Tuesday, June 10, 2014

টঙ্গীতে দুর্ঘটনার পর মহাসড়কে তুলকালাম ২ ছাত্রী গুরুতর আহত, অবরোধ, ব্যাপক ভাংচুর

টঙ্গীতে দুর্ঘটনার পর মহাসড়কে তুলকালাম

২ ছাত্রী গুরুতর আহত, অবরোধ, ব্যাপক ভাংচুর

টঙ্গী (গাজীপুর) সংবাদদাতা
গতকাল মঙ্গলবার দুপুরে টঙ্গীর কলেজগেট শফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজের দুই ছাত্রী মহাসড়ক পার হওয়ার সময় মালবাহী পিকআপের চাকায় পিষ্ট হয়ে উভয়ের নিম্নাঙ্গ থেতলে যায়। আশংকাজনক অবস্থায় তাদের প্রথমে রাজধানীর বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিত্সক উন্নত চিকিত্সার জন্য ছাত্রী লুব্বাকে (১৪) এ্যাপোলো হাসপাতালে ও ছোঁয়াকে (১৫) পঙ্গু হাসপাতালে স্থানান্তর করেন। তারা দুজনেই ওই বিদ্যালয়ের অষ্টম শ্রেণি (ক) শাখার ছাত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিদ্যালয় ছুটিশেষে লুব্বা ও ছোঁয়া ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিল। এসময় টঙ্গীবাজার থেকে চাল-ডালবোঝাই পিকআপ তাদেরকে চাপা দেয়। আহতরা মারা গেছে এমন গুজব স্কুলে পৌঁছলে বিক্ষুব্ধ ছাত্ররা স্কুল থেকে বেরিয়ে দুপুর ১২টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এক পর্যায়ে তারা মহাসড়কে আটকেপড়া তিন শতাধিক যানবাহনে ভাংচুর চালায়। উত্তেজিত ছাত্ররা পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দিলে গাড়িটি ভস্মীভূত হয়। ছাত্র-জনতা পিকআপের চালক ও হেলপারকে আটক করে পুলিশে হস্তান্তর করেছে। গাজীপুর জেলা প্রশাসক মো. নূরুল ইসলাম, পুলিশ সুপার আবদুল বাতেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে বিক্ষুব্ধ ছাত্ররা বেলা আড়াইটায় অবরোধ তুলে নেয়, মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

The Daily Ittefaq

No comments:

Post a Comment