মানালিতে দুর্ঘটনা, নিখোঁজ ২০ ছাত্র
মানালি: হিমাচল প্রদেশের মানালির কাছে এক দুর্ঘটনায় নিখোঁজ হলেন হায়দরাবাদের ২৪ জন ইঞ্জিনিয়ারিং ছাত্রছাত্রী সহ মোট ২৬ জন পর্যটক৷ রবিবার সন্ধ্যা ছ'টা নাগাদ মানালির কাছে লারজি বাঁধ থেকে বিপাশা নদীতে জল ছাড়া হয়৷ তখন ওই পর্যটকরা সেই এলাকাতেই উপস্থিত ছিলেন৷ মান্ডির কাছে বিপাশা নদীতে আচমকাই জল ছাড়া শুরু হলে তাঁরা তলিয়ে যান৷ উদ্ধার কাজ শুরু হয়েছে৷ কিন্ত্ত দুর্ঘটনার প্রতিবাদে মানালি-কিরাতপুর হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা৷ মানালি যাওয়ার হাইয়ের কাছেই মান্ডিতে বিপাশা নদীর উপর এই লারজি বাঁধ অবস্থিত৷ বেশ কয়েকদিন ধরে গরমের জন্য বাঁধে জলের পরিমাণ বাড়ছিল৷ রবিবার খবর না দিয়ে আচমকাই সেই জল ছাড়াতেই এই দুর্ঘটনা ঘটে৷
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনার সময় নদীর পাড়ে দাঁড়িয়ে ছবি তুলছিলেন কয়েকজন ছাত্রী৷ হঠাত্ করে নদীর জল বেড়ে যাওয়ায় সবার সঙ্গে তাঁরাও ভেসে যান৷ মোট ১৮ জন ছাত্র ও ৬ জন ছাত্রী দুর্ঘটনার শিকার হয়েছেন বলে এখনও পর্যন্ত জানা গিয়েছে৷ একজন শিক্ষক এবং পর্যটক দলের এক ম্যানেজারও বিপাশায় তলিয়ে গিয়েছেন৷ ওই ছাত্রছাত্রীরা সবাই হায়দরাবাদের ভিএনআর বিজ্ঞান জ্যোতি ইঞ্জিনিয়ারিং কলেজের পড়ুয়া৷ ওই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ৪৬ জনের একটি দলের সঙ্গেই তাঁরা হিমাচলপ্রদেশে বেড়াতে গিয়েছিলেন৷ খবর পেয়েই সোমবার হিমাচলের উদ্দেশ্যে রওনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তেলেঙ্গানার স্বরাষ্ট্রমন্ত্রী নায়নী নরশিমা৷ ক্ষোভ প্রকাশ করেছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও৷ রাজ্য সরকার সূত্রে জানানো হয়েছে, দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিদের জীবিত উদ্ধার করার আশা খুবই ক্ষীণ৷ উল্লেখ্য, লারজি বাঁধ মান্ডি এলাকার পাশে বিপাশা (স্থানীয় পরিভাষায় 'বিয়াস') নদীর উপরে অবস্থিত৷ সেখানে ১২৬ মেগাওয়াট জলবিদ্যুত্ উত্পাদনের একটি কেন্দ্রও রয়েছে৷ তীব্র গরমের কারণেই এ দিন সন্ধেবেলা হঠাত্ করে এখানে জল ছাড়া হয় বলে খবর৷ তবে তার আগে কোনও সতর্কবার্তা কেন দেওয়া হল না, সে বিষয়ে ধোঁয়াশা রয়েছে৷
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনার সময় নদীর পাড়ে দাঁড়িয়ে ছবি তুলছিলেন কয়েকজন ছাত্রী৷ হঠাত্ করে নদীর জল বেড়ে যাওয়ায় সবার সঙ্গে তাঁরাও ভেসে যান৷ মোট ১৮ জন ছাত্র ও ৬ জন ছাত্রী দুর্ঘটনার শিকার হয়েছেন বলে এখনও পর্যন্ত জানা গিয়েছে৷ একজন শিক্ষক এবং পর্যটক দলের এক ম্যানেজারও বিপাশায় তলিয়ে গিয়েছেন৷ ওই ছাত্রছাত্রীরা সবাই হায়দরাবাদের ভিএনআর বিজ্ঞান জ্যোতি ইঞ্জিনিয়ারিং কলেজের পড়ুয়া৷ ওই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ৪৬ জনের একটি দলের সঙ্গেই তাঁরা হিমাচলপ্রদেশে বেড়াতে গিয়েছিলেন৷ খবর পেয়েই সোমবার হিমাচলের উদ্দেশ্যে রওনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তেলেঙ্গানার স্বরাষ্ট্রমন্ত্রী নায়নী নরশিমা৷ ক্ষোভ প্রকাশ করেছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও৷ রাজ্য সরকার সূত্রে জানানো হয়েছে, দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিদের জীবিত উদ্ধার করার আশা খুবই ক্ষীণ৷ উল্লেখ্য, লারজি বাঁধ মান্ডি এলাকার পাশে বিপাশা (স্থানীয় পরিভাষায় 'বিয়াস') নদীর উপরে অবস্থিত৷ সেখানে ১২৬ মেগাওয়াট জলবিদ্যুত্ উত্পাদনের একটি কেন্দ্রও রয়েছে৷ তীব্র গরমের কারণেই এ দিন সন্ধেবেলা হঠাত্ করে এখানে জল ছাড়া হয় বলে খবর৷ তবে তার আগে কোনও সতর্কবার্তা কেন দেওয়া হল না, সে বিষয়ে ধোঁয়াশা রয়েছে৷
No comments:
Post a Comment