Friday, June 27, 2014

টিটি-র ধাক্কায় ট্রেন থেকে পড়ে জখম মহিলা

টিটি-র ধাক্কায় ট্রেন থেকে পড়ে জখম মহিলা

indian-trains
এই সময় ডিজিটাল ডেস্ক: ট্রেন থেকে মহিলা যাত্রীকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ উঠল টিটি-র বিরুদ্ধে। শুক্রবার মালদার একলাখি জংশনের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়।

জিআরপি সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে একলাখি স্টেশনের টিকিট কাউন্টারে টিকিট কাটতে উপস্থিত হন স্থানীয় বাসিন্দা বৈফুল বিবি। একশো টাকার নোট দিয়ে তিনি পরবর্তী স্টেশন আদিনার টিকিট কাটতে গেলে কাউন্টারে বসা রেলকর্মী খুচরোর অভাবের কথা জানান।

এদিকে এই সময়েই ট্রেন এসে পড়ায় তড়িঘড়ি তিনি কামরায় উঠে পড়েন। সেখানে টিকিট পরীক্ষক আর পি রামকে গোটা ঘটনার কথা জানিয়ে তিনি টিকিট কাটতে চান। কিন্তু এ নিয়ে তাঁর সঙ্গে বচসা বাধে টিটির। কথার মাঝে টিটি বৈফুল বিবিকে ধাক্কা মারলে তিনি ট্রেনের কামরা থেকে পড়ে যান বলে অভিযোগ সহযাত্রীদের।

ঘটনার জেরে স্টেশন চত্বরে দ্রুত উত্তেজনা ছড়িয়ে পড়ে। জনরোষের মুখে পড়ে গা ঢাকা দেন টিটি। অভিযুক্ত হাতছাড়া হয়ে যাওয়ার পর অন্য এক টিকিট পরীক্ষককে আটক করে মারধর করে জনতা। পরে জিআরপি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও আহত টিটি-কে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

No comments:

Post a Comment