Monday, June 16, 2014

উত্তর ওয়াজিরিস্তানে দেখামাত্র গুলির নির্দেশ

উত্তর ওয়াজিরিস্তানে দেখামাত্র গুলির নির্দেশ
যুগান্তর ডেস্ক
প্রকাশ : ১৭ জুন, ২০১৪

পাকিস্তান সেনাবাহিনী দেশটির আফগান সীমান্তবর্তী উত্তর ওয়াজিরিস্তানের দেশী-বিদেশী সন্ত্রাসীদের বিরুদ্ধে সমন্বিত অভিযান শুরু করেছে। পাক সরকারের নির্দেশে এ অভিযান শুরু করা হয়েছে এবং এ অভিযানের নাম দেয়া হয়েছে ‘জেরাব-ই-আজাব’। পাকিস্তানের বন্দর নগরী করাচির আন্তর্জাতিক বিমানবন্দরে তালেবানের রক্তক্ষয়ী হামলার এক সপ্তাহ পরে এ হামলা শুরু হল।
উত্তর ওয়াজিরিস্তান থেকে এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, এ অভিযানে অংশ নেয়ার জন্য হাজার হাজার সেনা ওই এলাকায় মোতায়েন করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এ কর্মকর্তা বলেছেন, ‘জেরাব-ই-আজাব’ সেনা অভিযানে ২৫ থেকে ৩০ হাজার সেনা অংশগ্রহণ করবে। আইএসপিআরের মহাপরিচালকের টুইটার বার্তায় উত্তর ওয়াজিরিস্তানের সন্ত্রাসীদের সম্ভাব্য সব আস্তানা এরই মধ্যে ঘেরা করা হয়েছে বলে দাবি করা হয়েছে।
এদিকে সীমান্ত বন্ধ করে দেয়ার জন্য এরই মধ্যে আফগান নিরাপত্তা কর্মকর্তাদেরও আহ্বান জানিয়েছে পাকিস্তান। ডন। অন্যদিকে উত্তর ওয়াজিরিস্তানে দীর্ঘমেয়াদি কারফিউ জারি করা হয়েছে। পাশাপাশি দেখামাত্র গুলির নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। স্থানীয় অধিবাসী এবং গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। কারফিউ অমান্য করায় মিরনশাহ শহরের নিকটবর্তী সারাই দারপা খেল নামক গ্রামে কমপক্ষে দুজনকে গুলি করেছে নিরাপত্তা বাহিনী। এতে তারা গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এই উপজাতি অঞ্চলটিতে গত কয়েক বছর অব্যাহত কারফিউ বলবৎ ছিল। তবে সম্প্রতি কারফিউ তুলে নেয়ার পর সামরিক বাহিনী কেবল দিনেই টহল দিত।
- See more at: http://www.jugantor.com/ten-horizon/2014/06/17/112118#sthash.VgPCmZaW.dpuf

No comments:

Post a Comment