Sunday, June 1, 2014

মুসলমানরা এক কাট্টা হয়ে একই দল বা প্রার্থীকে ভোট দেন --এটা কিছু সাম্প্রদায়িক অন্ধবিশ্বাসী হিন্দু প্রচার ছাড়া আর কিছু না। ভাজপাকে সবচাইতে বেশি ভোট দেন বর্ণহিন্দুরা।


দল হিসেবে হয়তো কংগ্রেস মুসলমানদের একক ভাবে বেশি ভোট পায়, কিন্তু অধিকাংশ মুসলমানদের পছন্দের দল বড় দুই দলের বাইরে। মুসলমানরা এক কাট্টা হয়ে একই দল বা প্রার্থীকে ভোট দেন --এটা কিছু সাম্প্রদায়িক অন্ধবিশ্বাসী হিন্দু প্রচার ছাড়া আর কিছু না। ভাজপাকে সবচাইতে বেশি ভোট দেন বর্ণহিন্দুরা। সবচাইতে বেশি পরিমাণে যখন দেন তখনো সেই সংখ্যা প্রতি দু'জনে এক জন। সুতরাং উলটো যুক্তিতে এটা বরং বলা যেতে পারে, বর্ণহিন্দুরা বড় সাম্প্রদায়িক। এক কাট্টা হয়ে ভোট দেন, যেদিকে দেন। ভাগ্যিস, আমরা না দেবার দলের লোকেরাও সমানেই শক্তিশালী আছি। বরং সামান্য বেশিই। কিন্তু বর্ণহিন্দুরা যে পরিমাণে ভাজপাকে ভোট দেন , তার থেকেও কম পরিমাণে মুসলমান কংগ্রেসকে ভোট দেন। ভাজপার বিজয় সম্ভাবনা যখন বাড়ে তখন মুসলমান ভোটও পেয়ে যায় ৭/৮ শতাংশ। এবারেও পেয়েছে। এর বেশি মনে হয় না কপালে আছে। এই ফাটা কপালের এরা নাম দেয়, মুসলমান সাম্প্রদায়িকতা! ভাবখানা এই যে, হিন্দুর আবার সাম্প্রদায়িকতা হয় বুঝি! একটি দরকারি প্রতিবেদন পড়ুনঃhttp://www.thehindu.com/opinion/op-ed/why-minority-vote-consolidation-did-not-happen/article6070385.ece
Like ·  · 

No comments:

Post a Comment