প্রশ্ন না-থাকলে আসব কেন,স্পষ্টবক্তা মমতা
এই সময়: মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিধানসভায় প্রশ্নোত্তর এড়িয়ে যাওয়ার অভিযোগে বহু দিন হইহট্টগোল করে সভা ছেড়ে বেরিয়ে গিয়েছেন বামেরা৷ শুক্রবারও এর পুনরাবৃত্তি ঘটায় বামেদের পাল্টা আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ আত্মপক্ষ সমর্থনে তাঁর অভিযোগ, বামেরা প্রশ্ন জমা দেন না বলেই তিনি উত্তর দেওয়ার সুযোগ পান না৷ মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, 'প্রশ্ন না-থাকলে আমার যখন ইচ্ছা হবে আসব৷' বামেরা অবশ্য মমতার অভিযোগ খণ্ডন করতে বিরতির সময়ে অধ্যক্ষের ঘরে গিয়ে অগ্রিম পেশ করা প্রশ্নমালার প্রতিলিপি জমা দেন৷ তাঁদের দাবি, মে মাসের শেষ দিকে এই প্রশ্নগুলি বিধানসভার সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়া হয়েছিল মুখ্যমন্ত্রীর জবাবের প্রত্যাশায়৷ কিন্ত্ত তার কোনওটিই বিধানসভায় উত্থাপনের সুযোগ দেওয়া হয়নি তাঁদের৷
বিধানসভায় মুখ্যমন্ত্রীর হাজিরা সংক্রান্ত বিতর্কে এ পর্যন্ত বহুবার জল ঘোলা হলেও, এ নিয়ে প্রকাশ্যে কোনও দিনই প্রতিক্রিয়া দিতে শোনা যায়নি মমতা বন্দ্যোপাধ্যায়কে৷ অবশ্য চলতি অধিবেশেনই পুলিশ বাজেট নিয়ে আলোচনার দিন বিধানসভার বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রের বিবৃতির মান নিয়ে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী৷ সে দিন নিজের দলের কয়েকজন বিধায়ক ছাড়াও কংগ্রেসের শাওনি সিংহরায়ের বক্তৃতার প্রশংসা করেন মমতা৷ কিন্ত্ত সূর্যবাবুর বিবৃতির গুনমান নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি৷ এ বার বামেদের বিরুদ্ধে প্রশ্ন পেশে ব্যর্থতার অভিযোগ তুলে হাজিরা-বিতর্কে বামেদের অস্ত্র ভোঁতা করে দেওয়ার চেষ্টা করলেন মমতা৷
অধিবেশন চলাকালীন সাধারণত শুক্রবার বিধানসভায় আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাই এদিনও বামেরা প্রত্যাশা করেছিলেন, সভার কার্যবিবরণীতে মুখ্যমন্ত্রীর উদ্দেশে তাঁদের পেশ করা প্রশ্নের উল্লেখ থাকবে৷ কিন্ত্ত সভার শুরুতে মুখ্যমন্ত্রী স্বয়ং অনুপস্থিত থাকায় হট্টগোল বাধিয়ে দেন বাম বিধায়করা৷ ছিল না তাঁর দপ্তর সংক্রান্ত কোনও প্রশ্নও৷ বামেরা সভা ছেড়ে চলে যাওয়ার পর মুখ্যমন্ত্রী উপস্থিত হন৷ বেলা সাড়ে ১২টা নাগাদ বিরতি ঘোষণার ঠিক আগে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় আক্ষেপ করেন, 'এটা অত্যন্ত পরিতাপের বিষয়৷ বিরোধী দলের আরও ধৈর্যশীল হওয়া উচিত৷ তাঁরা মুখ্যমন্ত্রীর জন্য আরও একটু অপেক্ষা করতে পারতেন৷ মুখ্যমন্ত্রী একাধিক দিন সদনে এসেছেন৷ প্রয়োজনে বিবৃতিও দিয়েছেন৷' অধ্যক্ষ কথা শেষ করা মাত্র মুখ্যমন্ত্রী উঠে দাঁড়িয়ে বলেন, 'প্রশ্নই যদি না-দেয়, কেন আসব? প্রশ্ন না-থাকলে আমার যখন ইচ্ছা হবে আসব৷ এমনি এলে তো সময় নষ্ট৷ প্রশ্ন না-দিলে আসব কেন?' মুখ্যমন্ত্রীর অভিযোগ, বামেদের পক্ষ থেকে কেবল জমি সংক্রান্ত একটিই প্রশ্ন পেশ করা হয়েছিল৷ কিন্ত্ত সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে আদালতে মামলা চলছে বলে তাঁর পক্ষে জবাব দেওয়া সম্ভব নয়৷
ডোমকলের সিপিএম বিধায়ক আনিসুর রহমান বলেন,'আমরা প্রশ্ন জমা দিয়েছি কি না, তার প্রমাণ তো হাতেনাতেই দিয়ে এলাম৷ মে মাসের ২৬, ২৭, ২৮ তারিখ নাগাদ আমরা বিধানসভার কোয়েশ্চেন সেকশনে সমস্ত প্রশ্ন জমা দিয়েছিলাম৷ আজ পর্যন্ত অন্তত ৩০০টিরও বেশি প্রশ্ন পেশ করা হয়েছে মুখ্যমন্ত্রীর জন্য৷ তার একটিরও জবাব দেননি উনি৷'
বিধানসভায় মুখ্যমন্ত্রীর হাজিরা সংক্রান্ত বিতর্কে এ পর্যন্ত বহুবার জল ঘোলা হলেও, এ নিয়ে প্রকাশ্যে কোনও দিনই প্রতিক্রিয়া দিতে শোনা যায়নি মমতা বন্দ্যোপাধ্যায়কে৷ অবশ্য চলতি অধিবেশেনই পুলিশ বাজেট নিয়ে আলোচনার দিন বিধানসভার বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রের বিবৃতির মান নিয়ে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী৷ সে দিন নিজের দলের কয়েকজন বিধায়ক ছাড়াও কংগ্রেসের শাওনি সিংহরায়ের বক্তৃতার প্রশংসা করেন মমতা৷ কিন্ত্ত সূর্যবাবুর বিবৃতির গুনমান নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি৷ এ বার বামেদের বিরুদ্ধে প্রশ্ন পেশে ব্যর্থতার অভিযোগ তুলে হাজিরা-বিতর্কে বামেদের অস্ত্র ভোঁতা করে দেওয়ার চেষ্টা করলেন মমতা৷
অধিবেশন চলাকালীন সাধারণত শুক্রবার বিধানসভায় আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাই এদিনও বামেরা প্রত্যাশা করেছিলেন, সভার কার্যবিবরণীতে মুখ্যমন্ত্রীর উদ্দেশে তাঁদের পেশ করা প্রশ্নের উল্লেখ থাকবে৷ কিন্ত্ত সভার শুরুতে মুখ্যমন্ত্রী স্বয়ং অনুপস্থিত থাকায় হট্টগোল বাধিয়ে দেন বাম বিধায়করা৷ ছিল না তাঁর দপ্তর সংক্রান্ত কোনও প্রশ্নও৷ বামেরা সভা ছেড়ে চলে যাওয়ার পর মুখ্যমন্ত্রী উপস্থিত হন৷ বেলা সাড়ে ১২টা নাগাদ বিরতি ঘোষণার ঠিক আগে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় আক্ষেপ করেন, 'এটা অত্যন্ত পরিতাপের বিষয়৷ বিরোধী দলের আরও ধৈর্যশীল হওয়া উচিত৷ তাঁরা মুখ্যমন্ত্রীর জন্য আরও একটু অপেক্ষা করতে পারতেন৷ মুখ্যমন্ত্রী একাধিক দিন সদনে এসেছেন৷ প্রয়োজনে বিবৃতিও দিয়েছেন৷' অধ্যক্ষ কথা শেষ করা মাত্র মুখ্যমন্ত্রী উঠে দাঁড়িয়ে বলেন, 'প্রশ্নই যদি না-দেয়, কেন আসব? প্রশ্ন না-থাকলে আমার যখন ইচ্ছা হবে আসব৷ এমনি এলে তো সময় নষ্ট৷ প্রশ্ন না-দিলে আসব কেন?' মুখ্যমন্ত্রীর অভিযোগ, বামেদের পক্ষ থেকে কেবল জমি সংক্রান্ত একটিই প্রশ্ন পেশ করা হয়েছিল৷ কিন্ত্ত সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে আদালতে মামলা চলছে বলে তাঁর পক্ষে জবাব দেওয়া সম্ভব নয়৷
ডোমকলের সিপিএম বিধায়ক আনিসুর রহমান বলেন,'আমরা প্রশ্ন জমা দিয়েছি কি না, তার প্রমাণ তো হাতেনাতেই দিয়ে এলাম৷ মে মাসের ২৬, ২৭, ২৮ তারিখ নাগাদ আমরা বিধানসভার কোয়েশ্চেন সেকশনে সমস্ত প্রশ্ন জমা দিয়েছিলাম৷ আজ পর্যন্ত অন্তত ৩০০টিরও বেশি প্রশ্ন পেশ করা হয়েছে মুখ্যমন্ত্রীর জন্য৷ তার একটিরও জবাব দেননি উনি৷'
No comments:
Post a Comment