Monday, June 9, 2014

'নিষ্ঠুর' বিপাশা: হিন্দি না-জানাই হল কাল

'নিষ্ঠুর' বিপাশা: হিন্দি না-জানাই হল কাল

beas
এই সময় ডিজিটাল ডেস্ক: হিমাচল প্রদেশের থলৌটের মান্ডিতে বাঁধ দুর্ঘটনার জেরে বিদ্যুত্‍‌ বোর্ডের দুই ইঞ্জিনিয়ারকে বরখাস্ত করল সরকার। বাঁধ থেকে হঠাত্‍‌ জল ছাড়ায় তাতে বিপাশা নদীতে তলিয়ে যান ২৪ জন ইঞ্জিনিয়ারিং ছাত্র-সহ মোট ২৬ জন। এখনও পর্যন্ত ২ মহিলা-সহ ৫ ছাত্রের দেহ উদ্ধার হয়েছে। জানা গিয়েছে হিন্দি না জানাই কাল হয়েছে নিখোঁজদের। বেশ কয়েকজনের মতে, জল ছাড়ার সময়ে তাঁদের চিত্‍‌কার করে সতর্ক করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু তাঁরা কিছু বুঝতে পারেননি।

জানা গিয়েছে, নিখোঁজ ছাত্ররা অন্ধ্র প্রদেশের হায়দরাবাদের বাসিন্দা। নিখোঁজ ২১ জনের মধ্যে ৪ জন মহিলাও রয়েছেন। এঁদের মধ্যে অধিকাংশই বিএনআর ইঞ্জিনিয়ারিং কলেজ হায়দরাবাদের বিটেকের পড়ুয়া। লারজি হাইড্রো প্রোজেক্টের ড্যাম থেকে হঠাত্‍‌ জল ছাড়ায় বিপাশা নদীর স্তর বেড়ে যায়।

নিখোঁজ ছাত্রের পরিবারের লোকেরা এবং তেলেঙ্গানার স্বরাষ্ট্রমন্ত্রী অধিকারীদের একটি দলের সঙ্গে ঘটনাস্থলে পৌঁছন। ঘটনাস্থলে পৌঁছন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী বীরভদ্র সিং, কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী স্মৃতি ইরানি। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি যথাসম্ভব সাহায্যের আশ্বাস দিয়েছেন স্মৃতি ইরানি।

তবে ঘটনার জন্য ওই ছাত্রদের শিক্ষককেই দায়ী করেছেন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিং। তিনি বলেন, 'ছাত্রদের নিরাপত্তার দায়িত্ব শিক্ষকদেরই বহন করা উচিত ছিল।' জল ছাড়ার আগে অ্যালার্ম বেল বাজানো হয়নি বলে যে অভিযোগ আনা হয়েছিল, তা-ও অস্বীকার করেছেন মুখ্যমন্ত্রী। Himachal CM Virbhadra Singh stoked controversy on Monday after attempting to shift the blame of the Beas tragedy on the teachers saying that they should've been cautious with the students.

Singh also denied the allegation that the alarm bell was not sounded before releasing the water. - See more at: http://www.eni.network24.co/india/himachal-cm-blames-teachers-for-beas-tragedy-10481_2#sthash.zm9cKKRl.dpuf 

লারজি হাইড্রো প্রোজেক্ট বাঁধের কর্তৃপক্ষকেই ঘটনার জন্য দায়ী করেছেন স্থানীয়রা। না-জানিয়ে বাঁধের জল ছাড়া হয়েছে বলে অভিযোগ এনেছেন তাঁরা। এর বিরোধিতায় পথ অবরোধও করেন স্থানীয় বাসিন্দারা। তবে বেশ কয়েকজনের আশঙ্কা, হিন্দি ভাষা এবং সিটির আওয়াজ বুঝতে না-পারায় তাঁরা সতর্ক হতে পারেনি।

ঘটনায় দুই ইঞ্জিনিয়ারকে বরখাস্ত করা হয়েছে। বিদ্যুত্‍‌ বোর্ডের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার (উত্‍‌পাদন) মন্দীপ সিং এবং এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার (সিভিল) মোহিন্দর সিং ধতওয়ালিয়াকে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি এক ফিটারের বিরুদ্ধেও পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে।

হেল্পলাইন নম্বরও জারি করা হয়েছে। 040-23202813 (অন্ধ্র প্রদেশ), 9440815887 (অন্ধ্র প্রদেশ), 01905-223374 (মান্ডি, হিমাচল প্রদেশ)-- এই নম্বরে ফোন করলে ঘটনার সঙ্গে সম্পর্কযুক্ত নানান তথ্য জানা যাবে।

No comments:

Post a Comment