Friday, June 27, 2014

পাচারের দেড় মাস পর ছাত্রী ফিরল শিক্ষকদের উদ্যোগে

পাচারের দেড় মাস পর ছাত্রী ফিরল শিক্ষকদের উদ্যোগে

Kidnapped
এই সময়: স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয়েছিল মেয়েটি৷ বাসন্তীর একটি স্কুলে ক্লাস নাইনের ছাত্রী৷ মীন ধরেন মা, বাবা রাজমিস্ত্রির জোগাড়ে৷ নদীর চরে বাস হতদরিদ্র পরিবারটির৷ মেয়ে স্কুল থেকে না ফেরায় খোঁজাখুঁজি শুরু করেন বাবা-মা৷ সেটা সেই ২৬ এপ্রিলের কথা৷ নিখোঁজ ডায়েরি হয়৷ ২৮ তারিখ মেয়েটির মামার মোবাইলে ফোন আসে অচেনা নম্বর থেকে৷ আর্তনাদ করে মেয়েটি জানায়, ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে তাকে ভুলিয়ে দিল্লিতে পাচার করেছে এলাকারই এক তরুণী৷ নিয়ে আসা ইস্তক চলছে মারধর৷ 'খারাপ কাজ' করতে বলা হচ্ছে৷ বিক্রি করে দেওয়ার কথাও সে শুনেছে৷ ফোনের কথা এবং নম্বরটি জানানো হয় বাসন্তী থানায়৷ অভিযোগ, হেলদোল হয়নি পুলিশের৷ থানার তরফে জানিয়ে দেওয়া হয়, এখন ভোট৷ কিছুই করার নেই!

মে মাসের ৫ তারিখে ফের ফোন আসে৷ গাজিয়াবাদের একটি বাড়িতে তাকে রাখা হয়েছে বলে জানায় মেয়েটি৷ জানানো হয় থানায়৷ পুলিশ অবশ্য এ বারও সক্রিয় হয়নি৷ আবারও সেই ভোটের অজুহাত৷ হতদরিদ্র পরিবারটির যন্ত্রণা বাড়তে থাকে৷ তবে পরিবারটির পাশে এসে দাঁড়ান মেয়েটির স্কুলের শিক্ষকেরা৷ তাঁরাই থানা থেকে শুরু করে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পুলিশের ঊর্ধ্বতন মহল এবং দিল্লিতে স্বেচ্ছাসেবী সংগঠন 'শক্তিবাহিনী'র সঙ্গে যোগাযোগ করেন৷ শক্তিবাহিনী সবটা জানায় দিল্লি পুলিশকে৷

আর দিল্লি পুলিশ তল্লাশিতে নামতেই বিপদ টের পায় পাচারচক্র৷ বদলাতে থাকে মেয়েটির ঠিকানা৷ ৩১ মে ফের ফোনে মেয়েটি জানায়, তাকে কলকাতার তপসিয়ার জনৈক রাজুর হাতে তুলে দেওয়া হয়েছে৷ স্কুলের শিক্ষকরা সঙ্গে সঙ্গেই সে খবর পৌঁছে দেন জেলা পুলিশে৷ এক আধিকারিকের সূত্রে ফোন নম্বর ট্র্যাক করে অবশ্য জানা যায়, মোবাইলটির টাওয়ার লোকেশন তখনও দিল্লিতেই৷ জানা যায়, নম্বরটি বাসন্তীরই বাসিন্দা এক তরুণীর নামে ইস্যু করা৷ অভিযোগ, তার পরেও, ভোটের ফলপ্রকাশের পর ১৫ দিন কেটে যাওয়া সত্ত্বেও, টনক নড়েনি বাসন্তী থানার৷ দিল্লি পুলিশের তাড়া খেয়ে শেষে পারাচরচক্র জুনের দ্বিতীয় সপ্তাহে মেয়েটিকে ফিরিয়ে আনে রাজ্যে৷ ১৩ জুন মেয়েটিকে তুলে দেওয়া হয় ক্যানিংয়ের ট্রেনে৷ এই পর্বে চক্রের তরফেই ফোনে যোগাযোগ করা হয় মেয়েটির পরিবারের সঙ্গে৷ সে ফোনের কথা জানানো হলেও বাসন্তী থানার পুলিশ এমনকী ক্যানিং স্টেশনে যাওয়ারও প্রয়োজন মনে করেনি বলে দাবি পরিবারের৷ পরিজন এবং স্কুলের শিক্ষকরাই মেয়েটিকে ফিরিয়ে আনেন ঘরে৷

দেড় মাস ধরে টানা লাঞ্ছনার শিকার হয়ে সে তখন রোগাক্রান্ত, বিপন্ন৷ সেই অবস্থাতেও অবশ্য তার বাড়ি যেতে রাজি হয়নি বাসন্তীর পুলিশ৷ থানায় ডেকে পাঠানো হয়৷ চাইল্ড লাইনের সাহায্যে এর পর মেয়েটির আশ্রয় হয় হোমে৷

কিন্ত্ত পাচারচক্রের টিকি ছোঁওয়া যায়নি৷ 'যাবে কী করে, তদন্তে যে গরজই নেই থানার', অভিযোগ মেয়েটির স্কুলের এক শিক্ষকের৷ এই উদাসীনতার কারণেই দেড় মাস ধরে ধর্ষিত হতে হয়েছে মেয়েটিকে৷ হতাশ মেয়েটির পরিবার এবং স্কুলের শিক্ষকরা বলছেন, সুন্দরবন থেকে কিশোরী-তরুণীদের পাচার-প্রবাহে বাঁধ দেওয়ার জন্যেই চক্রের মাথাদের খুঁজে বার করার দরকার ছিল৷ ছিল উপযুক্ত শাস্তিবিধানের৷ পুলিশের গাফিলতিতে চক্রেরই পোয়া বারো৷ আরও কত মেয়ের সর্বনাশের পর টনক নড়বে প্রশাসনের? বাসন্তী থানার ওসি কৌশিক কুণ্ডুর যদিও দাবি, 'চাঁইদের খোঁজে তদন্ত চলছে৷' যদিও মেয়েটির উদ্ধারের এক পক্ষকাল পরেও সে তদন্তে ইতিবাচক কিছু ঘটেনি এখনও৷

No comments:

Post a Comment