Sunday, June 8, 2014

রানা প্লাজার ক্ষতিগ্রস্ত শ্রমিককে ধর্ষণের অভিযোগ

রানা প্লাজার ক্ষতিগ্রস্ত শ্রমিককে ধর্ষণের অভিযোগ

ইত্তেফাক রিপোর্ট
সাভারের রানা প্লাজার এক শ্রমিককে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। আজ রবিবার সকালে ওই শ্রমিককে ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা যায়। 

জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় শাহাবুদ্দিন নামে এক ব্যক্তি রানা প্লাজায় ক্ষতিগ্রস্ত ওই শ্রমিককে ফোন করে সাহায্য দেয়ার কথা বলে ব্যাংকলোনি মহল্লায় আমীর উদ্দিন হাজির বাড়িতে ডেকে নিয়ে যায়। ওই শ্রমিক সেখানে গেলে একটি কক্ষে আটকে রেখে ধর্ষণ করে শুক্রবার ভোরে তাকে বের করে দেয় শাহাবুদ্দিন।

সাভার মডেল থানা পুলিশ ওই শ্রমিকের অভিযোগের ভিত্তিতে ধর্ষককে গ্রেফতার করে।

No comments:

Post a Comment