নিহত মহসিন নির্দোষ, জানাল মহারাষ্ট্র
পুনে: ফেসবুকে আপত্তিজনক পোস্টের জেরে এক মুসলিম তথ্যপ্রযুক্তি কর্মীর হত্যার ঘটনায় সোমবার আরও দু'জনকে গ্রেপ্তার করল মহারাষ্ট্র পুলিশ৷ ধৃত দু'জনেই হিন্দু রাষ্ট্র সেনার সদস্য৷ একই দিনে মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী আর আর পাটিল জানিয়ে দিলেন, ফেসবুকে আপত্তিজনক পোস্টটির সঙ্গে নিহত মহসিন শেখের কোনও সম্পর্ক ছিল না এবং তিনি পুরোপুরি নির্দোষ৷ এর সঙ্গেই পাটিলের দাবি, কে বা কারা ফেসবুকে ওই উস্কানিমূলক পোস্টটি করে তা জেনে ফেলেছে রাজ্য পুলিশ৷ এই ঘটনার প্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ার উপর বৃহত্তর নিয়ন্ত্রণ আনার পক্ষে সওয়াল করেছেন তিনি৷ যারা পোস্টটি তৈরি করেছে তারা ছাড়াও, যারা ওতে 'লাইক' দিয়েছে বা ফরওয়ার্ড করেছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা ভাবা হচ্ছে৷
ছত্রপতি শিবাজি ও বাল ঠাকরের ছবিতে আপত্তিজনক মন্তব্য বসিয়ে ফেসবুকে কিছু পোস্ট পড়েছিল গত সপ্তাহে, যা পরে ওয়াটসঅ্যাপেও ছড়িয়ে পড়ে৷ তার পর পরই শেখ মহসিন সাদিক নামে ২৮ বছর বয়সী পুনের যুবককে বেধড়ক মারধর করে হত্যা করা হয়৷ এই ঘটনায় হিন্দু রাষ্ট্র সেনার (এইচআরএস) ১৭ সদস্যকে আগেই গ্রেপ্তার করা হয়েছিল, সোমবার সেই সংখ্যাটা ১৯-এ গিয়ে দাঁড়াল৷ সংগঠনটির প্রধান ধনঞ্জয় দেশাইকেও উস্কানিমূলক লেখালিখি করার জন্য গ্রেপ্তার করা হয়েছে৷
এর মধ্যেই বি আর আম্বেদকর নিয়ে একটি বিতর্কিত ফেসবুক পোস্ট নিয়ে রবিবার রাতে অশান্তি ছড়ায় পুনে শহরতলি, নাসিক ও কোলাপুরে৷ রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া (আরপিআই)-এর সদস্যরা রাস্তায় বিক্ষোভ দেখান, ভাঙচুর হয় বাসও৷ পুলিশ এ ক্ষেত্রে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনলেও এ দিন পুনের বেশ কিছু দোকানপাট বন্ধ ছিল৷ পাটিল জানাচ্ছেন, শিবাজি-ঠাকরেকে নিয়ে করা পোস্ট ও আম্বেদকরকে নিয়ে করা পোস্ট একই দলের কুকীর্তি৷ তাঁর কথায়, 'পুনে এবং মহারাষ্ট্র জুড়ে বেশ কিছু সমাজবিরোধী পরিকল্পিত ভাবে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে হিংসা ও হানাহানি ছড়ানোর চেষ্টা করছে৷' মহসিন-হত্যার ঘটনা নিয়ে রাজ্যের পাঠানো রিপোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক খারিজ করে ফেরত পাঠিয়েছে বলে যে খবর পাওয়া যাচ্ছিল, এ দিন তাকেও 'গুজব' বলে উড়িয়ে দিয়েছেন পাটিল৷
এই প্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার নিয়ে এ দিন রীতিমতো সরব হয়েছেন পাটিল৷ তাঁর কথায়, 'কিছু সমাজবিরোধী একে অসত্ উদ্দেশ্যে ব্যবহার করছে, মহারাষ্ট্রের সাম্প্রতিক ঘটনা তার উদাহরণ৷' সোশ্যাল মিডিয়ার অপব্যবহার নিয়ে মুখ খুলেছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভড়েকরও৷ এ দিন তাঁর টুইট, 'বাকস্বাধীনতার সঙ্গে দায়িত্বজ্ঞানও জড়িত৷ সোশ্যাল মিডিয়া থাকুক শান্তি ও একতার উদ্দেশ্যে, সমাজে বিভাজন সৃষ্টির জন্য নয়৷'
পুনে-সহ বিভিন্ন সাম্প্রদায়িক হিংসার ঘটনা আটকাতে নরেন্দ্র মোদী প্রশাসনের অকর্মণ্যতার দিকে এ দিন আঙুল তুলেছে বিরোধীরা৷ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও কংগ্রেস নেতা বীরাপ্পা মইলি এ দিন বলেন, 'এই সাম্প্রদায়িক পাগলামি ঠেকাতে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না৷ পুনে, গুড়গাঁওয়ে কী হচ্ছে? না প্রধানমন্ত্রী, না স্বরাষ্ট্রমন্ত্রী, কেউ দায়িত্ব ঘাড়ে নিচ্ছেন না৷' হিন্দু রাষ্ট্র সেনা সংগঠনটি নিষিদ্ধ করার দাবি তুলেছেন আর এক প্রাক্তন কংগ্রেস মন্ত্রী নাসিম খান৷ পুনের ঘটনার উল্লেখ তুলে এ দিন সিপিএমও অভিযোগ তুলেছে লোকসভা ভোট শেষ হওয়ার পর থেকে এই অল্প সময়ের মধ্যেই অন্তত এক ডজন সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটে গিয়েছে৷ এই সমস্ত অভিযোগকে অবশ্য বিরোধীদের রাজনৈতিক চাল বলেই উড়িয়ে দিচ্ছে বিজেপি৷
ছত্রপতি শিবাজি ও বাল ঠাকরের ছবিতে আপত্তিজনক মন্তব্য বসিয়ে ফেসবুকে কিছু পোস্ট পড়েছিল গত সপ্তাহে, যা পরে ওয়াটসঅ্যাপেও ছড়িয়ে পড়ে৷ তার পর পরই শেখ মহসিন সাদিক নামে ২৮ বছর বয়সী পুনের যুবককে বেধড়ক মারধর করে হত্যা করা হয়৷ এই ঘটনায় হিন্দু রাষ্ট্র সেনার (এইচআরএস) ১৭ সদস্যকে আগেই গ্রেপ্তার করা হয়েছিল, সোমবার সেই সংখ্যাটা ১৯-এ গিয়ে দাঁড়াল৷ সংগঠনটির প্রধান ধনঞ্জয় দেশাইকেও উস্কানিমূলক লেখালিখি করার জন্য গ্রেপ্তার করা হয়েছে৷
এর মধ্যেই বি আর আম্বেদকর নিয়ে একটি বিতর্কিত ফেসবুক পোস্ট নিয়ে রবিবার রাতে অশান্তি ছড়ায় পুনে শহরতলি, নাসিক ও কোলাপুরে৷ রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া (আরপিআই)-এর সদস্যরা রাস্তায় বিক্ষোভ দেখান, ভাঙচুর হয় বাসও৷ পুলিশ এ ক্ষেত্রে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনলেও এ দিন পুনের বেশ কিছু দোকানপাট বন্ধ ছিল৷ পাটিল জানাচ্ছেন, শিবাজি-ঠাকরেকে নিয়ে করা পোস্ট ও আম্বেদকরকে নিয়ে করা পোস্ট একই দলের কুকীর্তি৷ তাঁর কথায়, 'পুনে এবং মহারাষ্ট্র জুড়ে বেশ কিছু সমাজবিরোধী পরিকল্পিত ভাবে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে হিংসা ও হানাহানি ছড়ানোর চেষ্টা করছে৷' মহসিন-হত্যার ঘটনা নিয়ে রাজ্যের পাঠানো রিপোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক খারিজ করে ফেরত পাঠিয়েছে বলে যে খবর পাওয়া যাচ্ছিল, এ দিন তাকেও 'গুজব' বলে উড়িয়ে দিয়েছেন পাটিল৷
এই প্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার নিয়ে এ দিন রীতিমতো সরব হয়েছেন পাটিল৷ তাঁর কথায়, 'কিছু সমাজবিরোধী একে অসত্ উদ্দেশ্যে ব্যবহার করছে, মহারাষ্ট্রের সাম্প্রতিক ঘটনা তার উদাহরণ৷' সোশ্যাল মিডিয়ার অপব্যবহার নিয়ে মুখ খুলেছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভড়েকরও৷ এ দিন তাঁর টুইট, 'বাকস্বাধীনতার সঙ্গে দায়িত্বজ্ঞানও জড়িত৷ সোশ্যাল মিডিয়া থাকুক শান্তি ও একতার উদ্দেশ্যে, সমাজে বিভাজন সৃষ্টির জন্য নয়৷'
পুনে-সহ বিভিন্ন সাম্প্রদায়িক হিংসার ঘটনা আটকাতে নরেন্দ্র মোদী প্রশাসনের অকর্মণ্যতার দিকে এ দিন আঙুল তুলেছে বিরোধীরা৷ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও কংগ্রেস নেতা বীরাপ্পা মইলি এ দিন বলেন, 'এই সাম্প্রদায়িক পাগলামি ঠেকাতে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না৷ পুনে, গুড়গাঁওয়ে কী হচ্ছে? না প্রধানমন্ত্রী, না স্বরাষ্ট্রমন্ত্রী, কেউ দায়িত্ব ঘাড়ে নিচ্ছেন না৷' হিন্দু রাষ্ট্র সেনা সংগঠনটি নিষিদ্ধ করার দাবি তুলেছেন আর এক প্রাক্তন কংগ্রেস মন্ত্রী নাসিম খান৷ পুনের ঘটনার উল্লেখ তুলে এ দিন সিপিএমও অভিযোগ তুলেছে লোকসভা ভোট শেষ হওয়ার পর থেকে এই অল্প সময়ের মধ্যেই অন্তত এক ডজন সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটে গিয়েছে৷ এই সমস্ত অভিযোগকে অবশ্য বিরোধীদের রাজনৈতিক চাল বলেই উড়িয়ে দিচ্ছে বিজেপি৷
No comments:
Post a Comment