কাল শুরু ফুটবল বিশ্বযুদ্ধ
স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১১ জুন, ২০১৪
রুদ্ধশ্বাস অপেক্ষা এখন শুধু। অপেক্ষা বছরের নয়, মাসের নয়। নয় আর সপ্তাহ কিংবা দিনের হিসাবের কাটাকুটি কিংবা হিসব-নিকাশ। হিসাবটা এখন এসে দাঁড়িয়েছে মাত্র কিছু ঘণ্টায়। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপ শুরু হতে ঘণ্টা, মিনিট আর সেকেন্ড গণনার সময় এখন। তারপরই দিন পেরিয়ে সাও পাওলোতে পর্দা উঠে যাবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবলের বিশ্ব লড়াইয়ের মঞ্চ বিশ্বকাপ ফুটবলের। শুধু ব্রাজিল কিংবা অংশ নিতে যাওয়া ৩২টি দেশ নয়, সেই মহার্ঘ শুরুর জন্য এখন বিশ্বের কোনায় কোনায় প্রতীক্ষায় শতকোটি মানুষ, তারও দ্বিগুণ চোখ।
লাতিন আমেরিকার দেশ ব্রাজিল পাঁচবারের চ্যাম্পিয়ন। ফুটবলের প্রতিশব্দ বলতে বোঝায় তাদের। ফুটবলপ্রেমী হতে শুধু ব্রাজিল শব্দটা আর খেলা দেখতে জানলেই চলে। খুব বোদ্ধা বা পণ্ডিতও হতে হয় না। বিশ্ব মানচিত্র সম্পর্কেও অগাধ জ্ঞান রাখতে হবে, তাও নয় মোটে। কিন্তু বিশ্বকাপ ফুটবল এমনই এক মহাযজ্ঞ, এই বাংলাদেশেই এখন সাও পাওলো কিংবা করিন্থিয়ান্স অ্যারেনা শব্দগুলো বেশ শোনা যাচ্ছে পথে-ঘাটেও। ব্রাজিলের শহর সাও পাওলোতে ২ কোটি মানুষের বাস। আর স্টেডিয়াম করিন্থিয়ান্স অ্যারেনায় আগামীকাল রাত ১২টায় (বাংলাদেশ সময়) শুরু হবে ব্যয়বহুল বিশ্বকাপের জমজমাট উদ্বোধনী অনুষ্ঠান। এরপর রাত ২টায় ব্রাজিল-ক্রোয়েশিয়া ম্যাচ দিয়ে শুরু হবে এবারের লাতিন আমেরিকান বিশ্বকাপের যাত্রা। চ্যাম্পিয়ন বরণ করে নেয়ার প্রহর গোনার শুরু ওখানেই। ১৩ জুলাই শেষ হবে যে পালা। অপেক্ষার পালা পেরিয়ে সেদিনই মিলবে ব্রাজিল বিশ্বকাপের চ্যাম্পিয়নের দেখা। ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে যে আসরের শেষ হবে। সেই সঙ্গে ৪ বছরের জন্য নতুন বিশ্ব ফুটবল সম্রাটের পথ চলাও হবে শুরু।
সেই শেষ ও শুরুর আগেই বিশ্বকাপ শুরুর অপেক্ষায়ই চলেছে এতদিনের ‘কাউন্টডাউন’। সমর্থকদের গা গরম করা তর্ক-বিতর্কের সময়ও কিন্তু শুরু হল বলে। আর এই শেষ সময়টাতে কিছু সাধারণ তথ্যও ঝালিয়ে নিচ্ছেন ভক্তরা। সেই ২০০৭ সালে অপ্রতিদ্বন্দ্বী হিসেবেই ব্রাজিল পায় ২০১৪ বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব। ১৯৫০ সালের পর আবার ব্রাজিলে যায় বিশ্বকাপ ফুটবল আসর। দক্ষিণ আমেরিকায় যা গেল পঞ্চমবারের মতো। আর সেই আসরে ৫ মহাদেশের ৩২টি দেশ নামছে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে। ৩১টি দেশ (ব্রাজিল ছাড়া) এসেছে বাছাইপর্বের লড়াই পেরিয়ে। ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপ থেকে শুরু করে পরের সব বিশ্বকাপের চ্যাম্পিয়নরাই আছে এবারের আসরে। ৩২ দিনে ব্রাজিলের ১২টি শহরে মোট ৬৪ ম্যাচের বিশ্বকাপ এটি। নিদেন পক্ষে অংশ নিচ্ছে যে দল গ্র“প স্টেজ বা প্রথম পর্ব না পেরুতে পারলেও তাদের পকেটে যাবে ৮ মিলিয়ন ডলার। আর চ্যাম্পিয়নের জন্য তো নির্ধারিত ৩৫ মিলিয়ন ডলারের উপহার।
তবে ডলার, ইউরো, পাউন্ড কিংবা বিশ্বের যে কোনো মুদ্রার ওপরে অবস্থান বিশ্বকাপ চ্যাম্পিয়ন মর্যাদার। আর সেই মর্যাদার লড়াই শুরু হল বলে। এর আগে যে চারবার লাতিন আমেরিকায় গেছে বিশ্বকাপ আয়োজন, কোনোবারই শিরোপা সেই মহাদেশ থেকে বাইরে বের হয়নি। এবারও কি হবে তাই, নাকি ইউরোপ বা চমক হয়ে অন্য কোনো মহাদেশ ছিনিয়ে নেবে তা? এরকম আরও কতশত প্রশ্নের জবাব দিতেই তো এসে গেছে বিশ্বকাপ। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপ ফুটবল।
No comments:
Post a Comment