ঈশানের পুঞ্জমেঘ ব্লগের ৫০০ তম পোষ্ট গতকাল দিয়েছিলেন, Sailen Das! মনে হলো আজ তারই উদযাপন হোক।।তাই এটা লিখে দিলাম......ফেসবুকের জনপ্রিয়তাকে টেক্কা দেয়া কঠিন। এটা ব্লগ পারবে না। আজকাল মোবাইল কোম্পানিগুলোও আন্তর্জালের আর কোনো সুবিধে নাদিলেও ফেসবুকের লোভ দেখিয়ে গ্রাহক টানছে। তাই, অনেকর ধারণা আন্তর্জাল মানেই ফেসবুক। যেমন পুরাণ সাহিত্যের লেখকেরা জানতেন আরকি রাজা মানেই সসাগরা পৃথিবীর রাজা। যেমন পঞ্জিকার বাজারকে টেক্কা দিতে পারে নি রবীন্দ্র রচনাবলী, তেমনি ব্লগ পারবে না ফেসবুককে টেক্কা দিতে । কিন্তু সৃজনশীল মানুষের মধ্যে ব্লগ টিকে থাকবে বলেই আমাদের এখনো আশা। উকিপেডিয়া জানাচ্ছে ১৭ ডিসেম্বর, ১৯৯৭তে যাত্রা শুরু করে ফেব্রুয়ারি ১৬, ২০১১তে দুনিয়া জুড়ে ব্লগার সংখ্যা বেড়ে ১৫ কোটি ছাড়িয়ে গেছে। এই সময়টাই ফেসবুক টুইটারের জনপ্রিয়তার যুগ। অনেকে এই সময় সহজ প্রচারের আশাতে ফেসবুকের নোট লেখার সুবিধের টানে চলে গেছেন। বৃদ্ধির হার কমে গেছে। কিন্তু তার পরেও ব্লগারের সংখ্যা বেড়ে ১৭ কোটি ছাড়িয়েছে। ব্লগ লিখবার বহু মঞ্চ আছে। কিন্তু আমরা যেখানে লিখি, সেই 'ব্লগার্সে'র ব্যবহারকারীই সব চাইতে বেশি---বাকিটা পড়ুন...
No comments:
Post a Comment