আল কায়দা যুক্তরাষ্ট্রের সৃষ্টি : হিলারি
যুগান্তর ডেস্ক
প্রকাশ : ০২ জুন, ২০১৪
আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন ‘আল কায়দা’ যুক্তরাষ্ট্রের সৃষ্টি বলে জানালেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। শনিবার ফক্স টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই গোপন বার্তা ফাঁস করলেন। আফগানিস্তানে তৎকালীন সোভিয়েত বাহিনীকে পরাস্ত করতেই যুক্তরাষ্ট্র আল কায়দা বাহিনী সৃষ্টি করেছে বলে হিলারি ক্লিনটনের করা এমন মন্তব্যের পর খোদ যুক্তরাষ্ট্রেই বিতর্কের ঝড় উঠেছে।
১৯৮০ থেকে ১৯৯৪ সালের এই সময়ের মধ্যে আফগানিস্তানে একটি সশস্ত্র বাহিনী তৈরিতে যুক্তরাষ্ট্র প্রায় ৫৩ মিলিয়ন ডলার খরচ করেছিল। আর এই পুরো প্রকল্পটি নিয়ন্ত্রণ করা হতো পাকিস্তানভিত্তিক একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে।
ওই প্রকল্পের আওতায় আফগানিস্তানের বাচ্চাদের পাঠ্যপুস্তকে সন্ত্রাস ও মরণাস্ত্র সম্পর্কিত অনেক প্রবন্ধ প্রকাশ করে হয়েছিল। শুধু তাই নয় সোভিয়েত বাহিনীর বিরুদ্ধে লড়াই করার জন্য কোন কোন অস্ত্র ব্যবহার করলে ভালো হবে এমন তথ্যও অনায়াসে দেয়া হয়েছিল সেসময় পাঠ্যপুস্তকগুলোতে। এছাড়াও ইংরেজি বর্ণমালা পরিচয়ে বিভিন্ন উস্কানিমূলক শব্দ ও বাক্য নিয়ম করে পড়ানো হতো। যেমন ইংরেজি ‘টি’তে ‘টুফাঙ (বন্দুক- জাবেদ বন্দুক হাতে মুজাহিদিনে যুক্ত হয়)’ এবং ‘জে’তে জিহাদ শেখানো হতো। এমনকি গণনা শেখানোর সময় ৫ বন্দুক + ৫ বন্দুক = ১০ বন্দুক শেখানো হতো।
No comments:
Post a Comment