Monday, June 16, 2014

দেশের উন্নয়ন এখন নতুন সর্বশক্তিমান দেবতার নাম।.

দেশের উন্নয়ন এখন নতুন সর্বশক্তিমান দেবতার নাম।.


Sushanta Kar10:04am Jun 14
দেশের উন্নয়ন এখন নতুন সর্বশক্তিমান দেবতার নাম। মহাভারতে গোবর্ধন পর্বতের একটি গল্প আছে। গল্পটি আর কিছু না, দেবরাজ ইন্দ্র এবং তাঁর সঙ্গীসাথীকে হটিয়ে একা কৃষ্ণকে সর্বশক্তিমান বলে প্রতিষ্ঠা দেবার গল্প। প্রকৃতির হনন এবং হরণ করে তাঁর বাইরে এক দেবতাকে প্রতিষ্ঠা দেবার গল্প। এখন সেই কৃষ্ণকে ক্ষমতাচ্যুত করে উন্নয়ন দেবতার প্রতিষ্ঠার যুগ। ভাবুন ঠিক এক বছর আগে উন্নয়ন দেবতার ঠেলার তোড়ে কেমন উড়ে গেছিলেন, স্বয়ং ভগবান কেদারনাথ। মোটেও বিচলিত হয় নি তাতে হিন্দুর ধর্ম। এখন মা গঙ্গাকে নিয়ে আগাপাশতলা টান পড়বে। বাবা ব্রহ্মপুত্রও বাদ যাবেন না। এই সমস্ত কাজে বিদেশি পুঁজি নির্বিবাদে আসবে। খোদ সেনাবাহিনিতেই বিদেশি বিনিয়োগ অবাধ করে দেয়া হবে। এই সব শুনে কি, আপনার 'দেশপ্রেম' চাগিয়ে উঠছে? আপনি কি দেশের মানুষকে নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ছেন? মানুষের রুটি, রুজি , জল জঙ্গলে অধিকার নিয়ে লড়াইকে তীব্র করবার কথা ভাবছেন? যেমন ভাবেন অখিল গগৈ কিম্বা মেধা পাটেকর? সাবধান, এই সব প্রতিবাদ এখন আর চলবে না। এখন উন্নয়ন দেবতার যুগ...।সেই দেবতার বিরোধিতা করবেন যিনিই তাঁকেই বিদেশী তহবিলে চালানো ষঢ়যন্ত্র বলে গণবিচ্ছিন্ন করে দেবার সমস্ত আয়োজন হবে...উন্নয়ন দেবতা বিদেশ থেকেই আসবেন, কিন্তু তার বিরোধী নব্যনাস্তিকদের কোনো রকম বিদেশী মদত চলবে না। থুড়ি, কোনো মদত নাথাকলেও এই প্রচার তীব্র করতেই হবে যে এই সব বিদেশী ষঢ়যন্ত্র---যাতে আমাদের 'উন্নয়ন বিলাসী' মধ্যবিত্ত এই সব আন্দোলনকারীদের বিরুদ্ধে 'দেশপ্রেমে'র ধ্বনী তুলে ঝাঁপিয়ে পড়েন, আর ধ্বংস করেন। অথবা উলটে বলা ভালো কৃষ্ণ যেমন কড়ে আঙুলে গোবর্ধন পর্বত তুলে রক্ষা করেছিলেন গোকূলের মানুষজনকে এখন সেভাবেই বিদেশী মদতপ্রাপ্ত এন জি অ-র থেকে রক্ষা করা হবে ভারতবাসীকে, আচ্ছে দিন এই ভাবেই আসবে...b) Foreign Funds are okay if you’re the RSS.

In Britain, Awaaz, South Asia Watch Limited, released an investigative report in 2004 which showed that

a) RSS’s front organizations have received millions of pounds raised from the British public. These funds were collected by the Leicester-based registered charity, Hindu Swayamsevak Sangh (HSS) and its fundraising arm Sewa International.

b) HSS and Sewa International are UK branches of the RSS and the main purpose of their fundraising is to channel money to extremist RSS fronts in India, despite their claim to be nonsectarian, non-religious, non-political and purely humanitarian organizations.

c) Sewa International’s deep connections with the RSS were not made known to donors and the British public who gave funds in good faith for Indian humanitarian causes. These connections were also unknown to patrons of Sewa International appeals. http://kafila.org/2014/06/13/when-are-foreign-funds-okay-a-guide-for-the-perplexed/
When Are Foreign Funds Okay? A Guide for the Perplexed
kafila.org
The Intelligence Bureau has, as we know prepared a document, updating it from the time of the UPA re...

No comments:

Post a Comment