আজ ইডেনে নাইট-বরণ
এই সময়, কলকাতা ও শিলিগুড়ি: নাইটদের আইপিএল জয় রাতারাতি বদলে দিল মুখ্যমন্ত্রীর সফরসূচিই!
টানা ছ' দিনের উত্তরবঙ্গ সফরের গোড়াতেই যাত্রাভঙ্গ করে মমতা বন্দ্যোপাধ্যায় ফিরলেন কলকাতাতেই৷ কারণ, তাঁর নির্দেশেই তো আজ মঙ্গলবার ইডেন গার্ডেন্সে কলকাতার জয়ী যোদ্ধাদের রাজকীয় সংবর্ধনা! কলকাতার সমস্ত থানা থেকে যার জন্য বিনা মূল্যে পাস বিলি করা শুরু হয়েছে সোমবার রাতেই৷
রবিবার রাতেই মমতা ফেসবুকে অভিনন্দন জানিয়েছিলেন শাহরুখ-বাহিনীকে৷ সোমবার উত্তরকন্যায় তিনি বলেন, 'নাইট রাইডার্স আইপিএল জেতায় সকলেই খুশি৷ আমিও খুশি৷ সেই জন্যই ওঁদের সংবর্ধনা জানানোর পরিকল্পনা হয়েছে৷ অনুষ্ঠানে টলিউডও থাকবে৷ অনুষ্ঠান সেরে রাতেই আমি বিশেষ বিমানে আবার উত্তরবঙ্গে ফিরে আসব৷' শিলিগুড়ির ছেলে ঋদ্ধিমান সাহাকে মমতার দরাজ সার্টিফিকেট, 'ঋদ্ধিমানও খুব ভালো খেলেছে৷ ওঁকেও আমরা পুরস্কার দেব৷ তবে ঋদ্ধিমানের খেলার সূচি দেখে নিয়েই সেটা হবে৷' রবি-রাতে ফেসবুকেও ঋদ্ধিকে অভিনন্দন জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ তাঁর নির্দেশ মেনে স্বাভাবিক ভাবেই সাজ সাজ রব প্রশাসনে৷ এরই মধ্যে সোমবার সন্ধেয় দু' দফায় কলকাতা এসে পৌঁছেছেন আইপিএল চ্যাম্পিয়নরা৷ প্রথম বিমানে কাপ নিয়ে আসেন গৌতম গম্ভীর, জুহি চাওলারা৷ বিমানবন্দরে তখন তাঁদের জন্য অপেক্ষমান দুই মন্ত্রী মদন মিত্র ও ফিরহাদ হাকিম, সঙ্গে পতাকা নিয়ে শ'তিনেক কেকেআর সমর্থক৷ গলায় মালা পরে সোজা টিম বাসে উঠে যান নাইটরা৷ জয়ের অন্যতম নায়ক সুনীল নারিন ও মর্নি মর্কেল অবশ্য বেঙ্গালুরু থেকেই ফিরে গিয়েছেন দেশে৷
আজ সরকারি ভাবে নাইট-বরণ হবে রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তর, সিএবি, কলকাতা পুলিশ ও পুরসভার উদ্যোগে৷ বেলা একটা থেকে দুটো, অনুষ্ঠানে আগাগোড়াই উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী৷ সংবর্ধনা দেখতে বিনামূল্যে পাসের ব্যবস্থা করেছে রাজ্য সরকার৷ সোমবার রাতেই নজিরবিহীন ভাবে শহরের থানাগুলি থেকে পাস বিলি শুরু করে দিয়েছে কলকাতা পুলিশ৷ এদিন সকালে স্বরাষ্ট্রসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়, কলকাতার পুলিশ কমিশনার সুরজিত্ কর পুরকায়স্থ এবং সিএবি-র বৈঠকে ঠিক হয়, পাস নিয়েই ইডেনে ঢুকতে হবে৷ এর কারণও আছে৷ ২০১২-য় ইডেনে কলকাতা নাইট রাইডার্সের সংবর্ধনা অনুষ্ঠানে ইডেনে ঢুকতে কোনও টিকিট বা পাসের ব্যবস্থা ছিল না৷ ফলে সীমিত সংখ্যক আসন ছাপিয়ে বহু দর্শক স্টেডিয়ামে ঢুকে পড়েন৷ একটা সময় ভিড় পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়৷ বিশৃঙ্খলা চরমে ওঠে৷ পরিস্থিতি সামাল দিতে জনতার সঙ্গে ধস্তাধস্তিও হয় পুলিশের৷ এ বার সেই পরিস্থিতি এড়াতে তারকাদের নিয়ে রোড-শো হবে না বলে আগেই ঘোষণা করে রেখেছেন ক্রীড়ামন্ত্রী মদন মিত্র৷ তার পরে রয়েছে পাসের বন্দোবস্ত৷
লালবাজার সূত্রের খবর, সিএবির সঙ্গে বৈঠকে ঠিক হয়েছে, গত ১৪ মে ইডেনে বাতিল হয়ে যাওয়া আইপিএল ম্যাচের টিকিটই পাস হিসেবে দেওয়া হবে৷ ভোটের জন্য বাতিল হয়ে যাওয়া ওই ম্যাচের টিকিট বিক্রি করা হয়নি৷ ওই টিকিটগুলিই শহরের বিভিন্ন থানায় পাঠিয়ে দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়৷ তবে রাত ৯টা পর্যন্ত অনেক থানাতেই টিকিট পৌঁছয়নি, আবার কিছু কিছু থানায় রাত থেকেই শুরু হয়ে গিয়েছে পাস বিলি৷ কলকাতা পুলিশের এক আধিকারিক জানান, থানা থেকে কোনও অনুষ্ঠানের পাস বিলির ঘটনা নজিরবিহীন৷ আজ সকাল থেকে থানাগুলিতে উত্সাহী দর্শকরা হুমড়ি খেয়ে পড়বেন বলে আশঙ্কা থেকেই যাচ্ছে৷ যাঁরা কলকাতার বাইরে থেকে আসবেন, তাঁরা কোন থানা থেকে টিকিট নেবেন, সে প্রশ্নও থাকছে৷ দূর থেকে কোনও দর্শক থানায় এসে যদি শোনেন টিকিট ফুরিয়ে গিয়েছে, তাতে উত্তেজনা ছড়ানোরও আশঙ্কা করছেন বিভিন্ন থানার ওসি৷ ফলে বিশৃঙ্খলা এড়াতে গিয়ে আবার বিশৃঙ্খলার সম্ভাবনাও থেকে যাচ্ছে৷ যুগ্ম কমিশনার (সদর) রাজীব মিশ্র বলেন, 'টিকিট ছাড়াও কেউ স্টেডিয়ামে এসে পড়লে আমরা চেষ্টা করব, যাতে তিনি অনুষ্ঠান দেখতে পান৷' এতেও টিকিট নিয়ে আসা দর্শকদের সঙ্গে টিকিটহীন দর্শকদের গোলমাল বেঁধে যেতে পারে বলে মনে করছেন অভিজ্ঞ পুলিশ অফিসাররা৷ অবশ্য দর্শকদের সুবিধার জন্য রেড রোডে বাস্কেটবল গ্রাউন্ড এবং বাবুঘাটে জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা করা হচ্ছে৷
এদিন বিকেলে নবান্নে ক্রীড়ামন্ত্রী মদন মিত্র সিএবি প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়াকে পাশে নিয়ে বলেন, 'রাজকীয় সংবর্ধনা দেওয়া হবে নাইট বাহিনীকে৷ ইডেনে যে সব ক্রীড়ামোদী মানুষরা তা দেখতে চান, তাঁদের স্বাগত জানাই৷ টিকিটের কোনও দাম লাগবে না৷ থানা থেকে পাস বিলি করা হবে৷ সিএবি-র সঙ্গে যুক্ত ৫০০ ক্লাবকেও টিকিট দেওয়া হবে৷ সব কিছুই সুশৃঙ্খল ভাবে হবে৷' ডালমিয়া বলেন, 'আমি খুব খুশি৷ কলকাতার নাইটরা আবার জিতবে বলে আমি আশা রাখি৷ আর ঋদ্ধিমানকে তো সিএবি পরে অবশ্যই সংবর্ধনা দেবে৷'
আইপিএল নিয়ে এই উচ্ছ্বাসের ফাঁকেও অবশ্য নিখোঁজ ছন্দা গায়েন ও তাঁর সহযাত্রী দুই শেরপার জন্য দুঃখপ্রকাশ করেছেন মমতা৷ মুখ্যমন্ত্রী বলেন, 'পাহাড়ে অভিযানে গিয়ে আমাদের দুই শেরপা এবং ছন্দা নিখোঁজ হয়েছে৷ আমরা ওঁদের খোঁজার জন্য চেষ্টা করেছি৷ আমি চাই, ওঁরা সুস্থ ভাবে ফিরে আসুন৷ আমাদের দিক থেকে এই ব্যাপারে সমস্ত রকম ভাবে সাহায্য করা হচ্ছে৷'
টানা ছ' দিনের উত্তরবঙ্গ সফরের গোড়াতেই যাত্রাভঙ্গ করে মমতা বন্দ্যোপাধ্যায় ফিরলেন কলকাতাতেই৷ কারণ, তাঁর নির্দেশেই তো আজ মঙ্গলবার ইডেন গার্ডেন্সে কলকাতার জয়ী যোদ্ধাদের রাজকীয় সংবর্ধনা! কলকাতার সমস্ত থানা থেকে যার জন্য বিনা মূল্যে পাস বিলি করা শুরু হয়েছে সোমবার রাতেই৷
রবিবার রাতেই মমতা ফেসবুকে অভিনন্দন জানিয়েছিলেন শাহরুখ-বাহিনীকে৷ সোমবার উত্তরকন্যায় তিনি বলেন, 'নাইট রাইডার্স আইপিএল জেতায় সকলেই খুশি৷ আমিও খুশি৷ সেই জন্যই ওঁদের সংবর্ধনা জানানোর পরিকল্পনা হয়েছে৷ অনুষ্ঠানে টলিউডও থাকবে৷ অনুষ্ঠান সেরে রাতেই আমি বিশেষ বিমানে আবার উত্তরবঙ্গে ফিরে আসব৷' শিলিগুড়ির ছেলে ঋদ্ধিমান সাহাকে মমতার দরাজ সার্টিফিকেট, 'ঋদ্ধিমানও খুব ভালো খেলেছে৷ ওঁকেও আমরা পুরস্কার দেব৷ তবে ঋদ্ধিমানের খেলার সূচি দেখে নিয়েই সেটা হবে৷' রবি-রাতে ফেসবুকেও ঋদ্ধিকে অভিনন্দন জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ তাঁর নির্দেশ মেনে স্বাভাবিক ভাবেই সাজ সাজ রব প্রশাসনে৷ এরই মধ্যে সোমবার সন্ধেয় দু' দফায় কলকাতা এসে পৌঁছেছেন আইপিএল চ্যাম্পিয়নরা৷ প্রথম বিমানে কাপ নিয়ে আসেন গৌতম গম্ভীর, জুহি চাওলারা৷ বিমানবন্দরে তখন তাঁদের জন্য অপেক্ষমান দুই মন্ত্রী মদন মিত্র ও ফিরহাদ হাকিম, সঙ্গে পতাকা নিয়ে শ'তিনেক কেকেআর সমর্থক৷ গলায় মালা পরে সোজা টিম বাসে উঠে যান নাইটরা৷ জয়ের অন্যতম নায়ক সুনীল নারিন ও মর্নি মর্কেল অবশ্য বেঙ্গালুরু থেকেই ফিরে গিয়েছেন দেশে৷
আজ সরকারি ভাবে নাইট-বরণ হবে রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তর, সিএবি, কলকাতা পুলিশ ও পুরসভার উদ্যোগে৷ বেলা একটা থেকে দুটো, অনুষ্ঠানে আগাগোড়াই উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী৷ সংবর্ধনা দেখতে বিনামূল্যে পাসের ব্যবস্থা করেছে রাজ্য সরকার৷ সোমবার রাতেই নজিরবিহীন ভাবে শহরের থানাগুলি থেকে পাস বিলি শুরু করে দিয়েছে কলকাতা পুলিশ৷ এদিন সকালে স্বরাষ্ট্রসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়, কলকাতার পুলিশ কমিশনার সুরজিত্ কর পুরকায়স্থ এবং সিএবি-র বৈঠকে ঠিক হয়, পাস নিয়েই ইডেনে ঢুকতে হবে৷ এর কারণও আছে৷ ২০১২-য় ইডেনে কলকাতা নাইট রাইডার্সের সংবর্ধনা অনুষ্ঠানে ইডেনে ঢুকতে কোনও টিকিট বা পাসের ব্যবস্থা ছিল না৷ ফলে সীমিত সংখ্যক আসন ছাপিয়ে বহু দর্শক স্টেডিয়ামে ঢুকে পড়েন৷ একটা সময় ভিড় পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়৷ বিশৃঙ্খলা চরমে ওঠে৷ পরিস্থিতি সামাল দিতে জনতার সঙ্গে ধস্তাধস্তিও হয় পুলিশের৷ এ বার সেই পরিস্থিতি এড়াতে তারকাদের নিয়ে রোড-শো হবে না বলে আগেই ঘোষণা করে রেখেছেন ক্রীড়ামন্ত্রী মদন মিত্র৷ তার পরে রয়েছে পাসের বন্দোবস্ত৷
লালবাজার সূত্রের খবর, সিএবির সঙ্গে বৈঠকে ঠিক হয়েছে, গত ১৪ মে ইডেনে বাতিল হয়ে যাওয়া আইপিএল ম্যাচের টিকিটই পাস হিসেবে দেওয়া হবে৷ ভোটের জন্য বাতিল হয়ে যাওয়া ওই ম্যাচের টিকিট বিক্রি করা হয়নি৷ ওই টিকিটগুলিই শহরের বিভিন্ন থানায় পাঠিয়ে দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়৷ তবে রাত ৯টা পর্যন্ত অনেক থানাতেই টিকিট পৌঁছয়নি, আবার কিছু কিছু থানায় রাত থেকেই শুরু হয়ে গিয়েছে পাস বিলি৷ কলকাতা পুলিশের এক আধিকারিক জানান, থানা থেকে কোনও অনুষ্ঠানের পাস বিলির ঘটনা নজিরবিহীন৷ আজ সকাল থেকে থানাগুলিতে উত্সাহী দর্শকরা হুমড়ি খেয়ে পড়বেন বলে আশঙ্কা থেকেই যাচ্ছে৷ যাঁরা কলকাতার বাইরে থেকে আসবেন, তাঁরা কোন থানা থেকে টিকিট নেবেন, সে প্রশ্নও থাকছে৷ দূর থেকে কোনও দর্শক থানায় এসে যদি শোনেন টিকিট ফুরিয়ে গিয়েছে, তাতে উত্তেজনা ছড়ানোরও আশঙ্কা করছেন বিভিন্ন থানার ওসি৷ ফলে বিশৃঙ্খলা এড়াতে গিয়ে আবার বিশৃঙ্খলার সম্ভাবনাও থেকে যাচ্ছে৷ যুগ্ম কমিশনার (সদর) রাজীব মিশ্র বলেন, 'টিকিট ছাড়াও কেউ স্টেডিয়ামে এসে পড়লে আমরা চেষ্টা করব, যাতে তিনি অনুষ্ঠান দেখতে পান৷' এতেও টিকিট নিয়ে আসা দর্শকদের সঙ্গে টিকিটহীন দর্শকদের গোলমাল বেঁধে যেতে পারে বলে মনে করছেন অভিজ্ঞ পুলিশ অফিসাররা৷ অবশ্য দর্শকদের সুবিধার জন্য রেড রোডে বাস্কেটবল গ্রাউন্ড এবং বাবুঘাটে জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা করা হচ্ছে৷
এদিন বিকেলে নবান্নে ক্রীড়ামন্ত্রী মদন মিত্র সিএবি প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়াকে পাশে নিয়ে বলেন, 'রাজকীয় সংবর্ধনা দেওয়া হবে নাইট বাহিনীকে৷ ইডেনে যে সব ক্রীড়ামোদী মানুষরা তা দেখতে চান, তাঁদের স্বাগত জানাই৷ টিকিটের কোনও দাম লাগবে না৷ থানা থেকে পাস বিলি করা হবে৷ সিএবি-র সঙ্গে যুক্ত ৫০০ ক্লাবকেও টিকিট দেওয়া হবে৷ সব কিছুই সুশৃঙ্খল ভাবে হবে৷' ডালমিয়া বলেন, 'আমি খুব খুশি৷ কলকাতার নাইটরা আবার জিতবে বলে আমি আশা রাখি৷ আর ঋদ্ধিমানকে তো সিএবি পরে অবশ্যই সংবর্ধনা দেবে৷'
আইপিএল নিয়ে এই উচ্ছ্বাসের ফাঁকেও অবশ্য নিখোঁজ ছন্দা গায়েন ও তাঁর সহযাত্রী দুই শেরপার জন্য দুঃখপ্রকাশ করেছেন মমতা৷ মুখ্যমন্ত্রী বলেন, 'পাহাড়ে অভিযানে গিয়ে আমাদের দুই শেরপা এবং ছন্দা নিখোঁজ হয়েছে৷ আমরা ওঁদের খোঁজার জন্য চেষ্টা করেছি৷ আমি চাই, ওঁরা সুস্থ ভাবে ফিরে আসুন৷ আমাদের দিক থেকে এই ব্যাপারে সমস্ত রকম ভাবে সাহায্য করা হচ্ছে৷'
No comments:
Post a Comment