স্নোডেনের অনুরোধ ব্রাজিলের অস্বীকার
যুগান্তর ডেস্ক
প্রকাশ : ০৪ জুন, ২০১৪
এডওয়ার্ড স্নোডেন রাজনৈতিক আশ্রয়ের জন্য আনুষ্ঠানিকভাবে ব্রাজিলের কাছে অনুরোধ জানিয়েছেন, এমন কথা অস্বীকার করেছেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী। স্নোডেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসএ) সাবেক ঠিকাদার যিনি এনএসএয়ের বিশ্বব্যাপী অবৈধ গোয়েন্দাগিরির গোপন পরিকল্পনা জনসম্মুখে ফাঁস করে দিয়েছিলেন।
সোমবার ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী লুয়িজ আলবার্তো ফিগুয়েইরেদো বলেছেন, তার মন্ত্রণালয়ের কর্মকর্তারা স্নোডেনের আবেদন হাতে পায়নি। বর্তমানে এক বছরের রাজনৈতিক আশ্রয়ে রাশিয়ায় রয়েছেন স্নোডেন। আসছে অগাস্টে এ রাজনৈতিক আশ্রয়ের মেয়াদ শেষ হবে। এক প্রতিবেদনে সিনহুয়া জানিয়েছে, রোববার সন্ধ্যায় রুশ টেলিভিশন চ্যানেল গ্লোবোকে দেয়া এক সাক্ষাৎকারে স্নোডেন বলেছেন, রাজনৈতিক আশ্রয়ের জন্য তিনি ব্রাজিল সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন, ব্রাজিল সরকার তার অনুরোধ রাখলে তিনি আনন্দের সঙ্গে ব্রাজিলে বাস করবেন। ফিগুয়েইরেদো বলেছেন, অনুরোধ এলে তা বিশ্লেষণ করে দেখা হবে, তবে অনুরোধ আসেনি।
স্নোডেনের ফাঁস করা এনএসএয়ের গোপন গোয়েন্দাগিরি পরিকল্পনার অন্যতম লক্ষ্য ছিল ব্রাজিল।
সোমবার ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী লুয়িজ আলবার্তো ফিগুয়েইরেদো বলেছেন, তার মন্ত্রণালয়ের কর্মকর্তারা স্নোডেনের আবেদন হাতে পায়নি। বর্তমানে এক বছরের রাজনৈতিক আশ্রয়ে রাশিয়ায় রয়েছেন স্নোডেন। আসছে অগাস্টে এ রাজনৈতিক আশ্রয়ের মেয়াদ শেষ হবে। এক প্রতিবেদনে সিনহুয়া জানিয়েছে, রোববার সন্ধ্যায় রুশ টেলিভিশন চ্যানেল গ্লোবোকে দেয়া এক সাক্ষাৎকারে স্নোডেন বলেছেন, রাজনৈতিক আশ্রয়ের জন্য তিনি ব্রাজিল সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন, ব্রাজিল সরকার তার অনুরোধ রাখলে তিনি আনন্দের সঙ্গে ব্রাজিলে বাস করবেন। ফিগুয়েইরেদো বলেছেন, অনুরোধ এলে তা বিশ্লেষণ করে দেখা হবে, তবে অনুরোধ আসেনি।
স্নোডেনের ফাঁস করা এনএসএয়ের গোপন গোয়েন্দাগিরি পরিকল্পনার অন্যতম লক্ষ্য ছিল ব্রাজিল।
No comments:
Post a Comment