Monday, June 16, 2014

ইতিহাসের হাতছানি ক্লোসার

ইতিহাসের হাতছানি ক্লোসার
রুমেল খান ॥ ‘ভাল খেললে জিতব। ভাগ্য সহায় থাকলে গোল করতে পারব। রেকর্ড নিয়ে মাথা ঘামাচ্ছি না। দল জিতলে যদি আমার রেকর্ড না হয়, তাহলে দলের শিরোপাই কামনা করব।’ কথাগুলো মিরোস্লাভ ক্লোসার। রেকর্ড গড়াই হয় ভাঙ্গার জন্য। মিরোস্লাভ ক্লোসা এবারের ব্রাজিল বিশ্বকাপ খেলতে এসেছেন যতটা না নিজ দেশ জার্মানির শিরোপা জয়ের জন্য, ততটাই আর দুই গোল করে বিশ্বকাপের ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ গোলের মালিকে পরিণত হতে। ২০১০ বিশ্বকাপের আগের ঘটনা। কোচ জোয়াকিম লোকে প্রেস কনফারেন্সে প্রশ্ন করা হয়েছে, ‘ক্লোসার মতো অফ ফর্মের প্লেয়ারকে কেন দক্ষিণ আফ্রিকায় নিয়ে যাচ্ছেন?’ লো নির্বিকার ভঙ্গিতে জবাব দিলেন, ‘কারণ ক্লোসা বিশ্বকাপে গোল করতে জানে!’ ভুল বলেননি লো। তিনি বিশ্বকাপে জার্মানি তৃতীয় হয়েছিল। আর ক্লোসা করেছিলেন চারটি গোল। প্রেক্ষাপট ২০১৪ বিশ্বকাপ। ব্রাজিল বিশ্বকাপ শুরুর আগে দেখা গেল লো আবারও জার্মান চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন এবং তাতে যথারীতি রেখেছেন পুরো মৌসুমে নিষ্প্রভ ও বুড়ো ক্লোসাকে! তবে এবার আর সেই একই প্রশ্ন করা হয়নি লো-কে। কেননা উত্তরটা যে কি হবে, সেটা তো সবারই জানা।
তাছাড়া লো-কে প্রশ্নটা না করার সবচেয়ে বড় কারণ হচ্ছে- ইতিহাস গড়ার খুব কাছাকাছি দাঁড়িয়ে আছেন ৩৬ বছর বয়সী পোলিশ বংশোদ্ভূত ক্লোসা। ব্রাজিল বিশ্বকাপে মাত্র এক গোল করলেই বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা ব্রাজিলের কিংবদন্তি রোনাল্ডোকে ছুঁয়ে ফেলবেন তিনি। গত ৯ জুন ৩৬তম জন্মদিনে রেকর্ডটি নিজের করে নেয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন এই জার্মান তারকা ফরোয়ার্ড। ইতোমধ্যেই নিজ দেশ জার্মানির হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন। গত শুক্রবার বিশ্বকাপের গা-গরমের ম্যাচে আর্মেনিয়ার বিরুদ্ধে এক গোল করে জার্মান কিংবদন্তি জার্ড মুলারকে পেছনে ফেলেন তিনি। ৬-১ গোলের বড় স্কোরলাইনে জেতা ওই ম্যাচে বদলি হিসেবে নেমে গোল করেন তিনি। মাত্র ৬২ ম্যাচে ৬৮ গোল করেন মুলার। আর ১৩২ ম্যাচে ৬৯ গোল করে তাঁকে পেছনে ফেলেন ২০০৬ বিশ্বকাপে সোনার বুটজয়ী ক্লোসা। বর্তমানে ১৫ গোল করে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক রোনাল্ডো। ক্লোসা এর আগে ২০০২ ও ২০০৬ বিশ্বকাপে পাঁচটি করে গোল করেছিলেন। ২০১০ বিশ্বকাপে করেছিলেন চার গোল। সবমিলিয়ে মোট গোল ১৪। মজার ব্যাপার, তাঁর এ গোলগুলোর বেশিরভাগই করা কর্নার থেকে হেডের সাহায্যে! নিজের চতুর্থ বিশ্বকাপে ক্লোসা এককভাব সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙ্গার সূবর্ণ সুযোগ পাচ্ছেন। তাঁকে নিয়ে আশাবাদী জার্মান কোচ জোয়াকিম লো-ও, ‘ক্লোসা সবসময় বড় টুর্নামেন্টে টপ ফর্মে থাকেন। গোল করার পাশাপাশি এটা ওর একটা বাড়তি গুণ। সম্প্রতি ও একটু চোট পেয়েছিল। কিন্তু এই মুহূর্তে আমি নিশ্চিত, বিশ্বকাপে ও জার্মান দলের সাহায্যে আসবে।’
যার রেকর্ড ভাঙতে যাচ্ছেন ক্লোসা, সেই রোনাল্ডোও আগাম অভিনন্দন জানিয়ে রেখেছেন ক্লোসাকে। বিষয়টি দারুণ অনুপ্রাণিত করেছে ক্লোসাকে। এখন দেখার বিষয়, এমন অনুপ্রেরণা নিয়ে এই বিশ্বকাপে রেকর্ড গড়তে এবং জার্মানিকে বিশ্বকাপ শিরোপা জিতিয়ে অমরত্ব লাভ করতে পারেন কি না মিরোসøাভ ক্লোসা।
http://allbanglanewspapers.com/janakantha/

No comments:

Post a Comment