ম্যানহোলে ২২ বছরের সংসার!
যুগান্তর ডেস্ক
প্রকাশ : ০২ জুন, ২০১৪
দীর্ঘ ২২ বছর ওরা তিনজনে পাকাপাকিভাবে থাকছে ম্যানহোলের ভেতরই। একটু মাথা গোঁজার ঠাঁই না থাকায় আশ্রয় হিসেবে কলোম্বিয়ার মেডেলিনের রাস্তার ম্যানহোলকেই বেছে নিয়েছেন এই দম্পতি।
সঙ্গে রয়েছে একমাত্র পোষা কুকুর। ইন্টারনেট দুনিয়ায় এমন খবর প্রকাশের পর রীতিমতো হইহই পড়ে যায়। খবরে বলা হয় এই দম্পতি সবসময় আতংকে আছে, কখন তাদের সরকারে এসে উৎখাত করে দেয়।
এরপর এগিয়ে আসে কলম্বিয়ার সরকার। ম্যানহোলের ভেতর দীর্ঘ ২২ বছর সংসার করা ওই দম্পতিকে সরকারের পক্ষ থেকে প্রস্তাব দেয়া হয় সরকারি আবাসনে থাকার। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দম্পতি জানায় তারা এই ম্যানহোলেই ভালো আছে, জীবনের বাকিটা সময় এই ম্যানহোলেই থাকতে চায়। ৬২ বছর বয়সী গৃহকর্তার নাম মিগুয়েল রেসট্রিপো।
ম্যানহোলটিকে আবাসযোগ্য করে তোলার জন্য দম্পতি প্রচুর পরিশ্রম করে। একচিলতে জায়গার মধ্যে ছোট্ট রান্নাঘর, বিছানা, চেয়ার, রঙিন টেলিভিশন, বৈদ্যুতিক পাখাও আছে ম্যানহোলটির ভেতরে। ৪.৫ ফুট বাই ১০ ফুটের এ ম্যানহোলটি উচ্চতায় মাত্র ৬.৫ ফুট। আর এ ছোট জায়গাতেই ওরা দিব্যি বেঁচে আছে। বৃষ্টি এলে চুয়ে চুয়ে পানি পড়ে; সব ভিজিয়ে দেয়।
এসবের পরও ৬২ বছর বয়সী এ বৃদ্ধ স্ত্রী মারিয়া গার্সিয়া আর ব্লাকি নামের কালো কুকুরটিকে নিয়ে বেশ আছেন। জিনিউজ।
No comments:
Post a Comment