জোয়ারের পানিতে ফের প্লাবিত চট্টগ্রামের উপকূলীয় এলাকা
আরও বৃষ্টি হতে পারে
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বঙ্গোপসাগরে মৌসুমী বায়ুর সক্রিয়তা সামান্য হ্রাস পেয়েছে। তবে পশ্চিমবঙ্গ উপকূল নিকটবর্তী এলাকায় রয়েছে লঘুচাপ। এর ফলে বাংলাদেশ উপকূলীয় এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। প্রত্যাহার করে নেয়া হয়েছে সতর্কতা সঙ্কেত। তবে অমাবস্যার তিথিতে জোয়ারে ফুঁসে উঠেছে কর্ণফুলী নদী এবং বঙ্গোপসাগর। জোয়ারের সময় বাড়তি দুতিন ফুট উঁচু পানিতে প্লাবিত হয়ে পড়ছে উপকূলীয় এলাকা। বন্দরনগরী চট্টগ্রামের হালিশহর, আগ্রাবাদ, চান্দগাঁও, বাকলিয়া, বহদ্দারহাট এলাকায় জোয়ার চলাকালে বৃহস্পতিবার দুপুরে রাস্তাঘাট আবারও দু’তিন ফুট পানিতে তলিয়ে যায়। একটানা কয়েকদিন বর্ষণের পর বৃহস্পতিবার নতুন করে বিড়ম্বনায় পড়তে হয়।
আবহাওয়া অফিস সূত্র জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে মৌসুমী বায়ুর সক্রিয়তা কমে এখন মাঝারি ধরনের। উপকূল এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এখনও তীব্রভাবে মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে। তার সঙ্গে সাগরে লঘুচাপ যুক্ত হওয়ায় অমাবস্যার তিথিতে আরও কয়েকদিন বৃষ্টির তীব্রতা থেমে থেমে থাকবে। হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে। বৃহস্পতিবার চট্টগ্রামে আরও ৩১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
বৃষ্টিপাত ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত বন্দরনগরী চট্টগ্রামের রাস্তাগুলো চসিক বা সড়ক ও জনপথ বিভাগ মেরামতের উদ্যোগ না নেয়ায় যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে। বহদ্দারহাট, অলঙ্কার মোড়, আগ্রাবাদ, আরাকান সড়ক এবং চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে যানজট ভয়াবহ। টানা কয়েকদিন বর্ষণের পর বিভিন্ন গুদাম থেকে পণ্য পরিবহনে ট্রাক চলাচল বেড়ে যাওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে। রাস্তায় খানা-খন্দক সৃষ্টি হওয়ায় যানবাহনও বিনষ্ট হচ্ছে। নগরীতে চসিক এখনও ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতের উদ্যোগ নেয়নি। এতে নগরবাসী ক্ষুব্ধ।
আবহাওয়া অফিস সূত্র জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে মৌসুমী বায়ুর সক্রিয়তা কমে এখন মাঝারি ধরনের। উপকূল এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এখনও তীব্রভাবে মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে। তার সঙ্গে সাগরে লঘুচাপ যুক্ত হওয়ায় অমাবস্যার তিথিতে আরও কয়েকদিন বৃষ্টির তীব্রতা থেমে থেমে থাকবে। হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে। বৃহস্পতিবার চট্টগ্রামে আরও ৩১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
বৃষ্টিপাত ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত বন্দরনগরী চট্টগ্রামের রাস্তাগুলো চসিক বা সড়ক ও জনপথ বিভাগ মেরামতের উদ্যোগ না নেয়ায় যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে। বহদ্দারহাট, অলঙ্কার মোড়, আগ্রাবাদ, আরাকান সড়ক এবং চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে যানজট ভয়াবহ। টানা কয়েকদিন বর্ষণের পর বিভিন্ন গুদাম থেকে পণ্য পরিবহনে ট্রাক চলাচল বেড়ে যাওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে। রাস্তায় খানা-খন্দক সৃষ্টি হওয়ায় যানবাহনও বিনষ্ট হচ্ছে। নগরীতে চসিক এখনও ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতের উদ্যোগ নেয়নি। এতে নগরবাসী ক্ষুব্ধ।
http://allbanglanewspapers.com/janakantha/
No comments:
Post a Comment