সুমনে অ্যালার্জি, বাতিল পাঠ্যবই
এই সময় ডিজিটাল ডেস্ক: আবারও তৈরি হল বিতর্ক। দ্বাদশ শ্রেণীর পাঠ্য পুস্তক 'বাঙালির ভাষা ও সংস্কৃতি'-কে বাতিল করে দেওয়া হল। কেন? কারণ এই বইটির একটি অংশে বাংলার সমসাময়িক উল্লেখযোগ্য সংস্কৃতি কর্মীর তালিকায় একমাত্র নাম আছে কবীর সুমনের। আর কারও নাম সেই বইয়ে রাখা হয়নি। এতেই প্রবল আপত্তি তুলেছে শাসক মহল। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশে উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ এই বই বাতিল করেছে। ইতিমধ্যে প্রত্যেক স্কুলেই নতুন সেশন শুরু হয়ে গিয়েছে। ফলে স্বভাবতই বিপাকে পড়েছে পড়ুয়ারা। এমনকি দানা বাঁধছে নানা বিতর্কও। তাহলে কী সুমন-অ্যালার্জির কারণেই এমন পদক্ষেপ নেওয়া? প্রশ্ন উঁকি দিচ্ছে বিভিন্ন মহলে।
No comments:
Post a Comment