাকবে।

পুলিশের জনবল আরও ৫০ হাজার বৃদ্ধির প্রস্তাব

ফেনী-৩ আসনের রহিম উল্লাহর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সংসদকে জানান, বর্তমান সরকার ঘোষিত পুলিশ বিভাগের জনবল ৫০ হাজার বৃদ্ধির অংশ হিসেবে বর্ণিত থানাসহ সকল ইউনিটের প্রয়োজনীয় সংখ্যক জনবল বৃদ্ধির প্রস্তাব পাঠানো হবে।

হাতিরঝিলের জন্য পৃথক থানার প্রস্তাব 

চট্টগ্রাম-১১ আসনের এম. আব্দুল লতিফের প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল জানান, রাজধানীর হাতিরঝিল এলাকায় নিরাপত্তা বিধানের লক্ষ্যে পৃথক থানা প্রতিষ্ঠার জন্য ঢাকা মেট্টোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের পাঠানো একটি প্রস্তাব পুলিশ হেডকোয়ার্টার্সে প্রক্রিয়াধীন রয়েছে।

সাজাপ্রাপ্ত বন্দী ৬৬ হাজার

নোয়াখালী-২ আসনের মোরশেদ আলমের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বর্তমানে দেশের কারাগারগুলোতে বিভিন্ন মেয়াদী সাজাপ্রাপ্ত কয়েদী সংখ্যা ১৯ হাজার ৭১৩ জন, হাজতী বন্দী রয়েছেন ৪৫ হাজার ৫৯৩ জন এবং মৃত্যুদ্লাদেশ প্রাপ্ত বন্দীর সংখ্যা ১ হাজার ৭১ জন। বিদেশি মুক্তিপ্রাপ্ত বন্দী ৮৮ জন। গত ২৮ মে পর্যন্ত প্রাপ্ত পরিসংখ্যাণ অনুযায়ী বর্তমানে সাজাপ্রাপ্ত বন্দী ৬৬ হাজার ৪৬৫ জন।

No comments:

Post a Comment