Sunday, June 1, 2014

তথ্যপ্রযুক্তি কর্মীর কান ফাটিয়ে ধৃত বাউন্সার

তথ্যপ্রযুক্তি কর্মীর কান ফাটিয়ে ধৃত বাউন্সার

bouncer
এই সময়: ফের শহরের নামী হোটেলে বাউন্সারের তাণ্ডব৷ শনিবার রাতে দক্ষিণ কলকাতার একটি হোটেলে বাউন্সারের ঘুসিতে আহত হয়েছেন তথ্যপ্রযুক্তি সংস্থার এক কর্মী৷ আহত কর্মী অভিরূপ চট্টোপাধ্যায়ের কানে আঘাত লেগেছে বলে অভিযোগ৷ এই ঘটনার পর ভবানীপুর থানায় অভিযোগ জানানো হলে পুলিশ রবিবার সকালে ওই হোটেল থেকে সুব্রত দাস নামে এক বাউন্সারকে গ্রেপ্তার করে৷

কলকাতা শহরে বাউন্সারদের দাপট নতুন ঘটনা না-হলেও, শর্ট স্ট্রিট হত্যাকাণ্ডের পর প্রকাশ্যে এসেছিল তাদের রমরমা৷ বিভিন্ন হোটেল-মালিকদেরও বাউন্সারদের কাজে লাগানোর ক্ষেত্রে সতর্কতা নিতে বলা হয়েছিল৷

ঠিক কী ঘটেছিল শনিবার রাতে? বালিগঞ্জের রিচি রোডের বাসিন্দা অভিরূপবাবুর অভিযোগ, শনিবার রাত সাড়ে এগারোটা নাগাদ একটি গাড়ি করে তাঁরা তিন দম্পতি মিলে মোট ৬ জন ওই হোটেলে যান৷ হোটেলের গ্রাউন্ড ফ্লোরে ডিস্কো থেক রয়েছে৷ সেখানে তাঁরা পৌঁছনোর পর অভিরূপবাবুর পুরোনো দুই বন্ধুও সেখানে পৌঁছে যান৷ তাঁরা দু'জন অবিবাহিত হওয়ায় তাঁদের পথ আগলে দাঁড়িয়ে পড়ে কয়েকজন বাউন্সার৷ তাদের বক্তব্য ছিল, একমাত্র দম্পতিরাই এক্ষেত্রে ভেতরে ঢুকতে পারবেন৷ অভিযোগ, কথা বলার সময় অভিরূপবাবুরা দেখতে পান, আরও কয়েকজন যুবক কোনও সঙ্গিনী ছাড়াই ভেতরে ঢুকছেন৷ এই নিয়ে দু'পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়৷ বচসা থেকে গেটের সামনে ভিড় জমে যায়৷ হঠাত্‍ করেই ভিড়ের মধ্যে থেকে এক বাউন্সার অভিরূপবাবুর কানের পিছনে ঘুসি মারে৷ প্রথম দিকে কে মেরেছে তা বুঝতে না-পেরে অভিরূপবাবুরা সকলেই হোটেলের লবিতে গিয়ে বসেন৷ সে সময় সিসিটিভির ফুটেজ দেখে বোঝা যায়, কোনও রকম প্ররোচনা ছাড়াই কী ভাবে এক বাউন্সার ঘুসি চালিয়েছে৷ দীর্ঘ সময় ওই ভাবে বসে থাকার পর শেষমেশ হোটেল কর্তৃপক্ষ এসে ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেন বলে অভিযোগ অভিরূপবাবুদের৷ ওই ফুটেজ থেকেই বাউন্সারকে চিহ্নিত করা হয়৷ রাত পৌনে বারোটা নাগাদ অভিরূপবাবুরা ভবানীপুর থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন৷ রবিবার সকালে সুব্রত দাসকে গ্রেপ্তার করে পুলিশ৷ জানা গিয়েছে,চিকিত্‍সকেরা আহত অভিরূপবাবুর কানে মাইক্রো সার্জারি করার পরামর্শ দিয়েছেন৷ পুলিশ জানিয়েছে,সোমবার ধৃত বাউন্সারকে আদালতে হাজির করা হবে৷ হোটেল কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছেন, রাতে বিষয়টি মিটে গিয়েছিল৷ সকালে তাঁরা জানতে পারেন, সুব্রতকে গ্রেপ্তার করা হয়েছে৷

No comments:

Post a Comment