নিরাপত্তা হুমকি উইন্ডোজ ৮
মার্কিন টেক জায়ান্ট মাইক্রোসফটের তৈরি অপারেটিং সিস্টেম ‘উইন্ডোজ ৮’ ব্যবহার করে নাগরিকদের ব্যক্তিগত তথ্য চুরি করে নেয়া হচ্ছে বলে চীনের ‘চায়না সেন্ট্রাল টেলিভিশনে’ (সিসিটিভি) প্রচারিত এক প্রতিবেদনে মন্তব্য করেছেন দেশটির সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। সরকারী কাজে ব্যবহৃত কম্পিউটারে উইন্ডোজ ৮ ওএস চীন সরকার নিষিদ্ধ করেছে মে মাসে। সিসিটিভিভে প্রচারিত ওই প্রতিবেদনে চীনের জাতীয় নিরাপত্তার জন্য উইন্ডোজ ৮ একটি বড় ‘চ্যালেঞ্জ’ বলে মন্তব্য করেন সাংহাইয়ের ফুডান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইয়াং মিন। মিন আরও বলেন, ‘উইন্ডোজ-৮-এর নিরাপত্তা ব্যবস্থা এমনভাবে তৈরি যাতে ব্যবহারকারীর ডেটাবেজ সহজেই অ্যাকসেস করতে পারবে মাইক্রোসফট।’ চীনের নাগরিকদের ব্যক্তিগত ডেটা চুরি করতে মার্কিন গোয়েন্দা সংস্থা এনএসএ উইন্ডোজ ৮ ব্যবহার করছে এমন সন্দেহ প্রকাশ করা হয়েছে ওই প্রতিবেদনে। সূত্র: জিডিনেট ও গ্রীকওয়্যার।
No comments:
Post a Comment