Sunday, June 8, 2014

শিল্পকলায় ঢাকা পদাতিকের ‘পাইচো চোরের কিচ্ছা’

শিল্পকলায় ঢাকা পদাতিকের ‘পাইচো চোরের কিচ্ছা’
স্টাফ রিপোর্টার ॥ ভাটি অঞ্চল খুলনার লোককাহিনীকে উপজীব্য করে ঢাকা পদাতিকের গবেষণাধর্মী লোকনাটক ‘পাইচো চোরের কিচ্ছা।’ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আজ সোমবার সন্ধ্যা ৭টায় নাটকটির ৩৯তম মঞ্চায়ন হবে। নাটকটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন কাজী চপল। নাটকটিতে পাইচো চোরের চরিত্রে অভিনয় করেছেন সালাউদ্দিন রাহাত। গল্পে গল্পে গানে গানে কাহিনী সুবিস্তৃত করেছেন কাজী শিলা। এ ছাড়াও অন্য চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ, মাসুদ আহমেদ, পিয়া, মুমু, দেবাশীষ ফনি, সাগর, মৌসুমী ইসলাম, জাকারিয়া কিরণ, কাজী সম্রাট, সাবরিনা লিজা, সুমন, আল মামুন, শাওন, কবির, সিরাজ, আকাশ ও লিটন। নাটকটি সম্পর্কে নির্দেশক কাজী চপল বলেন, খুলনার আঞ্চলিক ভাষার নাটকটিতে উঠে এসেছে অসংখ্য লোক উপাদান। একটি লোক নাটক করার ভাবনা থেকেই লোক কাহিনী ‘পাইচো চোরের কিচ্ছা’ নির্দেশনা দিয়েছি। এতে আমরা আমাদের শিকড় অনুসন্ধানের প্রচেষ্টা করেছি। বিজয় সরকার, আলেক মাতুব্বর, মোসলেম বয়াতিসহ খুলনা এলাকার অসংখ্য লোক কবি ভাটিয়ালী সুরে যে ভাব, রস আমাদের মনে গ্রথিত করেছেন তা এ নাটকের মূল উপাদান হিসেবে কাজ করেছে। পাইচো বিখ্যাত চোর। এ চোরকে ঘিরে নাটকটি এগুতে থাকে।
http://www.allbanglanewspapers.com/janakantha.html

No comments:

Post a Comment